BD Hawkers

BD Hawkers We Hawkers Are Only Licensed Multinational Multivendor Marketplace Management Pvt. Ltd. Company In S

হকার (Hawkers) ফেরিওয়ালা; নগর ও গ্রামাঞ্চলের ক্ষুদে ব্যবসায়ী। হকাররা বাড়ি বাড়ি ঘুরে অথবা অন্যান্য জনসমাগমে পণ্য ও সেবা ফেরি করে। এরা এক ধরনের ভাসমান বণিক এবং এটি দেশের একটি সনাতন ও ঐতিহ্যবাহী পেশা। ব্যাপক অর্থে হকার বলতে কতিপয় ক্ষুদ্র পেশাজীবী, যেমন: হাতুড়ে ডাক্তার; নাপিত, সাইকেল ও রিকশা মেরামতকারী, পিঠা বিক্রেতা, বিভিন্ন ধরনের হাল্কা খাবার বিক্রেতা, ফল বিক্রেতা প্রভৃতি শ্রেণীকেও অন্তর্ভুক্

ত করে। হকারদের বেশিরভাগই কোন একটি নির্দিষ্ট স্থানে অস্থায়ী ভিত্তিতে তাদের পণ্যসামগ্রী বিক্রয় ও সেবাকর্ম প্রদান করে। এরা খুবই অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে। অধিকাংশ হকারের মূলধন এক হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ। নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রয়কারী হকারদের প্রধান খরিদ্দার হচ্ছে শহর ও নগরের স্বল্প আয়ের লোকজন। ভাসমান হকাররা বাড়ি বাড়ি পণ্য ফেরি করার সুবাদে তারা মধ্যম ও স্বল্প উভয় আয়ের জনগোষ্ঠীর কাছেই পৌঁছতে সক্ষম হয়।

বিস্তারিত জানতে সাপ্তাহিক হকারে চোখ রাখুন।
A diligent hawker today can be a tycoon tomorrow

21/12/2021
Join Now - Live Sale
08/12/2021

Join Now - Live Sale

Paris Saint-Germain F.C. Be more than a fan. Buy now and receive 25% bonus.

(ভালোভাবে পড়ে অর্ডার করার অনুরোধ রইল)১) পরিচিতিঃ www.bdhawkers.com এর মাধ্যম। এখান থেকে আপনি ঘরে বসেই www.aliexpress.com...
26/08/2021

(ভালোভাবে পড়ে অর্ডার করার অনুরোধ রইল)

১) পরিচিতিঃ

www.bdhawkers.com এর মাধ্যম। এখান থেকে আপনি ঘরে বসেই www.aliexpress.com ওয়েবসাইট থেকে সুলভ মূল্যে কেনাকাটা করতে পারবেন।

২) অর্ডারের নিয়মাবলীঃ

*প্রথমে www.aliexpress.com ওয়েবসাইটে প্রবেশ করে আপনি যে পণ্যটি ক্রয় করতে চান তার লিংক গ্রুপে পোস্ট করুন।

*লিংকের সাথে পণ্যের কালার, সাইজ অন্যান্য আনুষঙ্গিক (যদি থাকে) তথ্য উল্লেখ করুন।

*আপনার আখাংক্ষিত পণ্যের দাম আপনার পোস্টে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

৪) ডলারের রেটঃ

ডলার প্রতি 99 টাকা ধরে যেকোন পরিমাণের অর্ডার করতে পারবেন । যেকোন মূল্যের পণ্যের ক্ষেত্রে পরবর্তী নির্দেশনা পর্যন্ত এই ফ্ল্যাট রেট প্রযোজ্য (চলমান ডলার রেইটের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে)।

৫) ট্যাক্সঃ

সাধারণত কম মূল্যের পণ্যে কোন ট্যাক্স আসেনা। তবে কিছু কিছু ক্ষেত্রে ভারী অথবা দামী পণ্যের (মোবাইল, কম্পিউটার এক্সেসরিজ, ট্যাব, স্মার্টওয়াচ, ক্যামেরা ইত্যাদি) ক্ষেত্রে সরকার নির্ধারিত শুল্ক/ট্যাক্স ধার্য্য করা হতে পারে যা আপনাকেই বহন করতে হবে। পণ্যের উপর যদি ট্যাক্স ধার্য্য করা হয় তাহলে পণ্যের সাথে ট্যাক্সের রশিদটি আপনাকে দেয়া হবে।

