Abrar Wasif Rakib

Abrar Wasif Rakib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abrar Wasif Rakib, Convenience Store, Sirajganj, Dhaka.

05/03/2024

♦️লেখাটা একজন পুরুষের অথচ প্রতিটা লাইন,প্রতিটা শব্দ মেয়েদের উৎসর্গ করে লেখা।♦️

একটা ঘর ভর্তি কিছু মার্বেল ছড়িয়ে দিন আর একটা কোনায় রাখুন কয়েকটা ভারী কার্টন।

এবার একজন একজন করে কয়েক জন পুরুষ এনে বলেন তুমি যে কোন একটা কাজ করবা।

হয় একটা একটা করে মার্বেল কুড়াও না হয় পড়ে থাকা তিনটা ভারী কার্টন সরাও।

আমি একজন পুরুষ হিসাবে বলছি। একটা একটা মার্বেল কুড়ানোর চেয়ে ভারী কার্টন সরানো আমার জন্য সহজ কাজ।

না আমরা শুধু সহানুভুতি থেকে মেয়েদের জন্য ঘর ঠিক করে দেইনি l বরং আমরা জানি আমাদের ধৈর্য কম শক্তি বেশি।

আমার না পারা কাজটা যে মেয়েটা করে দেয় তার কাজের গুরুত্ব আমার কাছে কতটুকু?

পুরুষ শাষিত এ সমাজে মেয়েটা নিজেও মাথা নিচু করে বলে সে নাকি কিছুই করে না। রাত ১২টার পরেও মশারি গুজতে গুজতে মেয়েটা ভাবে সে একটা গৃহিনী !

ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো চক চক করলেও দৃশ্যের আড়ালে থেকে যায় তার গরম চুলার ভাপ !

লবন কম অথবা ঝাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও গরম তেলে ফোস্কাটা পড়াটা ঠিকই থাকে দৃষ্টির আড়ালে !

যে নারী কিছুই করেনা সে নারীর সন্তানের দায়িত্বটা শুধু আপনাকে দেওয়া হোক। আপনি তখন কার্টনও সরাবেন মার্বেলও কুড়াবেন তবু বাচ্চার চিৎকার শুনতে ঘরে বসে থাকবেন না l

আমরা পুরুষ বেছে নিয়েছি আমাদের কাজ। আর দিন ভর যে নারী মার্বেল কুড়ায় সে নারীকে বলি অকর্মা !

যে নারীর স্বামী নাই আমি দেখেছি সে নারীকে মাটি কাটতে কিন্তু যে স্বামীর বউ নাই তাকে দেখি নাই ঘর বাড়ি সামলাতে !

ঘর বাচ্চা সামলানোর চেয়ে আরেকটা বিয়ে করা যে সহজ !

কারো এটো বাসন ধুতে শুধু শক্তি না, মমতাও লাগে। আপনি খাটলে বেতন পান সে খাটলে ভালবাসা পায় তো ?

সংগৃহিত

04/03/2024

মেয়েরাও ইফোর্ট দেয় ভাই!!

প্রথম টেক্সট মেয়েরা ও করে, সেকেন্ডের মধ্যে রিপ্লাই দেয়,সব কিছুর বিরুদ্ধে গিয়ে ভালোবাসে।
মায়ের মতো যত্ন নেয়,ইগো দূরে রেখে সরি বলে। তোমার রাগ হেন্ডেল করতে পারে।🌸

29/02/2024

রা'গ, অভিমান, মনখা'রাপ - তিনটা আলাদা শব্দ। এই শব্দ তিনটার হাত ধরে হাঁটে আরেকটা শব্দ-‘অধিকার’। যেখানে অধিকার নেই সেখানে বাকি তিনটা ব্যাপারও থাকে না।🖤

