Newscopes.in

Newscopes.in আমরা খবর বানাই না। গ্রাম শহরের অলিগলি-
(2)

শেষ ১০ বছরে বিশ্বে জোরপূর্বক বাস্তুহারা ১২ কোটি মানুষ: জাতিসংঘ১৬ জুন, ২০২৪বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা...
16/06/2024

শেষ ১০ বছরে বিশ্বে জোরপূর্বক বাস্তুহারা ১২ কোটি মানুষ: জাতিসংঘ

১৬ জুন, ২০২৪

বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা গত ১০ বছরে ১২ কোটিতে পৌঁছেছে। যুদ্ধ, নিপীড়ন, হিংস্রতা, মানবাধিকার লঙ্ঘনের মতো কারণগুলোর জন্য ৬৯ জনের মধ্যে ১ জন জোরপূর্বক বাস্তুচ্যুত বা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, চলমান গাজা সংঘাত, ইউক্রেন যুদ্ধ, আফগানিস্তান সংকট এবং সুদানের গৃহযুদ্ধের কারণে বিশ্বজুড়ে শরণার্থীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। সে হিসেবে বিশ্বব্যাপী কমপক্ষে ১১ কোটি ৭৩ লাখ মানুষ অর্থাৎ প্রতি ৬৯ জনে ১ জন জোরপূর্বক বাস্তুচ্যুত হচ্ছেন। এদের অনেকে আভ্যন্তরণীভাবে নিজ দেশেও বাস্তুচ্যুত। আর এই সংখ্যা চলতি বছরের প্রথম চার মাস বাড়তে থাকে এবং এপ্রিলের শেষ নাগাদ ১২ কোটিতে অতিক্রম করে।

ইউএনএইচসিআরের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর রেকর্ডসংখ্যক মানুষ বাস্তুহারা হয়। যুদ্ধ-সহিংসতায় নিজ দেশ ও ঘর ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ।

ইসরাইল-গাজা সংঘাত, ইউক্রেন যুদ্ধ ও সুদান সংকটে লাখ লাখ উদ্বাস্তু নতুন করে যোগ হওয়ায় বিশ্ব জুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুতের সংখ্যা বেড়ে রেকর্ড ১২ কোটিতে পৌঁছেছে। এরমধ্যে বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকটে রয়েছে সিরিয়া। দেশটিতে ঘরহারা মানুষের সংখ্যা ১ কোটি ৩৮ লাখ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সংখ্যা নির্দেশ করে যে নতুন এবং আগে থেকেই বিদ্যমান দীর্ঘস্থায়ী সংঘাতগুলোর সমাধান না হওয়ার কারণে এখন আরও বেশি পরিমাণে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। আর এতে উদ্বেগ প্রকাশ করেছেন শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। তিনি বলেন, 'মানুষের মধ্যে সহিংসতা বাড়ছে। এতে বাস্তুচ্যুতের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। ফলে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হচ্ছেন।' একইসঙ্গে, যুদ্ধ, নিপীড়ন, বৈষম্য, সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের মতো কারণগুলোকেও এজন্য দায়ী করেন জাতিসংঘের এই কর্মকর্তা।

অযোধ্যায় সমাজবাদী দলিত প্রার্থীর কাছে বিজেপির হার ০৬ জুন ২০২৪অযোধ্যায় মহাসমারোহ করে অর্ধনির্মিত রামমন্দির উদ্বোধন করেছিল...
06/06/2024

অযোধ্যায় সমাজবাদী দলিত প্রার্থীর কাছে বিজেপির হার

০৬ জুন ২০২৪

অযোধ্যায় মহাসমারোহ করে অর্ধনির্মিত রামমন্দির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে দেশ জুড়ে বিস্তর প্রচার করেছিল বিজেপি। কিন্তু তা সত্ত্বেও অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অধীনস্ত, সেই ফৈজাবাদে হেরেছে বিজেপি । শুধু তাই নয় উত্তর প্রদেশ-সহ অনেক রাজ্যেই প্রত্যাশিত ফলের ধারেকাছে পৌঁছতে পারেনি বিজেপি। যার জেরে মেলেনি সংখ্যাগরিষ্ঠতা। এর জেরে আর বেশি করে জোট মুখাপেক্ষী বিজেপি।

কিন্তু মঙ্গলবার ভোট গণনার পর পাওয়া গেল ঠিক তার উল্টো চিত্র। সেখানে সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের কাছে হেরে গেছেন বিজেপির লাল্লু সিং। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসনে টানা দুবার জয়ী হয়েছিলেন লাল্লু।

উত্তর প্রদেশের ফৈজাবাদে রামমন্দির অবস্থিত। ২০১৮ সালে ফৈজাবাদ জেলার নতুন নামকরণ করা হয় অযোধ্যা। তবে লোকসভার এই আসনকে এখনো ফৈজাবাদ বলা হয়।

শুধু ফৈজাবাদই নয়, বরং পুরো উত্তর প্রদেশেই এবার বিজেপির ভরাডুবি হয়েছে। অথচ ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্য এক দশকের বেশি সময় ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

ভারতের লোকসভায় সবচেয়ে বেশি সদস্য আসেন উত্তর প্রদেশ থেকে। এ রাজ্যে লোকসভার ৮০টি (প্রায় ১৫ শতাংশ) আসন রয়েছে। বলা হয়, কেন্দ্র কার দখলে যেতে চলেছে, তার আভাস পাওয়া যায় এই রাজ্যের ফলাফল থেকে।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী, উত্তর প্রদেশে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ৪২ আসন। আর বিজেপির নেতৃত্বে এনডিএ জোট পেয়েছে ৩৭ আসন। সেখানে ২০১৪ সালে ৭১টি এবং ২০১৯ সালে ৬২টি আসন পেয়েছিল এনডিএ।

ফৈজাবাদে হেরে যাওয়ার পর বিজেপির প্রার্থী লাল্লু সিং বলেন, ‘আমি আপনাদের এবং অযোধ্যার সম্মান রক্ষা করতে পারিনি। নিশ্চয়ই আমার মধ্যে কোনো কমতি ছিল। অযোধ্যার লোকসভা আসনে আমাদের জিততে না পারার নিশ্চয়ই কিছু কারণ আছে।’

ভারতের সংখ্যালঘু মুসলিমদের বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণ করা হয়েছে। বিজেপি বলে আসছে, এই মন্দির নির্মাণের মধ্য দিয়ে তারা তাদের তিন দশকের প্রতিশ্রুতি পূরণ করেছে।

হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটিতে গত দুই মাসে প্রতিটি নির্বাচনী প্রচারসভায় বিজেপি ভোটারদের রামমন্দির নির্মাণের কথা মনে করিয়ে দিয়েছে। তারপরও কেন ফৈজাবাদ আসনে বিজেপি হেরে গেল? পুরো রাজ্যে কেন বিজেপির ভরাডুবি হলো?