৬) পণ্য আসার সময়কালঃ

পণ্য আসতে সাধারণত ২০-৫০ দিন সময় লাগে (আমি সর্বনিম্ন ১০ দিনে প্রোডাক্ট পেয়েছি)। তবে কিছু ক্ষেত্রে কম-বেশি হতে পারে। (China Post Registered Air Mail -এ পণ্য আসতে তুলনামূলক কম সময় লাগে।) DHL আসতে এক্ষেত্রে সময় লাগে ৩/৭ দিন কিন্তু যার শিপিং বা ডেলিভারি চার্জ পণ্যের মূল্যের চেয়েও ১০/১২ গুণ কিংবা তারও বেশি হয়ে থাকে। যেহেতু শিপিং চার্জও আপনি বহন করবেন এক্ষেত্রে আপনার মতামত অনুযায়ী শিপিং মেথড চুজ করে আপনাকে সম্ভাব্য দাম জানানো হবে।

৭) পেমেন্ট মেথডঃ

আমরা শুধুমাত্র বিকাশ, রকেট ও ইউক্যাশ এ পেমেন্ট নিয়ে থাকি। অর্ডারের ক্ষেত্রে আপনাকে বিকাশ বা ইউক্যাশ চার্জ বহন করতে হবে। এছাড়াও চট্টগ্রামের বাসিন্দা হলে নিজে চেরাগি পাহাড় এলাকায় এসে এডমিনের কাছে হস্তান্তর করতে পারেন। এই চয়েস আপনার। নির্ধারিত পেমেন্ট মাধ্যম ছাড়া পেমেন্ট করে হয়রানির স্বীকার হলে আমরা দায়ী নই। প্রয়োজনে পেমেন্ট করার পূর্বে কিংবা পেমেন্ট দিতে আসার পূর্বে নাম্বারে কথা বলে নিশ্চিত হয়ে নিন। নাম্বারটি গ্রুপ এডমিনের এবং সকল প্রকার লেনদেন উনার মাধ্যমেই হবে। এবং অবশ্যই সম্পূর্ণ এডভান্স পেমেন্টের মাধ্যমেই আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে। সম্পূর্ণ এডভান্স ছাড়া কোন অর্ডার কনফার্ম করতে অপারগ বলে আমরা দুঃখিত।

এছাড়াও DBBL এর যেকোন ব্রাঞ্চ কিংবা অনলাইনের মাধ্যমে আমাদের একাউন্টে টাকা পাঠানো যাবে... এক্ষেত্রে কোন এক্সট্রা চার্জ প্রয়োজন হবে না।

৮) কুরিয়ার চার্জঃ

চট্টগ্রামের অভ্যন্তরে কুরিয়ার চার্জ ৮০ টাকা এবং চট্টগ্রাম ছাড়া সমগ্র বাংলাদেশে কুরিয়ার চার্জ ১০০ টাকা এবং সিলেটে হোম ডেলিভারি চার্জ ৫০ টাকা । এক্ষেত্রে যদি কন্ডিশনে কুরিয়ার পাঠানো সম্ভব তাহলে আপনি নিজে চার্জ পরিশোধ করে পণ্যটি বুঝে নিতে পারবেন।

৯) পিকআপ পয়েন্টঃ

সিলেট অফিস (হাউসিং ইস্টেট) ও চট্টগ্রামে আমাদের একটি পিকআপ পয়েন্ট আছে। এই পিকআপ পয়েন্ট থেকে পণ্য বুঝে নিলে আপনাকে কোন ধরনের কুরিয়ার সংক্রান্ত চার্জ পরিশোধ করতে হবেনা। পিকআপ পয়েন্টটি হচ্ছেঃ

*সিলেট অফিস (হাউসিং ইস্টেট)
*চকবাজার, চক সুপারের সামনে, চট্টগ্রাম

১০) মূল্যফেরত বা রিফান্ডঃ

অর্ডার করার ৯০ দিনের মধ্যে যদি পণ্যটি না পৌঁছায় তাহলে আপনি পুরো টাকাই ফেরত পাবেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ১০ দিন অপেক্ষা করতে হবে। কারণ বিক্রেতা রিফান্ড করতে মাঝেমাঝে একটু দেরি করে। যদি পণ্য ভাঙ্গা বা ব্যবহার অযোগ্য হয়, সেক্ষেত্রে আপনি পুরো মূল্য ফেরত পাবেন অথবা পুনরায় অর্ডার করতে পারবেন।

