20/10/2021
আসসালামু আলাইকুম
আমাদের ইসলামিক সুপার শপ
Islamic Accessories Gallery - IAG
__
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
আমার জানা মতে যশোর শহরে কোথাও ইসলামিক সুপার শপ নাই যেখানে গিয়ে ইসলামের কমন পণ্যগুলো এক সাথে পাওয়া যায়।
আর সেই চিন্তা থেকেই এমন একটা কাজে উদ্যোগ নেওয়া।
আমাদের লক্ষ্য একটা কম্পানি তৈরি করা। দেশের ৬৪ জেলাতে তার শাখা থাকবে। সম্ভব হলে দেশের বাহিরেও পণ্য বিক্রি করা হবে ইনশাআল্লাহ।
__
কি কি থাকবে শপে :
আমরা কোয়ালিটি সম্পন্ন বাছাইকৃত পণ্য গুলো বিক্রি করবো। যেখানে মানুষ বিশ্বাস ও আশা নিয়ে আসবে আর হাসিমুখে পণ্য কিনে ফিরে যাবে।
1) ব্যক্তি জীবনে
2) পারিবারিক
3) সামাজিক
4) প্রাতিষ্ঠানিক
সকল প্রকার পণ্য থাকবে ইনশাআল্লাহ।
__
শোরুমে নারীদের জন্য আলাদা একটা সাইট থাকবে। যেখানে পুরুষের প্রবেশ নিষেধ থাকবে। ঐ সাইটে দুই তিন জন নারী কর্মী থাকবে।
__
আরো অনেক চিন্তা ভাবনা আছে। বাকি কি হয় না হয় সব আল্লাহ্ পাকের ইচ্ছা।
__
এখন মূল প্রসঙ্গে আসি। এই রকম একটা প্রতিষ্ঠান করতে হলে অনেক অর্থের প্রয়োজন। যা একার পক্ষে ব্যবস্থা করা খুবই কষ্ট সাধ্য।
তো আমরা চাইছি মুসলমান ভাইবোনদের মাঝে শেয়ার বিক্রি করতে।
1) একটা শেয়ার মূল্য 10,000/=
2) 10 বছর পর এই টাকা যে কোন সময় ফেরত নেওয়া যাবে।
3) প্রত্যেক মাসে পণ্য বিক্রি ও আনুসঙ্গিক খরচ বাদ দিয়ে নীট যে লাভ আসবে তার 50% লাভ কম্পানি রেখে দিবে। আর বাকি 50% প্রতিটি শেয়ার এ সম হারে বন্টন করে দেওয়া হবে। কেউ চাইলে এই টাকা বছর শেষেও নিতে পারবে।
4) কোন মাসে যদি কম্পানির কোন প্রকার ক্ষতির সম্মুখীন হয় তাহলে তা কম্পানিই বহন করবে। এর দায় কোন শেয়ার কারির উপর দেওয়া হবে না।
5) একজন ব্যক্তি একাধিক শেয়ার কিনতে পারবে।
6) শেয়ার এর অর্থ স্টাম্প ( দলিল ) করে নেওয়া হবে।
আর যারা দূরে থেকে শেয়ার কিনবেন তারা বিশ্বাসের উপর কিনতে পারেন। ইনশাআল্লাহ কখনোই চাইবো না আপনার এই অর্থ নিয়ে জাহান্নামে যেতে।
7) কম্পানির উদ্বোধনের দিন থেকে শেয়ার এ দিন কাউন্ট করা হবে।
__
আমার মূল উদ্দেশ্য হলো সুদের বিপরীতে গিয়ে কিছু করা। আপনি ব্যাংকে অর্থ রাখবেন। বছর শেষে যা পাবেন তা সুদ। যা ব্যবহার হারাম। জাহান্নামে যাওয়া লাগবে।
ইসলামিক ব্যাংক গুলো নিয়ে যা জেনেছি তা শতভাগ সুদ মুক্ত না।
যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তবেই সুদ মুক্ত একটা দেশ গড়া সম্ভব।
আল্লাহ্ যদি কখনো তাউফিক দেই তাহলে এই কম্পানির মাধ্যমেই ভবিষ্যতে সুদ মুক্ত ব্যাংকিং চালু করবো ইনশাআল্লাহ।
___
এখন আপনাদের মতামতের আশা করছি। ইনবক্সে মেসেজ করতে পারেন বিস্তারিত জানতে।
আমাদের টার্গেট 1 কোটি টাকা। কারণ প্রথম দিকে শুরু করতে গেলে অনেক খরচ আছে।
inbox.... m.me/namaz.roza1
or m.me/iag.bd
__
অর্থ সংগ্রহের উপর ই ডিপেন্ড করবে আমরা কত দ্রতু কাজ শুরু করবো।
যাঝাকুমুল্লাহু খইরন।