বিশ্লেষকেরা বলছেন, রাজ্যটিতে বেকারত্ব ও মূল্যস্ফীতির কাছে বিজেপির প্রচার করা ধর্মীয় আবেদন হার মেনেছে।

বিশ্লেষকদের এই ধারণার প্রতিফলন পাওয়া গেছে রাজ্যের একটি ব্যবসায়ী সংগঠন ‘অযোধ্যা ব্যাপার মণ্ডল’-এর সভাপতি রাকেশ যাদবের কথায়। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মন্দির নিয়ে আমরা খুব খুশি। কিন্তু বিজেপিকে নিয়ে লোকজন হতাশ। মানুষ সব সময় জাত-পাত বা মন্দির-মসজিদের রাজনীতিতে পা দেবে না।’

রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় এর নির্মাণকাজ করতে গিয়ে অনেক ছোট ব্যবসায়ীর দোকান ভেঙে ফেলা হয়েছিল। প্রত্যাশিত ক্ষতিপূরণ না পাওয়ায় তাঁরা ক্ষুব্ধ বলে জানান রাকেশ।

মহাকাশে তৃতীয়বার, ইতিহাস গড়ার লক্ষ্যে সুনীতা উইলিয়ামস ০২ জুন ২০২৪তৃতীয় বারের জন্য মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারতীয় বংশোদ...
02/06/2024

মহাকাশে তৃতীয়বার, ইতিহাস গড়ার লক্ষ্যে সুনীতা উইলিয়ামস

০২ জুন ২০২৪

তৃতীয় বারের জন্য মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়ামস। তার সঙ্গে থাকবেন নাসার আর এক নভোচারী বুচ উইলমোর। অ্যাটলাস ভি রকেটে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে শনিবার তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করবেন।



গত মে মাসেই মহাকাশে পাড়ি দেয়ার কথা ছিল সুনীতার। কিন্তু শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে মহাকাশযানে। মেরামতিও শুরু হয়েছিল। যদিও দ্রুত সমস্যার সমাধান করতে পারেননি নাসার বিজ্ঞানীরা। বাধ্য হয়ে ভিতরে প্রবেশ করেও বেরিয়ে আসেন সুনীতারা। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগেই অভিযান স্থগিত করা হয়। এবার নতুন করে মহাকাশে পাড়ি দেয়ার পরিকল্পনা সুনীতাদের।



এ মিশনকে নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের ক্ষেত্রে মাইলফলক বলে মনে করা হচ্ছে। এই সফরের লক্ষ্যই মহাকাশ স্টেশনের দিকে বা সেখান থেকে মহাকাশচারীদের নিরাপদ পরিবহণের পথ প্রশস্ত করা। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে জানানো হয়েছে শেষ মুহূর্তের পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ। এবার অপেক্ষা কাউন্ট ডাউন শুরুর।



উইলমোর ও সুনীতা গত ২৮ তারিখ থেকে নীল আর্মস্ট্রং অপারেশনস অ্যান্ড চেকআউট বিল্ডিংয়ে বিশ্রাম নিচ্ছেন। সম্পূর্ণ ‘কোয়ারান্টাইনে’ রয়েছেন তারা। জানা যাচ্ছে, এবারের সফরে সপ্তাহখানেক অন্তরীক্ষে থাকবেন তারা। সেখানে স্টারলাইনার মহাকাশযানের ক্ষমতা খতিয়ে দেখবেন তারা। আরও অন্য মিশনও রয়েছে তাদের। এর আগে ২০০৬ ও ২০১২ সালে মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন সুনীতা। সব মিলিয়ে ৩২২ দিন মহাকাশে কাটানোর অভিজ্ঞতা রয়েছে তার।

"এক্সিট পোল মোদি -মিডিয়ার সমীক্ষা"I.N.D.I.A মঞ্চ সোচ্চার 02 Jun 2024 কেন্দ্রে ফের নরেন্দ্র মোদি সরকারের প্রত্যাবর্তন ঘটছ...
02/06/2024

"এক্সিট পোল মোদি -মিডিয়ার সমীক্ষা"
I.N.D.I.A মঞ্চ সোচ্চার

02 Jun 2024

কেন্দ্রে ফের নরেন্দ্র মোদি সরকারের প্রত্যাবর্তন ঘটছে বলে ইঙ্গিত মিলেছে বুথফেরত সমীক্ষায়। কিন্তু সেই সমীক্ষার রিপোর্ট কার্যতই উড়িয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর সাফ বক্তব্য, "এটাকে বুথফেরত সমীক্ষা বলে না, এটাকে মোদি-মিডিয়ার সমীক্ষা বলা উচিত। এটা আসলে মোদিজির কল্পনার সমীক্ষা।" বুথফেরত সমীক্ষায় I.N.D.I.A মঞ্চ ১৮০টির মতো আসন পেতে পারে বলে যে রিপোর্ট এসেছে, তাও খারিজ করে দেন রাহুল। জানান, I.N.D.I.A মঞ্চ ২৯৫টি আসন পেতে চলেছে।

লোকসভা নির্বাচনের ফল ঘোষণায় এখনও দু'দিন বাকি, তার আগে সমস্ত বুথফেরত সমীক্ষায় কেন্দ্রে ফের মোদি সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। মোটামুটি ভাবে ৪০০-র কাছাকাছি আসন নিয়ে বিজেপি নেতৃত্বাধীন NDA জোট কেন্দ্রে ফের ক্ষমতায় ফিরছে বলে ধরা পড়েছে একাধিক সমীক্ষাতেই। কিন্তু এই বুথফেরত সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিরোধী I.N.D.I.A মঞ্চ। তাদের মতে, ফলাফল ঘোষণার আগেই বিজেপি জিতছে বলে দেশবাসীর মনে ধারণা বদ্ধমূল করে তোলার চেষ্টা চলছে। বুথফেরত সমীক্ষার সঙ্গে বাস্তব ফলাফলের ফারাক ৪ জুনই বোঝা যাবে বলে দাবি করছে I.N.D.I.A জোট।

শনিবার সপ্তম তথা শেষ দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ ছিল, তা মিটতেই সন্ধের পর থেকে একের পর এক বুথফেরত সমীক্ষার রিপোর্ট সামনে আসে। গোড়ায় বুথফেরত সমীক্ষা নিয়ে আলোচনায় অংশ নিতে চাইলেও, বিকেলের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাড়িতে জোটের বৈঠকের পর অংশ নিতে রাজি হয় সব পক্ষ। কিন্তু রিপোর্ট সামনে আসার পর একযোগে সকলেই মোদি সরকারের প্রত্যাবর্তনের সম্ভাবনা খারিজ করে দিয়েছে। রাহুলের পাশাপাশি জোটের অন্য শরিকরাও একে একে মুখ খুলতে শুরু করেছেন।

কংগ্রেস নেতা জয়রাম রমেশের কথায়, "এই বুথফেরত সমীক্ষা ভুয়ো। I.N.D.I.A জোট ২৯৫-এর কম আসন পাবে না। এই বুথফেরত সমীক্ষা ভুয়ো, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ মনস্তাত্ত্বিক খেলা খেলতে নেমেছেন। আজলে বিরোধী দল, নির্বাচন কমিশন, গণনাকর্মী, রিটার্নিং অফিসারদের উপর চাপসৃষ্টি করতে চাইছেন ওঁরা। আবারও ওঁরাই ক্ষমতায় ফিরছেন বলে ধারণা তৈরি করছেন, কিন্তু বাস্তব পরিস্থিতি একেবারে আলাদা।"