১১) প্রোডাক্ট কোয়ালিটিঃ

আপনি যে লিংকটি দেবেন আমরা শুধুমাত্র সেই পণ্যটিই এনে দেব। এক্ষেত্রে পণ্যের কোয়ালিটি সম্পর্কিত সকল দায়ভার আপনার।

আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

১) অর্ডার করার পূর্বে ভালোভাবে যাচাই করে নিন যে পণ্যটি আপনি কিনতে চাচ্ছেন সেটির রিভিউ ভালো কিনা অথবা বেশি অর্ডার হয়েছে কিনা। যদি রিভিউ ভালো বা অর্ডার বেশি হয় সেক্ষেত্রে দাম একটু বেশি হলেও সেই পণ্যটিই অর্ডার করুন।

২) আমাদের মাধ্যমে অর্ডার করতে চাইলে অবশ্যই ১০০% পেমেন্ট এডভান্স করতে হবে। পেমেন্ট হবার ২৪ ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করা হবে।

৩) প্রোডাক্ট আসার পর ইনবক্স বা পোস্টের মাধ্যমে আপনাকে জানানো হবে।

৪) কেনার ইচ্ছা না থাকলে শুধুমাত্র কৌতুহলবশত দাম জানতে গ্রুপে পোস্ট করা থেকে বিরত থাকুন।

৫) একাধিক পণ্য ক্রয় করতে চাইলে একটি পোস্টেই সবগুলো পণ্যের লিংক দিন। অযথা বারবার পোস্ট এবং অন্যের পোস্টে কমেন্ট করার প্রয়োজন নেই।

৬) রাত ৯টার পরে কোন অর্ডার প্রসেস করা হবে না বা কারো কোয়েরির রেস্পন্স করা হবে না.. জানানো হবে পরদিন রাত ৯টার ভিতর...
তবে আপনারা ৯টার পরে লিঙ্ক গ্রুপ বা ইনবক্সে প্লেইস করে রাখতে পারেন...

বিঃদ্রঃ উদ্যোগতা, ছাত্রছাত্রী ও অল্প পূঁজি নিয়ে যারা aliexpress থেকে প্রোডাক্ট এনে ব্যাবসা করতে চান তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যাবস্থা করা আছে ।

Contact:
Foyes Khan
Head of Sales of BD Hawkers
01737206014

Inquiry (If needed)
Adnan Khan
CEO at BD Hawkers and চপ্পারি আও
01711059538

Passion shouldn't cost a fortune. On AliExpress, shop online for over 111 million quality deals on Fashion, Accessories, Computer Electronics, Toys, Tools, Home Improvement, Home Appliances, Home & Garden and more!

13/07/2021

কর্জে হাসানা কী ও কেন?

যিনি নামাজ পড়েন, জাকাত দেন, কর্জে হাসানা দেন এবং আল্লাহ পাকের কাছে কৃত অপরাধের জন্য ক্ষমা চান- তাহলে তাকে আল্লাজ কর্জে হাসানার সওয়াব বহুগণে দেবেন, সম্মানজনক পুরুস্কার দিবেন এবং ক্ষমা করে জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে নহর প্রবাহিত।