28/02/2024

দুনিয়ার সবাই বেটার অপশন খুঁজে। এইটাই থিউরি। ধরেন আপনার সাথে গল্প করে কেউ আরাম পায়। হঠাৎ দেখবেন সে আর আপনারে নক দিচ্ছে না। তার মানে সে আপনার চেয়ে বেটার কাউকে পেয়ে গেছে। যে আপনার থেকেও কোয়ালিটিফুল কোম্পানি দিতে পারে।
আপনার সৌন্দর্য দেখে কেউ প্রেমে পড়ছে। হঠাৎ যদি দেখেন সে আপনারে ইগনোর করছে, তারমানে সে আপনার চেয়েও সুন্দর কাউকে পেয়ে গেছে।
আপনার ঝকঝকা তকতকা ক্যারিয়ার দেখে কেউ আপনার সাথে রিলেশন করছে। হঠাৎ যদি দেখেন সে আপনারে পাত্তা দিচ্ছে না তারমানে আপনার চেয়ে যোগ্যতাসম্পন্ন কাউকে সে পেয়ে গেছে।
এইটাই রিয়েলিটি। এবং এইটাই একমাত্র থিউরি। এর বাইরে গিয়ে সমস্ত নিয়ম ভেঙে কেউ যদি আপনার মাঝে আটকে যায় এইটাকে ডিফাইন করার মত থিউরি বিজ্ঞান এখনও আবিস্কার করতে পারেনাই।

28/02/2024

তুমি যদি একটা ভার্সিটি পড়ুয়া মেয়ে হও, বিশেষত থার্ড কী ফোর্থ ইয়ারের, তাহলে তোমার এই মুহুর্তে অনেক জরুরি একটা কাজ করা উচিৎ -

ভালো কোনো অনুষ্ঠানে পরার জন্য তুলে রাখা শখের জামাটা এই মুহুর্তে বের করে, আইরন করে, সকালে ক্যাম্পাসে পরে যাও, সাথে ইচ্ছেমতো সাজগোজ কর।

ক্লাস শেষে ক্যাম্পাসের আনাচে-কানাচে ছোটো, মাঠে হেলান দিয়ে বসে থাকো, পুকুরে পা ডুবিয়ে বসো, সুইমিংপুলে বান্ধবীদের সাথে ঝাপাঝাপি কর, দিনশেষে ঝাল ঝাল ফুচকা খেয়ে চোখমুখ লাল করে বাসায় যাও।

একটা টিউশন একটু পোস্টপোন কর, বন্ধুদের সাথে থাকো, ঘুরে বেড়াও, গান গাও, জমিয়ে আড্ডা দাও।

গরম, ভাল্লাগে না, এসব ছুতো না দিয়ে, বান্ধবীদের সাথে সক্কাল সক্কাল শাড়ি পরে বের হও, অনেক সাজো, ছবি তোলো, আঁচল মেলে ভিডিও কর।

রাস্তার ধার থেকে, রঙিন একটা ওড়না কেনো, একশো ডজন চুরি কেনো, টিপ কেনো, চব্বিশটা পায়েল কেনো।

টাকা নেই, সময় নেই বলে বাদ দেয়া প্ল্যানগুলো, ট্যুরগুলো, এক্সিকিউট করো, সমুদ্রের ধারে সারারাত দুঃখবিলাস কর, এক চাদর দিয়ে জড়াজড়ি করে বসে ভুতের গল্প বল।

আজকে না, কালকে, বলে বলে বাদ দেয়া স্টেওভারটা দাও। সারারাত আইস্ক্রিম খেতে খেতে ডাম্ব শারাড খেলো, ভোরের ক্লাসটা বাদ দাও লাগলে।

যেই বন্ধুর আজকে তোমার থেকে ইমোশনাল সাপোর্ট খুব দরকার, তাকে একটু সময় দাও, জরুরি কাজ আসবে যাবে, এই প্রয়োজন আর আসবে না।