I.N.D.I.A জোটের শরিক, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ক্রোনোলজিটা বুঝতে হবে। বিরোধীরা প্রথমেই বলেছিল, বিজেপি ৩০০-র বেশি আসন পাবে বলে দেখানো হবে, যাতে কারচুপির সুযোগ পাওয়া যায়। এই বুথফেরত সমীক্ষা কয়েক মাস আগেই তৈরি করে রাখা হয়েছিল। এই সমীক্ষা সামনে এনে আসলে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। এই বুথফেরত সমীক্ষাকে সামনে রেখে সোমবারের শেয়ারবাজারের লাভের গুড় ঘরে তুলতে চায় বিজেপি'।

অখিলেশ আরও লেখেন, 'বিজেপি বুঝে গিয়েছে, গোটা দেশের ফলাফল চণ্ডীগড় পুরভোটের মতো পাল্টে ফেলা যাবে না। কারণ এবার বিরোধীরা অনেক বেশি সচেতন এবং মানুষের আক্রোশও চরমে পৌঁছেছে। বিজেপি-র সঙ্গে হাত মেলানো দুর্নীতিগ্রস্ত আধিকারিকরাও আদালতের রায় দেখে আর সাহস পাচ্ছেন না। মানুশের ক্ষোভের মুখে পড়তে চাইছেন না তাঁরা। I.N.D.I.A জোটের সমস্ত কর্মী, পদাধিকারী এবং প্রার্থীদের বলব, EVM পাহারায় কোনও গাফিলতি চলবে না। I.N.D.I.A জোট জিতছে। তাই সতর্ক থেকে ভোগগণনা করান, জয়ের প্রমাণপত্র হাতে নিয়ে উৎসবে শামিল হোন'।

একই সুর শোনা যায় উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনার নেতা সঞ্জয় রাউতের গলায়। তাঁর কথায়, "গোটাটাই কর্পোরেটের খেলা। কাল যদি আমরা ক্ষমতায় আসি, আমাদের হাতেও যদি প্রচুর টাকা থাকে, তাহলে আমরাও যা ইচ্ছে পরিসংখ্যান তুলে ধরতে পারি। ২৯৫ থেকে ৩১০ আসনে জিতে I.N.D.I.A জোট সরকার গঠন করতে চলেছে। মহারাষ্ট্রে ৩৫টির বেশি আসন পাব আমরা।"

DMK-র মুখপাত্র শ্রবণণ আন্নাদুরাই বলেন, "গতকাল যে বুথফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যাতে বিজেপি ৩৫০-এর বেশি আসন পাবে বলে দাবি করা হয়েছে, তা আসলে বড় প্রতারণা, নির্লজ্জতা। বিজেরপি জিতছে বলে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। I.N.D.I.A জোট ২৯৫টির কাছাকাছি আসন জিততে চলেছে। আমরা বলে আসছি, পোস্টাল ব্যালটের গণনা আগে হওয়া উচিত, পরে গণনা হোক EVM. কে জিতবে তা ৪ জুনই বোঝা যাবে, I.N.D.I.A-ই জিতবে।"

তৃণমূলের কুণাল ঘোষও এ ব্যাপারে একমত। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'বাংলায় ৩০টির বেশি আসনে জিতছে তৃণমূল। বুথফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। কিছু ক্ষেত্রে পরিকল্পিত ভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে '। বুথফেরত সমীক্ষা যা-ই বলুক না কেন, I.N.D.I.A জোট ২৯৫ আসন পেয়ে জয়ী হবে বলে দাবি বিরোধীদের।

ভোট শেষের রাতেই ভাটপাড়া -নৈহাটি 'বোমাবাজিতে উত্তপ্ত দুই এলাকা 2 জুন 2024সপ্তম দফার ভোট মিটতে না মিটতে ব্যারাকপুর লোকসভা ...
02/06/2024

ভোট শেষের রাতেই ভাটপাড়া -নৈহাটি 'বোমাবাজিতে উত্তপ্ত দুই এলাকা

2 জুন 2024

সপ্তম দফার ভোট মিটতে না মিটতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ফিরল 'সন্ত্রাস' । ব‍্যারাকপুরের ভাটপাড়া ও নৈহাটির পৃথক দুটি জায়গায় বোমা ফাটল রাতের অন্ধকারে । প্রথম ঘটনাটি ঘটে ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্টের বাড়ির পাশে । দ্বিতীয় ঘটনাটি ঘটেছে নৈহাটিতে তৃণমূলের দলীয় কার্যালয়ের ঠিক সামনে । পরপর দুটি জায়গায় বোমাবাজির কারণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । দুটি ঘটনার সঙ্গে কাদের যোগ রয়েছে, তা এখনও স্পষ্ট না হলেও এ নিয়ে কিন্তু রাজনীতি শুরু হয়েছে যথারীতি । তৃণমূল ও বিজেপি উভয়ই এই ঘটনায় একে অপরকে দোষারোপ করেছে ।

ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের মুখ্য নির্বাচনী এজেন্ট হয়েছেন তাঁর ঘনিষ্ঠ নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে । শনিবার মধ্য রাতে প্রিয়াঙ্কুর বাড়ির পাশের মাঠে কেউ বা কারা বোমাবাজি করে বলে অভিযোগ । সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে বোমা পড়ার সেই ছবি । ঘটনায় বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে । অভিযোগ, ভোট শেষ হতেই এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে শাসকদল ।

এই প্রসঙ্গে প্রিয়াঙ্কু বলেন, "রাতে আমরা ভোটগণনার কাজ করছিলাম । হঠাৎ ফোন আসে যে, আমার বাড়ির পাশে কেউ বাইকে করে এসে বোমা ফেলে চলে গিয়েছে । সঙ্গে সঙ্গে থানায় ফোন করে বিষয়টি জানাই । এসে দেখি মাঠে বোমা পড়ে আছে । পুলিশ সিসিটিভি ফুটেজ দেখেছে ।" তাঁর সংযোজন,"বাংলার সংস্কৃতি এখন এটাই হয়ে গিয়েছে । বোমা,গুলি ছাড়া কিছু চলছে না । ভাবছে, এ সব করে আমাদের ভয় দেখাবে । আমি ভয় পাওয়ার লোক নই । তাই এসব করে লাভ হবে না । আসলে বুথ ফেরত সমীক্ষা দেখে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে । তাই এ সব করছে । এলাকায় যত্রতত্র বোমা ও গুলি মজুত রয়েছে । প্রশাসন দেখেও কিছু করছে না ।"এই ঘটনার মধ্যেই শনিবার রাতে উত্তেজনা ছড়ায় নৈহাটিতে । সেখানে সাত নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমা পড়ে বলে জানা যায় । সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে । তাতে দেখা যাচ্ছে রাতের নিস্তব্ধ রাস্তায় বোমা ফাটছে । ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা রাস্তা । এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল । ওই ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার বলেন, "ভোট শেষ হতে না হতেই ওরা 2019 সালের কথা মনে করাতে চাইছে । সবাইকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিতে চাইছে । আমরা ঘরে ঢোকার লোক নই । আমরা ময়দানে নেমে পার্থ ভৌমিকের সঙ্গে গুণ্ডাদমন করব । পুলিশ এসেছে । ফুটেজ দেওয়া হয়েছে তাঁদের । বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছে ।"এ দিকে ভাটপাড়া ও নৈহাটিতে বোমাবাজির ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কাউকেই এই ঘটনায় গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

