19/09/2022
"আপনি যতবারই হারতে থাকুন না কেনো একটা সময় আপনি ঠিকই জিতে যাবেন... কিন্তু যদি একবার হেরেই থেমে যান, তাহলে কখনই জিততে পারবেন না !!
জীবনে শতবার প্রতারিত হওয়া মানুষটাও একটা সময় জিতে গিয়েছে... হাজারবার ঠকে যাওয়ার পরেও কেউ না কেউ জয়ের দেখা পেয়েছে... সবার চোখে ঘৃণিত মানুষটাও এখন কারো না কারো চোখে সবথেকে প্রিয় মানুষ !!
যে মানুষটাকে দেখে মনে হয় কিছুই করতে পারবে না, সেই মানুষটাই একদিন এমন কিছু করে ফেলবে যা আপনার কল্পনায়ও ছিলো না... জীবনে কেউই থেমে থাকে না, আজ না হয় কাল সবাই নিজ জায়গা থেকে প্রতিষ্ঠিত হয়... শুধুমাত্র সময়ের ব্যাপার !!
প্রথমবার হেরে যাওয়া, ঠকে যাওয়া, কিংবা প্রতারিত হওয়া মানে এমনটা না যে প্রতিবারই এমন হবে... বরং আপনি সঠিক পথে চলার জন্য যদি বাধা না আসে কিংবা একবারও ব্যর্থতা না আসে, তাহলে বুঝে নিতে হবে আপনি সঠিক পথে নেই... ব্যর্থতাই সফলতার প্রথম ধাপ !!
জীবনে আপনি বহু মানুষ খুঁজে পাবেন যারা অনেক মেধাবী হয়েও হেরে গিয়েছে, কিন্তু একজনও খুঁজে পাবেন না যে পরিশ্রমী কিংবা আত্মবিশ্বাসী থেকেও জিততে পারেনি... আজ হোক বা কাল সফলতা তার কাছে আসবেই যদি মানুষটা পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হয় !!
কখনো হেরে যাবার আগেই হেরে যেতে নেই... যেখানে হার নেই সেখানে জয়ের স্বাদ পাওয়া যায় না... পরিশ্রমী মানুষেরা কখনো হেরে যায় না... তারা জিতে না হয় শিখে... হেরে যায় শুধু থেমে যাওয়া মানুষ, ভেঙে পড়া মানুষ... যার ভেতর জয়ের তৃষ্ণা থাকে, সে কখনো হার মেনে নিতে পারে না !!
তাই কখনো থেমে যেতে নেই... ছোটবেলায় বারবার পড়ে গিয়েও যেমন উঠে দাঁড়িয়েছি, তেমনিভাবে যত ব্যর্থতাই আসুক না কেনো উঠে দাঁড়াতে হয়... যে মাথা উঁচু করে বাঁচতে শিখে যায়, তার জীবনে কখনো মাথা নিচু করে থাকতে হয় না !!"