প্রচুর বই পড়ো, উপন্যাসের বই। মুভি দেখো, সিরিজ দেখো।

ভার্সিটিতে একদল বলবে স্কিল ডেভেলপ করতে, একদল বলবে গ্রেড তুলতে, কিন্তু ভার্সিটি লাইফ থেকে কিছু নিয়ে যাওয়ার কথা কেউ বলবে না। এরপরে মাথা ভরবে, সিভি ভরবে, কিন্তু মন রয়ে যাবে খালি।

একটা সময় সব হবে বলতে বলতে সময় পেরিয়ে যায়, কিন্তু একটা সময় আর আসে না।
লেখা:সাদিয়া তাসমিয়া

28/02/2024

বাবা মানে পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বশীল ব্যক্তি যে নিজের সব কিছু উৎসর্গ করে, পরিবার কে সুখে রাখে।বাবা আমাদের জীবনের বাস্তবিক সুপার হিরো !বাবাটা হচ্ছে লাইফ সাপোর্ট ,যেকোনো সন্তানের জীবনে সবচেয়ে বড় পাওয়ার মধ্যে একটা হচ্ছে বাবা..
I love you বাবা ❤️‍🔥❤️‍🩹❤️💞

28/02/2024

স্ত্রী: আজ আসতে এত রাত হলো যে,

স্বামী..................

স্ত্রী: কথা বলছো না যে

স্বামী:তোর কী মনে হয়?

আমি মেয়ে নিয়ে ঘুরতে গেছি হে নাকি অফিসে ঘুমাইছি

১টা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবো এত সন্দেহ যখন হয় আছিস কেন আমার কাছে?

চলে যেতে পারস না? কেন আছিস আমার কাছে?

স্ত্রী:.....😶😶😶😶😶!

স্বামী: কী? চুপ করে আছি‌স কেন?

ওহ এখন বলবি যে আমাকে বাপের বাড়ি দিয়ে এসো?

ওকে রেডি হ দিয়ে আসি

স্ত্রী: আপনাকে রাগলে লাল টমেটুর মত লাগে

আর আপনি রেগে গেলে কথা বলার সময় চোখ ২টো কী টানাটানা হয়ে যায় বাপ রে

স্বামী: এতক্ষন কাকে বকলাম আমি?

স্ত্রী: আপনার বউকে

স্বামী:সরি মাথাটা বেশিই গরম হয়ে গেছিলো

স্ত্রী:জী বুঝতে পারছি আজ আমার টমেটু তার কাজে অনেক চাপ ছিলো...

তার পেটে অনেক ক্ষুদা...

তাই কানেই কাছে মশার মত পু পু পু করাতে ঘরে বিস ফরন হয়েছে

এখন এ-ই রাগকে ভাত..গোসল..ঘুম..এ মিটাতে পারবে

স্বামী:পাগলী একটা,,,

স্ত্রী: চলুন এখন গোসল করে আসুন আমারও ক্ষুধা লাগছে বাপরে পেটের ভিতর ইদুর গুলি

লাথি মারছে একটু পর ভূমিকম্প শুরু হয়ে যাবে

স্বামী: এখন থামো আর পারছিনা

স্ত্রী:😝😝😝😝

স্বামী: Love you Pagli

স্ত্রী:Love you 2হাজার

🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা আসলে ছেলে মানুষ কাজে থেকে আসলে তাদের মাথা গরম হয়ে থাকে....

আর তারা রেগে গেলে চুপ থাকুন তাহলে আর ঝগড়া অশান্তি সৃষ্টি হবে না ইনশাআল্লাহ

স্বামী স্ত্রী তো এমন হয়া উচিত একজন পানি আরেক জন আগুন🍀??🍀
স্বামীর রাগ হলে স্ত্রীর উচিত চুপ থাকা❤️
#অনুগল্প #সমাপ্ত

28/02/2024

মেয়েদের হ্যাঁ মানে না, আবার না মানে না, আবার না মানে হ্যাঁ, আবার হ্যাঁ মানে হ্যাঁ।🙂