নির্বাচন কমিশন কি ভারতের নির্বাচনের সত‍্যতাকে নষ্ট করে দিতে চাইছে?সৈয়দ ফিরদৌস আসরাফ2 june, 2024 দেখা যাচ্ছে যা ভোট দান হ...
02/06/2024

নির্বাচন কমিশন কি ভারতের নির্বাচনের সত‍্যতাকে নষ্ট করে দিতে চাইছে?

সৈয়দ ফিরদৌস আসরাফ

2 june, 2024

দেখা যাচ্ছে যা ভোট দান হয়েছে তার শতাংশ যে থেকে ৬ শতাংশ বেশি দেখানো হচ্ছে যা নিঃসন্দেহে একটি কারচুপির নামান্তর। যেখানে জয়ের মার্জিন মোট ভোটের সর্বোচ্চ ১/২℅ সেখানে ৫ থেকে ৬% মোট গৃহীত ভোট পরিবর্তিত দেখানো হচ্ছে।

সুপ্রিম কোর্ট EVM গণনার সাথে সাথে VVPAD গণনার দাবিকে নস‍্যাত করে দিয়েছেন। শেষ মাসে সুপ্রিম কোর্ট ভোটগননার ক্রস চেকিং এর দাবী বাতিল করে দিয়েছে।

বিভিন্ন গণতান্ত্রিক সংস্থার আবেদন অনুসারে ভারতের সর্বোচ্চ আদালত ভোটিং মেশিনগুলির কারচুপির সন্দেহ কে গুরুত্বপূর্ণ বলে মনে করেননি।

এবং দুই সপ্তাহে দীপঙ্কর দত্ত এবং সতীশ চন্দ্র শর্মার একটি ভেকেশন বেঞ্চ কত ভোট দিয়েছেন মানুষ বিভিন্ন কেন্দ্রে তার একটি পরিসংখ্যান নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করবার ADR এর দাবি মুলতবি করেছেন।।

এই বিষয়ে এক এনজিও এর পিটিশন ২০১৯ সালে প্রেরিত হয়েছিল এতদিন বাদে লোকসভা নির্বাচনের পর তা নিয়ে শুনানি হওয়ার সম্ভাবনা আছে।

সুপ্রিম কোর্টের এই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিভাবে ভারতের নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করবে?

তা জানতে সৈয়দ ফিরদৌস আশরাফ, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার এম জি দেবসাহায়ামের সাথে কথা বলেছেন, যিনি নির্বাচনের নাগরিক কমিশনের পক্ষে EVM বেস ভোটিং ব‍্যবস্থাকে বাতিল করতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, ।

EVM-VVPATকেসে পিটিশনে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন ?

সুপ্রিম কোর্টের দিক থেকে এটা সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি। নির্বাচন কমিশন সম্পূর্ণ ভান করছে তারা এর প্রযুক্তি নিয়ে কথা বলছে। সমস্ত বাজে কথা না।

ইভিএম কোন উচ্চপ্রযুক্তির যন্ত্র নয়, শুধু সামান্য এক যন্ত্র। ইভিএম শুধুমাত্র একটা ডাব্বা যা নির্বাচন করতে ব্যবহার করা হয়


অধিবাসীদের সার্বভৌমত্ব বজায় রাখতে গণতন্ত্রই জনগণের ইচ্ছে প্রতিফলন। আর নির্বাচন কি? প্রতি পাঁচ বছর অন্তর জনগণ তাদের এই সার্বভৌমত্বের প্রতিফলন ঘটান কোন একজন নির্দিষ্ট ব্যক্তির ওপর এটাই নির্বাচনের ও গণতন্ত্রের মূল ভাবনা।

সার্বভৌমত্ব হস্তান্তর একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সার্বভৌমকে জানা উচিত যে তিনি ভোট দেবেন। এন্ড টু এন্ড ভেরিফাইবিলিটি আবশ্যক।

আপনি যখন ভোট দিতে যান এবং একটি বোতাম টিপবেন, তখন মেশিন থেকে স্লিপটি বেরিয়ে আসবে এবং আপনাকে বলবে আপনি কাকে ভোট দিয়েছেন, তাই না? এর মানে কি শেষ থেকে শেষ যাচাইযোগ্যতা নয়?

আমরা পরে আসছি স্লিপ বিষয়ে। আমি মৌলিক ইভিএম ভোটিং এর কথা বলছি। একটি দেশ হিসাবে জার্মানির উদাহরণ নিন। ইভিএম বিষয়টি 2009 সালে আদালতে যায় এবং আদালত রায় দেয় (বাহ্যিক লিঙ্ক) যে ইভিএম ভোটিং অসাংবিধানিক।

ভারতে, সুব্রহ্মণ্যম স্বামী 2013 সালে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান,যেখানে তারা VVPAT (ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেইল) এর জন্য যেতে সম্মত হন। তারা গণতান্ত্রিক ব‍্যবস্থাকে শক্তিশালী করার জন্য করেছে। এটি 2014 সালে চালু হয়েছিল যখন ভোটার একটি রাজনৈতিক দলের বোতাম টিপে মেশিন থেকে একটি কাগজ বেরিয়ে আসে যা তাকে দেখায় যে তিনি কোন দলকে ভোট দিয়েছেন। এটি 2019 সালেও অব্যাহত ছিল।

তাহলে সমস্যাটা কি? ভোটার তো জানতে পারবেন তিনি কোন দলকে ভোট দিয়েছেন...

এখানে সমস্যা হল এখন দুটি ভোট আছে। একটি হল স্লিপ যা আপনি ভোটার হিসাবে দেখেছেন এবং একটি বোতাম টিপানোর পরে মেশিনে রয়েছে।

ইভিএম আপনার ভোট রেকর্ড করেছে। এখন, সঠিক যুক্তিতে আপনি যে ভোটের স্লিপ দেখেছেন তাও গণনা করা উচিত। কিন্তু তা না হওয়ায় এখানে প্রতারণার ঘটনা ঘটেছে।

মানুষ যে প্রতারিত হচ্ছে তা ভারতের সুপ্রিম কোর্ট বুঝতে অস্বীকার করেছে।

কিন্তু আপনি যখন এই ধরনের প্রশ্ন তোলেন তখন এটা মানে দাঁড়ায় যে ভারতের ভোটিং সিস্টেম একটি জালিয়াতি।

এটি সম্পূর্ণ প্রতারণা। আপনি আমার ভোটের স্লিপ দেখাচ্ছেন কিন্তু গণনা করছেন না, তাই এটা জালিয়াতি।

কেউ কি এটা প্রমাণ করেছে?

