Puzzle Box

Puzzle Box Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Puzzle Box, Convenience Store, Chittagong.

17/09/2022

একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনার অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইতোমধ্যে তিনি শান্তি, গণতন্ত্র, স্বাস্থ্য ও শিশু মৃত্যুর হার হ্রাস, তথ্যপ্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন, উন্নয়ন এবং দেশে দেশে, জাতিতে জাতিতে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য ভূষিত হয়েছেন মর্যাদাপূর্ণ অসংখ্য পদক, পুরস্কার আর স্বীকৃতিতে।

Send a message to learn more

17/09/2022

একটি সুস্থ, সুন্দর জাতি গঠন করতে হলে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। বড় মনের মানুষ হওয়ার জন্য বইয়ের সান্নিধ্যে আসতেই হবে। একজন লেখক তার সুপ্ত ভাবনাকে লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন।

Send a message to learn more

উন্নত জাতি ও রাষ্ট্র গড়তে হলে মানুষের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। হতে হবে আলোকিত মানুষ। এজন্য প্রয়োজন বই পাঠ করা। নতুন প্র...
17/09/2022

উন্নত জাতি ও রাষ্ট্র গড়তে হলে মানুষের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। হতে হবে আলোকিত মানুষ। এজন্য প্রয়োজন বই পাঠ করা। নতুন প্রজন্মকে যত বেশি বই পাঠে উৎসাহিত করা যাবে, ততই তারা জ্ঞানসমৃদ্ধ হবে।

দেশকে নেতৃত্ব দেয়ার, তরুণ প্রজন্মকে যোগ্য করে তোলার অন্যতম হাতিয়ার বই। তাই বই পাঠের বিকল্প কিছু নেই। দেশ গড়তে চাইলে, দেশকে ভালোবাসলে, নিজেকে ভালোবাসলে, জ্ঞানী হতে চাইলে, আলোকিত মানুষ হতে হলে অবশ্যই বই পড়তে হবে।

বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো, নীতি-নৈতিকতা-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-স...
17/09/2022

বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো, নীতি-নৈতিকতা-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য-সংস্কৃতিসহ সবকিছুই রয়েছে বইয়ের ভেতরে।

একমাত্র বইয়ের মধ্যেই আছে সব ধরনের জ্ঞান। তাই জীবনের জন্য বই প্রয়োজন। প্রত্যেকের জীবনেই একঘেয়েমি, দুঃখ-কষ্ট, অস্থিরতা, মানসিক সমস্যাসহ নানা সমস্যা থাকে। কিন্তু বই পড়লে সেসব চিন্তা মাথায় থাকে না। অবসর সময়গুলো বিনোদনের মাধ্যমে কাটানোর জন্য কত কিছুই না আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে, কিন্তু বই পড়ার মতো নির্মল আনন্দের সমতুল্য হতে পারেনি কিছুই।

17/09/2022

হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।

Send a message to learn more

17/09/2022

যারা দ্রুত জাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

Send a message to learn more

17/09/2022

শিক্ষা বা জ্ঞানেই মানুষের জীবনধারণ ও উন্নতির প্রধানতম সহায়ক বা নিয়ামক। ব্য্িকত লো জাতি গঠনের উপাদান। আর সঠিক শিক্ষা হলো জাতির মেরুদন্ড। মেরুদন্ডহীন বানুষকে যেমন একতাল মাংসপিন্ড ছাড়া অন্য কিছু কল্পনা করা যায় না, তেমনি শিক্ষা থেকে বঞ্চিত জাতিকেও জাত হিসেবে কল্পনা করা যায় না।

Send a message to learn more

17/09/2022

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়েছেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিকশাচালক তারা মিয়া। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চকলেংগুরা বাইতুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের এ উপকরণ দেন তিনি।

Send a message to learn more

জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন, ‘মানুষ করে তোলাই শিক্ষা’। এখন মানুষ বা ভালো মানুষ বলতে আমরা কী বুঝি? ভালো মানুষ হলো ‘যে কখ...
17/09/2022

জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন, ‘মানুষ করে তোলাই শিক্ষা’। এখন মানুষ বা ভালো মানুষ বলতে আমরা কী বুঝি? ভালো মানুষ হলো ‘যে কখনই কারো কোনো ক্ষতি করে না, সকলের প্রতি সহমর্মিতার মানসিকতা পোষণ করে এবং তার ওপর অর্পিত পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে।’ আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের। এ বিষয়ে শিক্ষকদের ভূমিকা এতই গুরুত্বপূর্ণ যে, আলেকজান্ডার দ্যা গ্রেট বলতে বাধ্য হয়েছেন যে, ‘আমি আমার বাবার কাছে ঋণী জীবনের জন্য, কিন্তু আমার শিক্ষকের কাছে ঋণী সুন্দর জীবনের জন্য।’ তাই ‘ভালো মানুষ গড়া’ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও পবিত্র দায়িত্ব হওয়া উচিত। এই লক্ষ্য অর্জনের জন্য লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি শিক্ষা কার্যক্রমে সুপরিকল্পিত নৈতিকতা শিক্ষা ও ধর্মীয় অনুশীলন অত্যন্ত জরুরি।

ইন্টারনেটে হয়ে উঠেছে জীবন রঙ্গীন। কাজগুলো হয়েছে আরও সহজ। এটা বলা দরকার ইন্টারনেটের ভালো-মন্দ দুই দিকই আছে। মন্দের চেয়ে ভ...
17/09/2022

ইন্টারনেটে হয়ে উঠেছে জীবন রঙ্গীন। কাজগুলো হয়েছে আরও সহজ। এটা বলা দরকার ইন্টারনেটের ভালো-মন্দ দুই দিকই আছে। মন্দের চেয়ে ভালোটাই বেশি কার্যকরী। আর ভালোর কোনো শেষ নেই। সেই ভালোকে সামনে রেখে ইন্টারনেটে ভর দিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্ব এবং এগিয়ে যাচ্ছি আমরা।

কাজগুলো সব হাতের মুঠোই চলে এসেছে। খাবার খেতে ইচ্ছা করলেই অনলাইনে অর্ডার দিতে পারছি আবার কোথাও যেতে মন চাইলে শেয়ার রাইডও ডাকতে পারছি। কেনাকাটায় ইকর্মাসে সব কিছুই মেলে আবার বাজার করতেও কাঁচাবাজারে যাওয়ার দরকার হয় না। সেটাও অনলাইনে সারা যায়।

17/09/2022
🌿✅ #চলছে_ধামাকা_ডিসকাউন্ট 🌿✅✅✔️ বর্তমান সময়ে সবাই "স্বা'স্থ্য' স'চেতন,  চলছে সৌন্দর্যের প্রতিযোগিতা, আপনার লুকিয়ে থাকা  ...
17/09/2022

🌿✅ #চলছে_ধামাকা_ডিসকাউন্ট 🌿✅

✅✔️ বর্তমান সময়ে সবাই "স্বা'স্থ্য' স'চেতন, চলছে
সৌন্দর্যের প্রতিযোগিতা, আপনার লুকিয়ে থাকা সৌন্দর্য কে খুজে বের করুন, আ'নফি"ট শ'রীর টাকে পুজি করে আর কতদিন? ✅

✅এবার একটু নিজের কথা ভাবুন, 'ফি"ট'নে'স কে আনুন হাতের মুঠোয়, 🌿

🌼একটু রো'গা শ"রী'র হওয়ায়, বিয়ে বা ফ্যামিলি প্রোগ্রাম সবকিছু থেকে নিজেকে দূরে রাখছেন, কিন্তু এমন বোকামি কে এবার না বলুন। ✔️🌿

✅✔️আমাদের যে কোন কোর্স ব্যাবহার করে ও'জ"ন' বা"ড়া'নোর স'হজ স'মাধা'ন নিন । ✔️

🌿✅চকোলেট ফ্লে'ভারের আমাদের এই ন্যা'চারা'ল 'ও"য়ে"ই'ট "গে'ই'ন' প্রোডাক্ট টি আপনার ও'জ"ন' বা'ড়ি'য়ে আপনাকে 'স্বা"স্থ্য'বা'ন করবে, কোন রকম সা'ইড এ'ফে'ক্ট এর ভ'য় নেই।
🌼

🌿✅টে'স্টি আ'ইটেম হওয়ায় সারাদেশে রয়েছে এর ব্যাপক চা'হিদা।🥰

💚নিজের সৌ'ন্দর্য কে ছাপিয়ে এগিয়ে যান বহুদূর।💚

✅✔️🌿 তবে আর দেরি কেন? এখনই অর্ডার করুন।

✅সারাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়🌿✔️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puzzle Box posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share