28/02/2024

🪄🦋🖤যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে,
হোক সেটা জিনিসপত্র বা সম্পর্ক 😊🦋🥀

28/02/2024

ছেলেরা খুব বেশি স্টাইলিশ, মডার্ণ, ওয়েস্টার্ন লাভার মেয়েদের প্রেমে পড়ে না সহজে। এমন মেয়েদের উপর ছেলেরা বড়জোর কয়েকঘন্টার জন্যে ক্রা'শ খায় কিংবা এমনি সুন্দর লাগে জাস্ট।
ছেলেরা সবচেয়ে বেশি দু'র্ব'ল হয় স্মার্ট, সরল, হালকা মেকাপ করে, চিন্তাভাবনা 'সুন্দর, হাঁটা চলা সুন্দর, কথা বলার স্টাইল সুন্দর এবং নরমাল বাঙালী আউটফিটে থাকা মেয়েদের প্রতি। বাঙালী যেকোনো ছেলেই এমন মেয়েদের প্রেমে পড়ে যায় খুব সহজে। ছেলেদের কাছে এমন একটা মেয়ে আর হলিউডের নায়িকাদের মতো দেখতে দশটা মেয়েও কিছু না। 🌸💜

27/02/2024

একজন প্রবাসীর লেখা,,,,!

বাপ হইয়া আমি নিজেরে কেমনে ক্ষমা করি?
ছুটি কাটায়ে দেশ থেকে আসার তিন মাস পরে জানলাম, আমি নাকি বাপ হবো! ফোনে খবরটা দিতে গিয়ে বউডা আমার লজ্জায় মইরা যাইতেছিলো। ছেলে হইবো নাকি মেয়ে- এই নিয়ে রোজ খুনসুটি করতাম দুইজনে। ইচ্ছা করতো, চাকরি বাকরি সব ফালায়ে এক্ষণই দেশের বিমানে উইঠা বসি, চইলা যাই বউয়ের কাছে।

কিন্ত সেটা করলে তো নতুন মেহমানরে না খেয়ে থাকা লাগবে। কোম্পানীতে বলে রাখলাম ছুটির কথা। তাদের আবার নিয়ম, একবার ছুটি কাটানোর এক বছর পার হওয়ার আগে আবার ছুটি নেয়া যায় না। হিসাব করে দেখলাম, বাচ্চার বয়স দুইমাস হইলে পরে আমি দেশে যাইতে পারব।

জুন মাসে আমার মেয়েটা দুনিয়ার আলো দেখলো, ভিডিও কলে আমিও দেখলাম আমার মায়েরে। আকিকা দিয়া নাম রাখা হইলো লামিয়া। আগস্টের শেষ সপ্তায় দেশে আসবো, ছুটি পাইলাম পনেরো দিনের, বিমানের টিকেটও করা শেষ। মেয়ের জন্যে কি কিনবো, মেয়ের মায়েরে কি উপহার দিব সেই চিন্তায় পেরেশান হয়ে আছি, কারো বুদ্ধিই মনে ধরে না।

ঢাকায় তখন ডেঙ্গু ছড়াইতেছে, হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি। আমি তখনও কিছু জানি না, নিজের চিন্তায় ব্যস্ত। একদিন ফোনে বউ বললো, মেয়েটার নাকি জ্বর দুইদিন ধরে। ডেঙ্গুর কথা মাথায়ও আনি নাই, এই সর্বনাশা ঘাতক যে ঢাকা থেকে এতদূরে গিয়া হাজির হবে, কে জানতো? বউরে বললাম, ডাক্তার দেখাইতে। আরও একদিন গেল, শুনলাম জ্বর নামছে, কিন্ত বাচ্চার খাওয়াদাওয়া বন্ধ, শরীর খুব দুর্বল, কান্নাকাটিও করে না।