আপনি আমার স্লিপ ভোট গণনা করছেন না, এবং আপনি আরো কি প্রমাণ চান? আমি ভোট দিয়েছি এবং আমি আমার প্রতীক দেখেছি, কিন্তু আপনি আমার ভোট গণনা করছেন না। ইভিএমে সংরক্ষিত বলে আমি যা দেখিনি তা তারা গুনছে।

আমি জানি না ইভিএমে কি আছে। ইভিএমের মেমোরিতে কী আছে জানি না। আমরা চাই শুধু VVPAT স্লিপ গণনা করা হোক। তাতে দোষ কি?

কিন্তু গুনতে কি অনেক সময় লাগবে না?

এক দিনের বেশি সময় লাগবে না। তারা (ভারতের নির্বাচন কমিশন) বলছে ৬-৭ দিন সময় লাগবে, কিন্তু তা সত্য নয়। ভোট গণনা করতে ছয় দিন লেগে গেলেও কি? নির্বাচন করতে তাদের এক মাসেরও বেশি সময় লেগেছে তাই ছয় দিনে ভোট গণনা করলে দোষ কী?

ইচ্ছাকৃতভাবে, তারা (নির্বাচন কমিশন) আপনাকে ঠকাচ্ছে।

ভাল এবং সৎ উদ্দেশ্য নিয়ে VVPAD চালু করা হয়েছিল। এই সময়টি ছিল যখন এস ওয়াই কুরাইশি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। কারণ তিনি সিস্টেমে ভিভিপিএটি চালু করেছিলেন। কিন্তু কুরাইশির (অবসরপ্রাপ্ত) পরে, ভারতের সমস্ত নির্বাচন কমিশনাররা তা করছে না এবং VVPAT স্লিপগুলি গণনা করেনি যা তাদের করার কথা ছিল।

এই মুহুর্তে লোকেরা ফর্ম 17C নিয়েও কথা বলছে এবং অবাধ ও সুষ্ঠু ভোটদান নিয়ে সন্দেহ উত্থাপিত হচ্ছে।

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক সংশয় রয়েছে। ভোটার তালিকায় প্রচুর কারচুপি হচ্ছে এবং বিশেষ করে সংখ্যালঘু ভোট মুছে ফেলা হচ্ছে। নির্বাচন কমিশন এ বিষয়ে কিছুই করেনি।

নির্বাচন কমিশন যে স্লিপে ভোটার হিসেবে দেখেছেন তা গণনা করতে গিয়ে ক্রস ভেরিফিকেশন হচ্ছে না। তারা ভারতের সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করেছে এবং একটি মিথ্যা হলফনামা দাখিল করেছে।

তাই ভোটার হিসেবে আপনি জানেন না কত ভোট পড়েছে এবং কত ভোট গণনা হয়েছে।

ফর্ম 17C সম্পর্কে কী হবে যে মামলাটি সুপ্রিম কোর্ট মান‍্যতা দিতে অস্বীকার করেছিল?

17C হল একটি রেকর্ড নথি যাতে প্রতি ভোটকেন্দ্রে প্রাপ্ত ভোটের সংখ্যা থাকে। এটি প্রত‍্যেক নির্বাচনী বুথে সংকলন করা হয় এবং জনসাধারণের কাছে প্রকাশ করা হয় যাতে গণনার দিনে কোনো বিভ্রান্তি না থাকে।

এখানেও সুপ্রিম কোর্ট হ্যান্ডস-অফ নীতি গ্রহণ করেছে এবং ভোটের পরে মামলার সিদ্ধান্ত নেবে।

তাদের ভারতের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত হয়নি এবং সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ঐশ্বরিক মর্যাদা দিতে পারে না।

আমি যে প্রশ্নটি উত্থাপন করছি তা হল, ভারতের নির্বাচন কমিশন কি নির্বাচনে কারচুপির জন্য মাঠ প্রস্তুত করছে?

প্রথমত, নির্বাচন কমিশন বলেছিল যে তারা ভোট ক্রস ভেরিফাই করবে না এবং এখন তারা আপনাকে বলছে যে কত ভোট হয়েছে তাও তারা আপনাকে বলবে না।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নির্বাচন কমিশনের কাজ, সুপ্রিম কোর্টের নয়। নির্বাচন কমিশন আমাদের সংবিধানে সুপ্রিম কোর্টের সমান মর্যাদা ভোগ করে।

তামিলনাড়ুতে ক্ষমতাসীন DMK 68,320টি ভোটকেন্দ্র থেকে ফর্ম 17C সংগ্রহ করেছিল তাই কেন অন্যান্য বিরোধী দলগুলি একই কাজ করতে পারে না? আপনি কি মনে করেন না যে সমস্ত ভোটকেন্দ্রে ফর্ম 17C সংগ্রহ করা নিশ্চিত করা বিরোধীদের কর্তব্য?

এই কাজটি করা বিরোধী দলগুলোর দায়িত্ব নয়, ভারতের নির্বাচন কমিশনের।

নির্বাচন রাজনৈতিক দলের জন্য নয়, ভারতের জনগণের জন্য। তাদের জানার অধিকার আছে।

যতদূর ডিএমকে উদ্বিগ্ন তারা তামিলনাড়ুর ক্ষমতাসীন দল এবং তাদের কাছে এই ধরনের কাজ করার জন্য অর্থ এবং সংস্থান রয়েছে।

ভোটের দিন যদি একজন প্রার্থীকে একই দিনে ফর্ম 17C পেতে হয়, তবে তাকে বা দলকে সেই দিন কমপক্ষে 50 লক্ষ থেকে 60 লক্ষ টাকা খরচ করতে হবে। তাকে বিভিন্ন পোল বুথে কমপক্ষে ৫ হাজার এজেন্ট নিয়োগ করতে হবে। এই এজেন্টদের রাত 9 টা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তারপরে ভোটগুলিকে ফর্ম 17C এর সাথে তুলনা করতে হবে।

ক্ষমতাসীন দল তাদের টাকা আছে বলে এই মহড়া করতে পারে, কিন্তু বেশিরভাগ বিরোধী দলের কাছে সে রকম টাকা নেই।

ভারতের নির্বাচন কমিশন এটি জানে এবং তাই তারা ফর্ম 17C (সময়মতো) দিচ্ছে না এবং বিরোধীদের প্রতারণা করছে। তারা তথ্য দিচ্ছে না।

আগের নির্বাচনে ফর্ম 17C এর ব‍্যাপারে কি ছিল?

2024 সালের নির্বাচনের আগে, নির্বাচন কমিশন 24 ঘন্টার মধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটের সংখ্যার বিবরণ দিয়েছিল। তারা এখন সেটা করছে না। এবার ভোটের পর ভোটের শতাংশ পরিবর্তন করছেন তারা। আর তাও ৫-৬ শতাংশ ভোটে যা স্পষ্ট কারচুপি।

বিজয়ের ব্যবধান সর্বোচ্চ অর্ধ শতাংশ এবং এখানে নির্বাচন কমিশন 5-6 শতাংশ ভোট গণনা পরিবর্তন করছে। এটা করার পর তারা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তাদের অফিস বন্ধ করে দেয় ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনের মতো।

এটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নয়। নির্বাচন কার জন্য? এটা আমার মত নাগরিকদের জন্য এবং আমার জানার অধিকার আছে।

আপনি কি মনে করেন ব্যালট পেপারে ফিরে যাওয়াই উত্তর?