‘করজ’ অর্থ ঋণ, ধার বা কর্জ; আর হাসানা অর্থ উত্তম। উভয়ে মিলে ‘উত্তম ঋণ’। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায়, সওয়াবের নিয়তে বিনা শর্তে কাউকে কোনো কিছু ঋণ দিলে তাকে ‘কর্জে হাসানা’ বা উত্তম ঋণ বলে। ইসলামী আর্থসামাজিক ব্যবস্থায় কর্জে হাসানার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। পবিত্র কোরআনুল কারিমের সূরা আল হাদিদের ১৮তম আয়াতে মহান রাববুল আলামিন এরশাদ করেন, ‘নিশ্চয় দানশীল নর-নারী, যারা আল্লাহকে উত্তমরূপে ধার দেয়, তাদের দেয়া হবে বহুগুণ। তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার।’ তবে এজন্য শর্ত হচ্ছে, প্রদানকৃত বস্ত্তটি ফিরিয়ে দেয়ার ব্যাপারে ঋণদাতা খাতককে তাগাদা না দেয়া। যেমনটি সূরা বাকারার ২৮০তম আয়াতে এরশাদ হয়েছে, ‘যদি খাতক অভাবগ্রস্ত হয়, তবে তার সচ্ছলতা আসা পর্যন্ত সময় দেয়া উচিত। আর যদি ক্ষমা করে দাও, তবে তা খুবই উত্তম। যদি তোমরা উপলব্ধি কর।’ কর্জে হাসানার মাধ্যমে আমাদের সমাজে চোখে পড়ার মতো তেমন কোনো বদল না দেখা গেলেও এর নেপথ্যে রয়েছে সামাজিক দৈন্য, পারিবারিক কলহসহ নানা অসংতি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা; এর মাধ্যমে আমাদের পরস্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন, দারিদ্র্যবিমোচন ও ধনী-গরিবের বিভেদ উপেক্ষত হওয়ার ব্যাপারটি নিতান্তই সম্ভাব্য ও সহজসাধ্য। সুদখোরদের অভ্যাস হচ্ছে, খাতক নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধে সক্ষম না হলে সুদের অঙ্ক আসলের সঙ্গে যোগ করে চক্রবৃদ্ধি হারে সুদের কারবার চালানো। উপরন্তু সুদের হারও আগের চেয়ে বাড়িয়ে দেয়া; যেমনটি সূরা আলে ইমরানের ১৩০তম আয়াতে বর্ণিত হয়েছে- ‘হে ঈমানদারগণ! তোমরা সুদ খেও না দ্বিগুণ চতুর্গুণ এবং আল্লাহকে ভয় কর। আশা করা যায়, তোমরা সফল হবে।’ কিন্তু কর্জে হাসানা পুরো এর বিপরীতার্থক। এতে একদিকে যেমন খাতকের উপকার হয়, তেমনি সুদ থেকেও বাঁচা যায়। এ কারণেই হাদিস শরিফেও কর্জে হাসানা প্রদানে বান্দাকে যথেষ্ট অনুপ্রাণিত করা হয়েছে। কোরআন ও হাদিসের আলোকে কর্জে হাসানা ১. সদকা বিষয়ে পবিত্র কোরআনের আয়াতগুলো পর্যালোচনা করলে দেখা যায়, সদকা বা দান ইসলামে সৎকর্ম হিসেবে চিহ্নিত হয়েছে। এর চেয়েও উত্তম হচ্ছে কর্জে হাসানা। যে কারণে জগতের কোনো কিছুর যিনি মুখাপেক্ষী নন, যিনি সব বস্ত্তমোহ নিরপেক্ষ সেই সর্বশক্তিমান মহিমান্বিত আল্লাহ তার বান্দার জন্য আমাদের কাছে ‘কর্জে হাসানা’ বা উত্তম ঋণ চেয়েছেন। বলেছেন, ‘কে সে, যে আল্লাহকে কর্জে হাসানা (যে বিনিয়োগ স্বার্থভাবে দেয়া হয়) প্রদান করবে? তিনি তাহার জন্য ইহা বহুগুণে বৃদ্ধি করবেন।’ [সূরা বাকারা, আয়াত-২৪৫।] ২. ‘আর আল্লাহ বলেছেন, আমি তোমাদের সঙ্গে আছি; তোমরা যদি সালাত কায়েম কর, জাকাত দাও, আমার রসূলদের ওপর ঈমান আন ও সম্মান কর এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান কর, তবে তোমাদের পাপ অবশ্যই মোচন করব এবং নিশ্চয়ই তোমাদের দাখিল করব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। এর পরও কেউ কুফরি করলে সে তার সরল পথ হারাবে। [সূরা-মায়িদা, আয়াত-১২।] ৩. ‘কে আছে, যে আল্লাহকে দেবে উত্তম ঋণ, তাহলে তিনি বহুগুণে ইহাকে বৃদ্ধি করবেন এবং তার জন্য আছে সম্মানজনক পুরস্কার।’ [সূরা-হাদিদ, আয়াত-১১।] ৪. ‘দানশীল পুরুষ এবং দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে, তাদের দেয়া হবে বহুগুণে বেশি এবং তাদের জন্য আছে সম্মানজনক পুরস্কার। [সূরা- হাদিদ, আয়াত -১৮।] ৫. ‘যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান কর, তবে তিনি তোমাদের জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী ও ধৈর্যশীল। [সূরা- তাগাবুন, আয়াত -১৭।] ৬. ‘অতএব সালাত কায়েম কর, জাকাত প্রদান কর এবং আল্লাহকে দাও উত্তম ঋণ। তোমরা তোমাদের নিজেদের মঙ্গলের জন্য ভালো যা কিছু অগ্রিম প্রেরণ করবে; তা তোমরা পাবে আল্লাহর কাছে উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে মহোত্তম। আর তোমরা ক্ষমা প্রার্থনা কর আল্লাহর কাছে; নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। [মুযযাম্মিল, আয়াত-২০।] ‘কর্জে হাসানা’ নামটি অতি সুন্দর এবং আমরা কমবেশি এ নামটির সঙ্গে পরিচিত। বর্ণিত আয়াতগুলোর মর্মার্থ হলো-যিনি নামাজ পড়েন, জাকাত দেন, কর্জে হাসানা দেন এবং আল্লাহ পাকের কাছে কৃত অপরাধের জন্য ক্ষমা চান- তাহলে তাকে আল্লাজ কর্জে হাসানার সওয়াব বহুগণে দেবেন, সম্মানজনক পুরুস্কার দিবেন এবং ক্ষমা করে জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে নহর প্রবাহিত। কর্জ প্রসঙ্গে হাদিসে আরও বর্ণিত কোরআন পাকে কর্জে হাসানা প্রদান করলে বহুগুণ সওয়াবের কথা উলেস্নখ আছে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (সা.) ফরমায়েছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, তখন বেহেশতের দরজার ওপর লেখা দেখেছি, খয়রাতের সওয়াব ১০ গুণ, আর কর্জে হাসানার সওয়াব ১৮ গুণ। দান বা খয়রাত ফেরত দিতে হয় না কিন্তু কর্জে হাসানা ফেরত দিতে হয়। কর্জে হাসানা ফেরত দেয়ার পরেও প্রায় দ্বিগুণ সওয়াব পাওয়ার কারণ আছে। মূলত পবিত্র কোরআনে আল্লাহপাক প্রতিটি মানুষকে স্বাবলম্বী করার জন্য ব্যবস্থাপত্র দিয়েছেন। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হে মুসলমানরা, তালির ওপর তালিযুদ্ধ ছিন্নবস্ত্র পরিধান করা, ঋণ গ্রহণ অপেক্ষা উত্তম। যদি তা শোধ করার শক্তি না থাকে। (মুসনাদ আহমাদ) রাসূলুল্লাহ (সা.) বলেন, হে মুসলমানরা ঋণ গ্রহণ থেকে বেঁচে থাক। কেননা, ঋণ রাত্রীকালে মর্ম বেদনা ও দুঃশ্চিন্তা সৃষ্টি করে এবং দিনের বেলায় অপমান ও লাঞ্চনায় লিপ্ত করে। (বায়হাকি) অনেকে আছেন ব্যাংক থেকে বিরাট অঙ্কের ঋণ নিয়ে বেমালুম হজম করেন। তাদের পরিচয় ঋণখেলাপি। অথচ অনেকে শখের বশে ব্যবসায়ের খাতে ঋণ নিয়ে উধাও হয়ে যায়। তাদের জন্য রাসূল (সা.) এর সতর্কবাণী। হজরত আবদুল্লাহ ইবনে জাহাশ (রা.) এর একটি দীর্ঘ হাদিস রাসূলুল্লাহ (সা.) ঋণ সম্পর্কে বলেন, সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, যদি কোনো ব্যক্তি জিহাদে শহীদ হয়ে যায়, জীবিত হয়ে (পুনরায়) শহীদ হয়ে যায় আবার জীবিত হয়ে (তৃতীয়বার) শহীদ হয়ে যায়, তার জিম্মায় কারও ঋণ প্রাপ্য থাকলে সে জান্নাতে যাবে না, যে পর্যন্ত তার ঋণ শোধ করা না হয়। (নাসায়ি, তিবরানি, হাকেম) তবে রাসূলে পাক (সা.) এরশাদ করেন, যে ব্যক্তি ঋণ গ্রহণ করে এবং তা পরিশোধ করার ইচ্ছা রাখে, কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তার পক্ষ থেকে তার ঋণ শোধ করে দেবেন। পক্ষান্তরে যে ব্যক্তি ঋণ শোধ করার ইচ্ছা রাখে না এবং এ অবস্থায় মারা যায়, কেয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন, তুমি বোধ হয় মনে করেছিলে, আমি আমার বান্দার হক তোমার কাছ থেকে আদায় করব না। এরপর ঋণ গ্রহীতার কিছু সৎকর্ম ঋণ দাতাকে দেয়া হবে। সে যদি কোনো সৎকর্ম না করে থাকে, তবে ঋণদাতার কিছু গুনাহ তার ওপর চাপিয়ে দেয়া হবে। (তিবরানি, হাকেম)। দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য নিজের কাছে অর্থ না থাকলে কর্জ করতে হয়। তাই কর্জে হাসানা চালু করা জরুরি। বিভিন্ন মেয়াদে কর্জে হসানা চালু করতে পারলে এবং তা সার্কুলেশনে ছেড়ে দিলে অর্থনৈতিক কর্মকা- বৃদ্ধি পাবে। যেসব মানুষ জাকাত/ সদকা খেতে অভ্যস্থ হয়ে গেছে, তাদের এবং অন্য ধর্মের দরিদ্র মানুষকে স্বাবচলম্বী করার লক্ষ্য কর্জে হাসানা চালু করা উচিত। কর্জের ব্যাপারে কোরআন এবং হাদিসে যা বর্ণনা আছে, তা কর্জে হাসানা নেয়ার সময় অবহিত করা প্রয়োজন। তাহলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