একদিন পরে শুনি, আমার মেয়েটার নাকি ডেঙ্গু হইছে, তারে ভর্তি করা হইছে হাসপাতালে! আমার মাথার উপরে যেন গোটা আসমান ভাইঙ্গা পড়লো, দুনিয়াটা ছোট হইয়া আসলো এক মূহুর্তে! দেড়মাসের বাচ্চাটা যখন হাসপাতালে যুদ্ধ করতেসে ডেঙ্গুর সাথে, আমি তখন কাতারে যুদ্ধ করতেসি প্লেনের টিকেট আগায়ে আনার জন্যে।

অফিসে জানাইলাম, ছুটি না আগাইলে আমি চাকরি ছাইড়া দিব। মেয়ের চাইতে দামী কিছু আমার কাছে নাই। তারা রাজী হইলো। তিনদিন পরের টিকেটও ম্যানেজ করে ফেললাম। আর তিন-চারটা দিন পরেই আমি আমার মেয়েটারে কোলে নিতে পারবো! ফোনে খবর পাই, মেয়ের অবস্থা নাকি ভালো না, তারে আইসিইউতে রাখা হইছে। আমার কাছে প্রতিটা মিনিটরে তখন একেকটা দিনের সমান লম্বা মনে হয়!

যেদিন প্লেনে উঠবো, তার আগেরদিন ফোনটা আসলো। মেয়েটা আমার মারা গেছে, ডেঙ্গুর সাথে যুদ্ধ করে কুলায়ে উঠতে পারে নাই মা আমার। ফোনে আমি শুধু বললাম, আমার বউটারে একটু দেখে রাই

27/02/2024

লাখ টাকা কাবিনের বিয়ে টিকে না 🙈
তোমরা কি ভাবো
তোমাদের ফ্রি মেসেঞ্জারের প্রেম টিকে যাবে 😁🙄

27/02/2024

"মা ৬ বছর হলো বিদেশ এসেছি। এখন দেশে ফিরে যেতে চাই আমি।

-দেশে এসে কি করবি শুনি। এর চেয়ে আরো কয়েক বছর বিদেশে থাক পরবর্তীতে আসিস।

-প্লিজজজ মা আর থাকতে চাইনা।

-আশ্চর্য তুই দেশে এসে কি করবি সেইটা বুঝতেছি না।

-কি করবো মানে' তোমাদের প্রতিমাসে ৭০ হাজার টাকা করে পাঠাই এই ছয় বছরে অনেক টাকা হয়েছ। এখন গিয়ে ব‍্যবসা করবো।

-তোর কোন টাকা নেই।

-মানে।

-মানুষের কাছে থেকে টাকা ধার নিয়ে তোকে বিদশ পাঠাইছি তাদেরকে দিতেই সব শেষ। আবার তোর ভাইটারে নতুন গাড়ি কিনে দিয়েছি। ছোট্ট বোনটাকে বিয়ে দিয়েছি।

-কি বলো মা। ছোট্ট বোনটার বিয়ে দিয়ে আমি জানিনা।

-তোকে বলিনাই মন খারাপ করবি বলে। এখন ফোন রাখতেছি তুই কাজ কর।

-তোমার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করতেছে একটু বলিনা কথা মা।

-কথা বললে কাজ হবেনা তার। মন দিয়ে কাজ কর এই মাসে অনেক টাকার দরকার।

-মা তোমাকে দেখতে খুব ইচ্ছে করতেছে।

-নাটক বন্ধ কর।

-সত‍্যি মা নাটক করতেছি না। সেই ৬ বছর আগে তোমার মুখটা দেখেছিলাম।

-তাতে কি হয়েছে।

-দেশে ফিরে যাই সবার সঙ্গে দেখাশুনা করে আবার নাহয় ফিরে আসবো আমি।

-এই ফোন রাখলাম তোর এইসব ফাউল কথা শুনার সময় আমার কাছে নাই।

'কথাটি বলেই মা ফোনটি কেটে দেয়' যা দেখে ছেলেটি অঝরে কান্না করতে থাকে'