ইভিএম ব্যবস্থার উন্নতি ঘটাতে পারে। আপনি আপনার VVPAT স্লিপ পাবেন যাতে লেখা থাকে আপনি কাকে ভোট দিয়েছেন। সেই স্লিপটি নিন, একটি বাক্সে রাখুন। এবং ইভিএম এবং স্লিপ বক্সেরও একই সাথে গণনা করা হোক। থাকবে না হেরা-ফেরি।

rediff news এ প্রকাশিত নিবন্ধের অনুবাদ

https://newscopes.in/page/news/AItUg2ORehK44Yn1
02/06/2024

https://newscopes.in/page/news/AItUg2ORehK44Yn1

সিকিমে এর আগের সরকারও ছিল সিকিম ক্রান্তিকারি মোর্চার। দলটি এবার বরং আগের চেয়েও বেশি আসন নিয়ে বিধানসভার একমাত্র দ...

https://newscopes.in/page/news/xl4puW0fPLDM35nc
07/04/2024

https://newscopes.in/page/news/xl4puW0fPLDM35nc

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন এ রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই আইন আইনের পথে চলবে। ইদি সিবিআই সবাই আক্রান্ত হয় ...

https://newscopes.in/page/news/62FkO5YV3pwPIn6d
07/04/2024

https://newscopes.in/page/news/62FkO5YV3pwPIn6d

১৪ মার্চ মহাপঞ্চায়েতে হাজার হাজার কৃষক অংশ নিয়েছিল যার সময় কৃষি খাতের বিষয়ে কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতি.....

https://newscopes.in/page/news/Xg4BGbNb5GmPgzjf
07/04/2024

https://newscopes.in/page/news/Xg4BGbNb5GmPgzjf

এবারে যাঁকে ভোটে প্রার্থী করা হয়েছে তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে ৷ কিন্তু বহু অভিযোগ থাকার সত্ত্বেও তাঁকে ফের...

https://newscopes.in/page/news/TKhwVzIJyDTfenue
05/04/2024

https://newscopes.in/page/news/TKhwVzIJyDTfenue

ইশতেহারে বলা হয়েছে যে ভারত "সংবিধানের চারটি স্তম্ভ - ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, অর্থনৈতিক সার্বভৌমত্ব, ফেডারেলিজম এ...

https://newscopes.in/page/news/jp9cYCit8nnXWF2d
03/04/2024

https://newscopes.in/page/news/jp9cYCit8nnXWF2d

গত ২২ মার্চ একগুচ্ছ এসএসসি জামিন মামলায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্....

https://newscopes.in/page/news/kyT4S3K6AHtKFQdu
03/04/2024

https://newscopes.in/page/news/kyT4S3K6AHtKFQdu

জাতিসংঘ ও বিশ্বব্যাংকের প্রকাশিত অন্তর্বর্তীকালীন ক্ষয়ক্ষতি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্ট.....

03/04/2024

ইংলিশ চ‍্যানেল জয়ী বঙ্গকন‍্যার কুক প্রনালী জয়। কালনার সায়নী দাস যখন মাঝ সমুদ্রে

https://newscopes.in/page/news/5fxhxkXxFkKKHobT
09/11/2023

https://newscopes.in/page/news/5fxhxkXxFkKKHobT

এথিক্স কমিটির রিপোর্ট বুধবার সংবাদমাধ্যমে ‘ফাঁস’ হয়ে যাওয়ার পরে মহুয়া বলেছিলেন, ‘‘এটা তো প্রথম থেকেই জানা ছিল। য...

ছিল মিথ‍্যা অভিযোগ! সিঙ্গুরের CPIM নেতা সুহৃদ দত্ত প্রয়াত হলেন09 Nov 2023প্রয়াত হলেন সিঙ্গুরের CPIM নেতা সুহৃদ দত্ত। ২০০...
09/11/2023

ছিল মিথ‍্যা অভিযোগ! সিঙ্গুরের CPIM নেতা সুহৃদ দত্ত প্রয়াত হলেন

09 Nov 2023

প্রয়াত হলেন সিঙ্গুরের CPIM নেতা সুহৃদ দত্ত। ২০০৬ সালে সিঙ্গুরে টাটার কারখানা নিয়ে তৈরি হয়েছিল টালামাটাল পরিস্থিতি। সিঙ্গুরের বেরাবেরি মৌজায় উদ্ধার হয়েছিল তাপসী মালিকের দেহ।
তাপসীর বাবা পরবর্তীকালে সমস্ত অভিযোগ সম্পর্কে নিজেই অবিশ্বাসী হয়ে ওঠেন। তাকে ব‍্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন। সিঙ্গুর এখন জলাভূমি আর ভেড়ি। অন্ধকার।

সুহৃদ দত্ত প্রয়াত। সিপিআই(এম) হুগলী জেলা কমিটির প্রাক্তন সদস্য বৃহস্পতিবার নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন। সিঙ্গুরে টাটা কারখানা হওয়ার সময় সেখানকার জমিদাতাদের একত্রিত করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। পরবর্তী সময় তাপসী মালিক হত্যা মামলায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বেশ কয়েকদিন জেলেও থাকতে হয় তাকে। তার বিরুদ্ধে যেই যেই অভিযোগ আনা হয়েছিল তার একটাও প্রমানিত হয়নি।

সুহৃদ দত্তকে দিল্লি নিয়ে যাওয়া হয় নার্কো টেস্টের জন্য। আদালতে প্রথমে তা খারিজ হয়ে গেলে পরবর্তী সময় সেই পরীক্ষা হয়। যার ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি।

তৃণমূলী ষড়যন্ত্রের শিকার প্রয়াত দত্ত, জেল জীবনের অত্যাচারের দগদগে ক্ষত নিয়েই জীবনের শেষ দিন গুলি কাটিয়েছেন। শারিরীক ভাবে সক্ষম না থাকলেও দলের বিভিন্ন বিষয় তিনি ওয়াকিবহাল ছিলেন, কখনও তিনি মিথ্যার সামনে মাথা নত করেননি।

যোগীরাজ‍্যে অ‍্যাম্বুলেন্স না পেয়ে মৃত বোনকে পিঠে বেঁধে বাইকে তুললেন দাদা08-11-2023 আবার এক মর্মান্তিক ঘটনার সাক্ষী উত্ত...
09/11/2023

যোগীরাজ‍্যে অ‍্যাম্বুলেন্স না পেয়ে মৃত বোনকে পিঠে বেঁধে বাইকে তুললেন দাদা

08-11-2023

আবার এক মর্মান্তিক ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশ ৷ অ্যাম্বুলেন্স না পেয়ে ছোট বোনের দেহ বাইকে বসিয়ে বাড়ি নিয়ে গেলেন তাঁর দাদা ও দিদি ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিয়ো ৷