মুহাম্মদ বাছির উদ্দিন
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সৌজন্যে : দৈনিক আলোকিত বাংলাদেশ

A diligent hawker today, can be a great tycoon tomorrow
26/06/2021

A diligent hawker today, can be a great tycoon tomorrow

Champion Mushroom 400g.বাংলাদেশে মাশরুম এখন একটি জনপ্রিয় খাবারের একটি । এটি যেমন আমাদের স্বাস্থ্যের জন্যও যথেষ্ট উপকারী ...
03/06/2021

Champion Mushroom 400g.
বাংলাদেশে মাশরুম এখন একটি জনপ্রিয় খাবারের একটি । এটি যেমন আমাদের স্বাস্থ্যের জন্যও যথেষ্ট উপকারী তেমনই সুস্বাদু । মাশরুম বিভিন্ন ভাবে খাওয়া যায় সুপ , সালাদ , পাস্তায় ও রান্না করে বা ভেজে খাওয়া যায় ।
মাশরুমের বিভিন্ন রকমের উপকারিতা রয়েছে । মাশরুম ডায়বেটিস , ক্যান্সারসহ নানা তরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী করে।

31/05/2021

ভূমিকম্পে আতংক নয়,সচেতন ও শতর্ক থাকুন।
সিলেট সিটি কর্পোরেশনের.
হটলাইন নম্বর ০১৯১১২৪৯৬৯৯.
জনস্বার্থে :BD Hawkers.

29/05/2021

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِين

ভূমিকম্প কেয়ামতের আলামত

রাসুল (সা.) বলেছেন, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং খুনখারাবি বাড়বে, তোমাদের সম্পদ এতো বাড়বে যে, উপচে পড়বে। (বুখারি, হাদিস : ৯৭৯)

বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে, তা মহান আল্লাহর প্রেরিত সতর্ককারী নিদর্শনগুলোর একটি। এগুলো দিয়ে তিনি তার বান্দাদের সাবধান করে থাকেন। কার্যত এগুলো মানুষের পাপ ও অপরাধের ফল। আল্লাহ বলেন, ‘যে বিপদ-আপদই তোমাদের ওপর আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই। আর আল্লাহ তোমাদের অনেক (অপরাধ) ক্ষমা করে দেন।’ (সুরা শুরা, আয়াত : ৩০)

