Voice of Furfura

Voice of Furfura amader dadapirer silsila.

কতই না ভাগ্যবান তারা...যারা হেদায়েত পেয়ে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে...!!! #আলহামদুলিল্লাহ
03/11/2024

কতই না ভাগ্যবান তারা...
যারা হেদায়েত পেয়ে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে...!!!

#আলহামদুলিল্লাহ

03/11/2024

অবাক হয়ে ভাবতে থাকি ময়লা কেনো যায়না!
ময়লা ছিলো ক্বলবে আমি মুছি আয়না!

03/11/2024

ইয়া আল্লাহ,
আমাদেরকে ঋণমুক্ত, অভাবমুক্ত,রোগমুক্ত হতাশামুক্ত,শত্রুমুক্ত,দুশ্চিন্তামুক্ত ও গোনাহমুক্ত একটি জীবন দান করুন...!!!
#আমিন

03/11/2024

যে, বয়সে আমি...
আল্লাহ কে সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছি, সে বয়সে অনেকে কবরে শুয়ে আছে...
একবার শুকরিয়া আদায় করি...!!! #আলহামদুলিল্লাহ

03/11/2024

একদিন দেখবেন হঠাৎ করেই আল্লাহ্ আপনার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছেন... ভরসা রাখুন মহান রবের প্রতি...!!!

02/11/2024

"দান করার সামর্থ আছে কিন্তু দান করেন না, আপনাকে খুবই ভয়াবহ মৃত্যু যন্ত্রণা দেয়া হবে"

[সূরা মুনাফিকুন-৬৩/১০, সূরা বাকারা-২/২৫৪, বুখারী-১৪১৯

02/11/2024

মৃত্যুর পর তো সবাইকেই আল্লাহর কাছে ফিরে যেতে হয়। কিন্তু সে মানুষটাই সুখী, যে জীবিত অবস্থাতেই আল্লাহর দিকে ফিরে আসতে পারে।

– সাইয়িদ কুতুব রাহিমাহুল্লাহ

02/11/2024

যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শরীক না করে পৃথিবী পরিমাণ পাপ-সহ আমার সাথে সাক্ষাত করবে আমি সমপরিমাণ ক্ষমা-সহ তার সাথে সাক্ষাত করব
(তিরমিযি ৩৫৪০)

02/11/2024

শিক্ষক আগে শিক্ষা দেয়
পরে পরীক্ষা নেয়।
কিন্তু সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয়...।

02/11/2024

জীবনে সব চেয়ে কঠিন কাজ হলো,,
নিজেকে নিজেই সামলানো...!!

31/10/2024

জীবনের শেষ বেলায় এসে মনে হবে,

এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল।
কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল।
দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল।

শেষ বেলায় মনে হবে,

ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি।
অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি।
জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া।

শেষ বেলায় মনে হবে,

মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি।
মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল।
শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান।

অথচ এত কিছু ভেবে ও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না।

29/10/2024

সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত,
কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে এটা ১০০% নিশ্চিত।

29/10/2024

অন্য কারো প্রতি 'অভিযোগ' রাখার চেয়ে নিজেকে বদলে ফেলা ভালো।

29/10/2024

বোঝানোর মতো যখন আর কিছুই অবশিষ্ট থাকে না তখন মানুষ নীরবতার আশ্রয় নেয় ❣️

29/10/2024

রূপবতী না দেখে গুণবতী দেখো,,
কারণ, রূপ ধোঁকা দিতে পারে কিন্তু গুণ কখনো ধোঁকা দিবে না!❣️

28/10/2024

যদি তুমি সত্যি শিখতে চাও কিভাবে ভালোবাসতে হয় তবে অবশ্যই কিভাবে ক্ষমা করতে হয় তাও শিখে নিতে হবে।

23/10/2024

~একটা জিনিস মনে রাখা জরুরী–
যে দুঃখ তুমি কারো কাছ থেকে পেতে চাইবেনা,
সে দুঃখ তোমারও কাউকে দেওয়া উচিত নয়।

অবহেলা পেলে, তোমারও যেমন ব্যথা হয়,
যাকে দিচ্ছো- তার'ও কি কম?

23/10/2024

সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে মানব জমিন পত্রিকার রিপোর্ট দেখে আমি দারুনভাবে অবাক ও বিস্মিত হয়েছি।

গত ৫ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানদের উপস্থিতিতে রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের কতিপয় ব্যক্তিবর্গের অতি গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ দিন দুপুরে তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে পার্শ্ববর্তী দেশে চলে যান। ঐ গুরুত্বপূর্ণ বৈঠকে রাষ্ট্রপতির কাছে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ জানতে চান, শেখ হাসিনা তার কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা। জবাবে প্রেসিডেন্ট বলেন, “আমি পদত্যাগ পত্র পেয়েছি” আবার প্রশ্ন করা হয় যে, আপনি তার পদত্যাগ পত্র মঞ্জুর করেছেন কিনা? জবাবে তিনি বলেছেন “হ্যা আমি পদত্যাগ পত্র মঞ্জুর করেছি”।

ঐ দিনের বৈঠকে রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারিসহ বঙ্গভবনের সিনিয়র কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। ৫ আগস্টের ঐ মিটিং এর পর রাত ১১:২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণে একই কথা উল্লেখ করে রাষ্ট্রপতি স্পষ্ট করেছেন যে, তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন এবং তা মঞ্জুর করেছেন।

মানব জমিনের প্রধান সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরীর সাথে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি যা বলেছেন তাতে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ার যথেষ্ট অবকাশ রয়েছে। তার ৫ আগস্টের বক্তব্য এবং ১৯ অক্টোবরের সাক্ষাৎকারটি স্পষ্টত স্ববিরোধী। যদি তিনি জনাব মতিউর রহমান চৌধুরীর সাথে সাক্ষাৎকার দিয়ে থাকেন এবং উল্লেখিত কথাটি বলে থাকেন, তাহলে রাষ্ট্রপতি ৫ই আগস্টের রাজনৈতিক নেতৃবৃন্দের সামনে বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এর মাধ্যমে স্পষ্টত তিনি তার শপথ ভঙ্গ করেছেন। ফলে তিনি রাষ্ট্রের এই মহান দায়িত্বে থাকার নৈতিক ও আইনগত অধিকার হারিয়েছেন।

রাষ্ট্রপতিকে অনতিবিলম্বে তার অবস্থান স্পষ্ট করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করার আহবান জানাচ্ছি।

আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

Address

Pabna
6600

Telephone

+8801518702814

Website

https://forms.gle/w3zZuh2y5Xt2f1zu8, https://forms.gle/w3zZuh2y5Xt2f1zu8

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Furfura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Pabna convenience stores

Show All