বুধবার নবীন বস্তি পশ্চিমের বাসিন্দা প্রবাল প্রতাপ সিংয়ের মেয়ে অঞ্জলি (20) বাড়িতে জল গরম করার জন্য বালতিতে ঢোকানো ইলেকট্রিক রড স্পর্শ করে তড়িদাহত হন । কিছুক্ষণের মধ্যেই অঞ্জলির অবস্থা গুরুতর হয়ে ওঠে । এরপর তাঁকে আশংকাজনক অবস্থায় উত্তরপ্রদেশের আউরাইয়া জেলার বিধুনা সিএইচসি কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ অঞ্জলির মৃত্যুর খবরে সেখানে ভিড় জমে যায় ৷ মৃতার দেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের কাছ থেকে একটি অ্যাম্বুলেন্স দাবি করে তাঁর পরিবার ৷ কিন্তু কোনও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি বলে অভিযোগ ৷আরও পড়ুন:ছত্তিশগড়ে মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে 10 কিলোমিটার হাঁটলেন বাবা, তদন্তের নির্দেশ প্রশাসনেরঅবশেষে অঞ্জলির দেহ বাইকে বসিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁর দাদা ও দিদি ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, অঞ্জলির দেহটি একটি ওড়না দিয়ে নিজের পিঠে বেঁধে নিয়েছেন তাঁর দাদা ৷ আর বাইকের পেছনে বসে অঞ্জলির দেহটি শক্ত করে ধরে রেখেছেন তাঁর দিদি ৷ জানা গিয়েছে, ময়নাতদন্ত না করেই ওই অবস্থায় বাইকে বসিয়ে অঞ্জলির দেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে ৷ পথে তাঁদের এই মর্মান্তিক সফরের দৃশ্য ভিডিয়ো রেকর্ড করেন স্থানীয়রা ৷ সেই ভিডিয়োই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এই ভিডিয়ো আলোড়ন সৃষ্টি করেছে নেট নাগরিকদের মধ্যে ৷
যোগীরাজ‍্য এই হৃদয় বিদারক ভিডিও অনলাইনে প্রকাশের পর বুধবার কর্তৃপক্ষ এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পোস্ট করা দুই ডাক্তারকে অপসারণের নির্দেশ দিয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন যুবক তার নুয়ে পড়া মৃত বোনের দেহকে একটি মোটরসাইকেল থেকে বাড়ি নিয়ে যাচ্ছে।

চিফ মেডিকেল অফিসার ডাঃ শিশির কুমার ভার্মা বলেছেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে, তদন্ত করা হয়েছিল এবং বিধুনায় অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রের সুপারিনটেনডেন্ট, ডাঃ আভিচল পান্ডে এবং সেখানে পোস্ট করা ডাঃ কৃপারামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

মৃত অঞ্জলির ভাই আয়ুশ মোটরসাইকেলে উঠে তার শরীরকে পিঠে বেঁধে দোপাট্টা ব্যবহার করে। তার অন্য বোনও টু-হুইলারে উঠে পিছন থেকে লাশটি ধরেছিল, কর্মকর্তা জানিয়েছেন।

পাঠাত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ ডাক্তারদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

হিন্দিতে একটি পোস্টে, তিনি লিখেছেন: "আউরাইয়া জেলার সিএইচসি, বিধুনাতে একটি বাইকে করে একটি মৃতদেহ নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিওর বিষয়টি ভালো করে দেখে , আমি সিএমওকে সুপারিনটেনডেন্ট এবং সংশ্লিষ্ট ডাক্তারদের অপসারণের নির্দেশ দিয়েছি। একটি প্রতিকূল এন্ট্রি সহ সিএইচসি থেকে মামলা।"

সিএইচসি সুপারিনটেনডেন্ট ডাঃ পান্ডে, যে তার পদ থেকে অপসারিত হয়েছে, সে এই ঘটনা জানে না বলে জানিয়েছে।

বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছে প্রধান বিরোধী সমাজবাদী পার্টি।
প্রাক্তন মূখ্যমন্ত্রী অখিলেশ যাদব তার বার্তা এক্স'-এ লিখেছেন
"যোগী সরকারের অধীনে স্বাস্থ্য পরিষেবার অন্ত্যেষ্টিক্রিয়া, ভাই একটি বাইকে করে তার বোনের মৃতদেহ বাড়িতে নিয়ে যায়," ।
আরো লেখেন "আউরাইয়ার বিধুনায় সিএইচসি-র বাইরে একটি বাইকে করে বোনের মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার খবরটি একটি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা... উন্নয়নের বড় দাবি করা বিজেপি সরকারের প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবেন না। লজ্জাজনক," ।

মহারাষ্ট্রের পালঘরে  ১৩টি পঞ্চায়েতে, ১০০ আসনে জয়ী CPIM08 Nov 2023,  মহারাষ্ট্রের পালঘর জেলায় সিপিআইএমের জয় চলছেই পতাকার ...
09/11/2023

মহারাষ্ট্রের পালঘরে ১৩টি পঞ্চায়েতে, ১০০ আসনে জয়ী CPIM

08 Nov 2023,

মহারাষ্ট্রের পালঘর জেলায় সিপিআইএমের জয় চলছেই পতাকার । পালঘরের ১৩ টি গ্রামের ১০০টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে সিপিআইএম। অল ইন্ডিয়া কিসান মোর্চা (এআইকেএস) সভাপতি ডঃ অশোক ধাওয়ালে সিপিআইএমের এই জয়ের খবর নিশ্চিত করেছেন।

লোকসভা নির্বাচনের পাশাপাশি মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনও এগিয়ে আসছে। তার আগে মুম্বাইয়ের নিকটবর্তী পালঘর জেলার বামেদের এই বিপুল জয় যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

রিপোর্ট অনুযায়ী, পালঘরের তালাসারি এবং ডাহানু তহসিলের ১৩টি গ্রামের মোট ১৬৭টি আসনের মধ্যে ১০০টি তে জয় পেয়েছেন সিপিআইএম প্রার্থীরা।

সিপিআইএম পলিট ব্যুরো সদস‍্য ও কৃষকসভার নেতা অশোক ধাওয়ালে জানিয়েছেন, গত ৫ নভেম্বর মহারাষ্ট্র জুড়ে মোট২,৩৫৯টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হয়েছিল। সোমবার তার ফল ঘোষণা করা হয়েছে। পালঘরের পাশাপাশি অন্যান্য জায়গাতেও বামেদর ফল ভাল হয়েছে।

এই এলাকায় বামদলগুলির ৮ জন জয়ী প্রার্থী সরপঞ্চ বা প্রধান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৪ জন মহিলা রয়েছে। এই এলাকা এবং সরপঞ্চরা হলেন - কাভাদা (দর্শনা বোধালে), করজগাঁও (সঙ্গীতা ধোদাদে), উধভা (নির্মল ফারলে), কুর্জে (বিজয় ভোয়ে), উপলাট (প্রবীণ বামানিয়া), সোগভে (লাহানি দাউদা), মোদগাঁও (রঞ্জনা চৌধুরী) এবং কিনহাভালি (শেলু দুমাদা)।

