06/12/2022
কেজ বার্ড হচ্ছে খাঁচায় পালন করার জন্য উপযুুক্ত পাখি। এগুলো প্রকৃতির বাহিরে এসে খাঁচায় থেকে ডিম ও বাচ্চা করে। আমাদের দেশে যেসব কেজ বার্ড পাওয়া যায়, সেগুলোর সবগুলোই বিদেশী। এই কেজ বার্ড গুলো পালার অনুমতি আছে এবং এটা সারা বিশ্বে স্বীকৃত। আমরা সবাই খাঁচায় পাখি পালন করি, কিন্তু কোন পাখির জন্য আদর্শ খাঁচা ও বিড্রিং বক্স এর মাপ আমরা অনেকেই জানি না। তাই এখন আমরা জানব এসব বিষয়গুলো।
খাচায় পাখি পালন এর জন্য খাচার এবং বক্সের মাপঃ
1.পাখির নাম: খাচার সাইজ সর্বোনিম্ন ব্রিডিং বক্স সাইজঃ
2.বাজ্রিগার: খাচার সাইজ: ২৪”/১৮”/১৮”, ব্রিডিং বক্স সাইজঃ ৭”/৯”
3.ককাটেল: খাচার সাইজ: ২৪”/২৪”/১৮”, ব্রিডিং বক্স সাইজঃ ১২”/৯”
4.লাভ বার্ড: খাচার সাইজ: ২৪”/১৮/১৮”, ব্রিডিং বক্স সাইজঃ ১০”/১০”/১০”
5.রোজেলা: খাচার সাইজ: 36″/২৪”/২৪”, ব্রিডিং বক্স সাইজঃ ১০”/১১”/২৪”
6.কনিউর: খাচার সাইজ: ৩৬”/২৪”/২৪”, ব্রিডিং বক্স সাইজঃ ১৮”/১৮”/২০”
7.ইন্ডিয়ান রিং নেক: খাচার সাইজ: ৩৬”/২৪”/২৪”, ব্রিডিং বক্স সাইজঃ ১৮”/১৮”/২০”
8.ফিঞ্চ : খাচার সাইজ ১২”/১০”/২৪” ব্রিডিং বক্স সাইজঃ মাটির ছোট হাড়ি/কাঠের বক্স বা বেতের ঝুড়ি
9.জাভা: খাচার সাইজ ১২”/১০”/২৪” ব্রিডিং বক্স সাইজঃ মাটির ছোট হাড়ি/কাঠের বক্স বা বেতের ঝুড়ি
উপরি উল্লেখিত সাইজ সর্বনিম্ন। বেশি হলে সমস্যা নাই কলোনী আকারে পাখি পালন করলে সেটা আপনার জায়গার উপর নির্ভর করবে। যত বেশি জায়গা পাবে ততই তাদের জন্য ভালো। আপনাদের নির্ধারিত পাখি রাখার জায়গা বুঝে ১৯/২০ করতে পারেন। কিন্তু পাখি যত বেশি জায়গা পাবে তত তাদের শারিরিক ব্যয়াম হবে এবং আপনার পাখির মেজাজ ভাল থাকবে এবং পাখি কে পর্যাপ্ত উড়ার জায়গা দিতে হবে সে জন্য খাচার সাইজ যত বড় হবে তাদের জন্য তত ভাল। আপনার যদি জায়গার সমসা থাকে তাহলে ফ্লাইং খাচা আলাদা রাখতে পারেন বড় করে যেনো ব্রীডিং থেকে বের করে ফ্লাইং খাচায় রাখতে পারেন। ফ্লাইং খাচায় মেল ফিমেল আলাদা রাখতে হবে যাতে ওরা মেটিং না করে এবং পর্যাপ্ত রেস্ট পায়। আপনাদের যে কনো প্রকার সাজেশন থাকলে অবসসই কমেন্ট এ মতামত দিবেন…