ভূমিকম্প হলে যে দোয়া পড়বেনঃ মুসলিমদের জন্য যেকোনো বিপদে দোয়া ইউনুস বেশ গুরুত্বপূর্ণ। যেকোনো সংকট ও অস্থিতিশীল সময়ে এই দোয়া পড়া সুন্নত। আল্লাহর নবী ইউনুস (আ.) বিপদে পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন। তখন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছেন।

আরবি :

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ-লিমিন।

অর্থ : তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান। আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত।

ভূমিকম্প হলে যে আমল করবেন

প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মুক্তির জন্য দরিদ্র ও মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের দান করাও উচিত। কেননা রাসুল (সা.) বলেছেন, ‘দয়া প্রদর্শন করো, তোমার প্রতি দয়া প্রদর্শন করা হবে।’ (মুসনাদে আহমদ)

যারা এলপি গ্যাস ব্যবহার করেন -ভূমিকম্প হলে সিলিন্ডারের মুখ থেকে অতি দ্রুত রেগুলেটর খুলে ফেলবেন ۔۔۔۔۔۔۔ কোন কারণে বিল্ডিং বসতভিটা ভেঙে পড়লে আগুন ধরার সম্ভাবনা থাকবেনা l

19/05/2021
19/05/2021

আমাদের তত্ত্বাবধানে নিজস্ব বাগানের ফ্রেশ ও ফর্মালিনমুক্ত লিচু আজকে থেকে পাওয়া যাবে বিডি হকারস ও চপ্পারি আও তে। ১০০ পিস লিচু ৩০০ টাকা (সার্ভিস চার্জ প্রযোজ্য) ২০০ লিচু ৫০০ টাকা (সার্ভিস চার্জ ফ্রি) আজকেই অর্ডার করুণ আমাদের হকাররা আপনার অর্ডার বুঝে পেলেই গাছ থেকে তাজা লিচু পেড়ে সন্ধ্যার মধ্যেই সিলেট শহরে নিয়ে আসবে এবং রাত ১০/১১ টার মধ্যেই হোম ডেলিভারি করা সম্ভব। অর্ডার আমাদের স্টোর থেকেও চাইলে এসে নিয়ে যেতে পরবেন।

যোগাযোগ
Whatsapp: 01711059538
17 Blue Eye Tower
Borobazar,Amberkhana,Sylhet

14/05/2021

সবার জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত বয়ে আনুক অনাবিল আনন্দ। ঈদ মোবারক।

01/05/2021

প্রায় এক মাস ধরে ‘লকডাউন’ চলছে দেশে। এর বড় শিকার হকার, গাড়িচালক, দিনমজুর, কৃষিশ্রমিক, দোকানদার, ছোট ব্যবসায়ী, সিএনজি ও রিকশাচালক ভাইয়েয়া । খেটে খাওয়া কর্মজীবী এই মানুষেরা এখন ঘরবন্দী। সুদিন ফেরার আশায় দিন গুনছেন তাঁরা।

আমরা মে মাস থেকে সিলেটের সকল শ্রমজীবী ও পেশাজীবী মানুষের জন্য কিছু পদক্ষেপ গ্রহন করেছি।

১। করযে হাসনা পদ্ধতিতে মাসের বাজার।
২। ঈদ সামনে রেখে চাল, ডাল, তেল ও আলু বাজারদর থেকে কমে কিনে দেয়া।
৩।হক হালাল পথে প্রত্যেকজন ক্ষুদে ব্যাবসায়ির ব্যাবসা পরিচালনা।
৪।বিনা সুদে ও লাভের অংশীদারি না হয়ে স্বল্প পুজির হকারদের মাজন থেকে পণ্য ক্রয় করে দেয়া।
৫।শিশু শ্রমিকদের বিনামূল্যে শিক্ষার ব্যাবস্থা ও ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের ব্যাবস্থা করে দেয়া।

বিস্তারিত জানতে আমাদের সাথে ইনবক্সে বা সরাসরি যোগাযোগ করতে পারবেন।

Address

17 Blue Eye Tower Borobazar Amberkhana
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when BD Hawkers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Hawkers:

Videos

Share


Other Convenience Stores in Sylhet

Show All