উল্লেখ্য, পালঘর বরাবর সিপিআইএমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। মূলত আদিবাসী ও কৃষকদের বসবাস এখানে। পালঘরের ডাহানু বিধানসভা কেন্দ্রটি ১৯৭৮ সাল থেকে এখনও পর্যন্ত বামেদের দখলে রয়েছে। ২০১৯ সালে এই আসন থেকে জয়ী হন সিপিআই(এম) প্রার্থী বিনোদ নিকোল।

অবসরের পর বিদ‍্যুত চক্রবর্তীর মেয়াদ না বাড়িয়ে বিশ্বভারতীর নতুন উপাচার্য  November 8, 2023  বিশ্বভারতীয় নয়া ভারপ্রাপ্ত উপ...
09/11/2023

অবসরের পর বিদ‍্যুত চক্রবর্তীর মেয়াদ না বাড়িয়ে বিশ্বভারতীর নতুন উপাচার্য

November 8, 2023


বিশ্বভারতীয় নয়া ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। নানা কারণে বিতর্কে জড়িয়ে বার বার সংবাদ শিরোনামে এসেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বুধবারই তাঁর কাজের মেয়াদ শেষ হল। তাঁর মেয়াদ কী ফের বাড়ান হবে? গত কয়েকদিনে চর্চায় উঠেছে এই প্রশ্ন। এসবের মধ্যেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য করা হল ডঃ সঞ্জয়কুমার মল্লিককে।

৫৬ বছর বয়সী অধ্যাপক সঞ্জয়কুমার মল্লিক কলাভবনের অধ্যক্ষ। বিশ্বভারতীর কর্মসমিতিরও সদস্য তিনি। বিশ্বভারতী অ্যাক্ট অ্যান্ড স্ট্যাটু অনুযায়ী সিনিয়র মোস্ট অধ্যাপক হিসাবে উপাচার্যের ভার সামলানোর দায়িত্ব দেওয়া হল সঞ্জয় মল্লিককে। উপাচার্য পদে সঞ্জয়বাবুর নিয়োগের কথা প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস দেখা যায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক ও কর্মীদের মধ্যে৷

সম্প্রতি বিশ্বভারতীর পক্ষে উপাসনা গৃহ, ছাতিমতলা এবং রবীন্দ্রভবনের উত্তরায়ণের সামনে শ্বেতপাথরের ফলক বসানো হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’। তার ঠিক নীচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদ্যুতের নাম রয়েছে। তাতে কবিগুরুর উল্লেখ নেই। এই ফলক-বিতর্কে সরব তৃণমূল। শান্তিনিকেতনে ‘কবিগুরু মার্কেট’-এ প্রায় দু’সপ্তাহ ধরে তারা ধর্না করছে। বিদ্যুতের বিরুদ্ধে এই প্রতিবাদে শামিল হয়েছেন পড়ুয়া এবং আশ্রমিকদের একটা বড় অংশ। অন্য দিকে, বিদ্যুতের মেয়াদকাল শেষ হতেই সমাজমাধ্যমে আছড়ে পড়ছে নানা পোস্ট। কোথাও কোথাও লেখা হচ্ছে, ‘‘লোডশেডিং হলে (বিদ্যুৎ চলে গেলে) বাঙালি এত খুশি আগে কখনও হয়নি।’’

উপাচার্যের মেয়াদ শেষ হওয়া এবং নতুন ভারপ্রাপ্ত উপাচার্যের নাম প্রকাশ্যে আসায় বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীদের মিষ্টিমুখ করতে দেখা যায়। মিষ্টি মুখ করেন ‘বিদ্যুৎ-বিরোধী’ হিসাবে পরিচিত অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য এবং অধ্যাপক সংগঠন ভিভিইউফার সদস্যরা।

অন্য দিকে, ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় বিশ্বভারতীরই প্রাক্তনী। তাঁর গবেষণায় গুরুত্ব পেয়েছিল আধুনিক ভারতীয় চিত্রকলা এবং চল্লিশের দশকের বাংলা। এ ছাড়াও ‘মিনিয়েচার পেন্টিং’ নিয়েও গবেষণা রয়েছে সঞ্জয়ের। একাধিক গবেষণাপত্র এবং বেশ কয়েকটি বইয়ের লেখক তিনি। ১৭ বছরের বেশি সময়ে বিশ্বভারতীতে শিক্ষকতা করছেন সঞ্জয়। তার আগে কিছু দিন জেএনইউ-তেও পড়িয়েছেন।

https://newscopes.in/page/news/DC8kz8pUJglOBlXR
08/11/2023

https://newscopes.in/page/news/DC8kz8pUJglOBlXR

সোমবারই জাতিসংঘ জানিয়েছিল, তেল না ঢুকলে ইনকিউবেটরে থাকা অসংখ্য শিশুর মৃত্যু হবে। বয়স্ক মানুষ যারা কৃত্রিম অক্সি....

https://newscopes.in/page/news/x5kRPk7haTkvRfMM
08/11/2023

https://newscopes.in/page/news/x5kRPk7haTkvRfMM

গত ২৫ আগস্ট লুক্সেমবার্গে প্রথমবার চিহ্নিত হয় সার্স-কোভ-২ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট JN.1। লুক্সেমবুর্গ ছাড়াও এই ভ...

https://newscopes.in/page/news/V0Ltb6yYKGspT92v
22/10/2023

https://newscopes.in/page/news/V0Ltb6yYKGspT92v

ইউটিউবের মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকে সমালোচনায় বিদ্ধ করতে জয়রাম রমেশ আর এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ...

https://newscopes.in/page/news/hWcUzqF6q1xlA29T
15/10/2023

https://newscopes.in/page/news/hWcUzqF6q1xlA29T

বহু অভিভাবক ও ছাত্র ছাত্রী বিজ্ঞান মঞ্চের সদস্য পদ নেন ও বিজ্ঞান মঞ্চের কাজের সাথে ভবিষ্যতে যুক্ত হওয়ার আগ্রহ দ.....

https://newscopes.in/page/news/AeFJJndSjo0eNT5Z
15/10/2023

https://newscopes.in/page/news/AeFJJndSjo0eNT5Z

তোমার দূর্গা আসবে বলে দিচ্ছ অনুদান আমার দূর্গার জীবন বিপন্ন ভীষণ অভিমান। তোমার দূর্গা পরিপাটি সাজে শাড়ি আর গয়ন...

https://newscopes.in/page/news/bkONc6CvOo2A7gxj
15/10/2023

https://newscopes.in/page/news/bkONc6CvOo2A7gxj

রয়টার্স জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম সাড়ে ৭ শতাংশ বেড়েছে। সর্বশেষ গত শুক্রব.....

Address

Kolkata
700011

Alerts

Be the first to know and let us send you an email when Newscopes.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newscopes.in:

Videos

Share

Category

Nearby convenience stores



You may also like