'এর পরে ছেলেটি দুঃখো ভরাকান্ত মন নিয়ে রাস্তার পাশে দিয়ে হেটে হেটে কাজে যাচ্ছিলো। এমন সময় একটি মাল বাহি ট্রাক এসে তার উপর দিয়ে চলে যায়। এবং সেখানেই ছেলেটি মারা যায়।

'কিছু লোক তার ফোনটি বের করে সেই মায়ের নাম্বারে কল দেয়, ফোনটি রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আওয়াজ আসে।

-এই কু'ত্তা'র বাচ্ছা তোকে বলছিনা এখন দেশে আসা হবেনা। আরো অনেক টাকার দরকার আমাদের। ফোন কেটে দিয়ে কাজ কর।

'এই সব শুনে লোকটি বলে'

-চাচি আপনার এই কু'ত্তা'র বাচ্ছাটি আর এই পৃথিবীতে নেই। একটি ট্রাক তার উপর দিয়ে চলে গিয়েছে। আপনার টাকার মেশিনটা চিরতরের জন্যে নষ্ট হয়ে গিয়েছে।

-কি বল্লেন।

-হ‍্যাঁ আপনার সন্তান মারা গিয়েছে। আমরা তার লাশটি দেশে পাঠাই দিতেছি। যদি পারেন রিসিভ করিয়েন আল্লাহ্ হাফেজ।

"লোকটির কথা শুনেই মা চিৎকার করে কান্না করতে থাকে। আর বলে আল্লাহ্ আমার সন্তান কে ফিরাই দাও।

"আহারে প্রবাস জীবন। পরিবারের মানুষ শুধুমাত্র টাকাই খোজে' এটা জানতে চায়না সে কেমন আছে। কেমন যাচ্ছে তার দিন।
"আর যাই হোক তাদের একটু মানসিক শান্তি দিয়েন?

অনুগল্প: #প্রবাস_জীবন

#অনুগল্প
এইটা গল্প

27/02/2024

খোঁজ নিলে হয়তো দেখবেন আপনি কারো কাছেই 'অতোটা স্পেশাল' না! 💔

27/02/2024

বয়ফ্রেন্ড না থাকার সুবিধা:

১. আপনি যখন যেখানে খুশি যেতে পারবেন। কোনোরকম এক্সট্রা পারমিশনের দরকার নেই।

২.আপনি আপনার ইচ্ছে মতো কাপড়- চোপড় পড়তে পারবেন। কেউ এসে বলবে না এটা পড়বানা ওটা পড়ো।

৩.আপনি আপনার পছন্দ মতো ছেলে মেয়েকে নির্বিশেষে বন্ধু বানাতে পারবেন। বয়ফ্রেন্ডের এপ্রুভাল লাগবে না।

৪. আপনি সুন্দর সুন্দর ছেলেদের আপনার ফেসবুকে এড দিতে পারবেন, তাদের সাথে কথা বলতে পারবেন, তাদের ইগ্নোর করতে পারবেন, তাদের আনফ্রেন্ড করতে পারবেন, এমনকি ব্লক করতেও পারবেন,কিন্তু সেটা শুধু আপনার ইচ্ছায়।

৫. আপনার বয়ফ্রেন্ডের চোখে সুন্দর লাগানোর জন্য আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে না। আপনি যা ইচ্ছে তাই খেতে পারবেন।

৬. বয়ফ্রেন্ডের জন্য কোনো টাকা জমাতে হবে না। নিজের টাকা নিজে খুশি মতো উড়াবেন।

৭.ফেসবুকে সিঙ্গেল স্ট্যাটাস দিতে পারবেন।

৮. নিজের পছন্দ মতো ছবি আপলোড দিতে পারবেন।

৯.রাতে একাকী কান্না করতে হবে না।

১০.পরীক্ষার আগের দিনে কেউ আপনার মুড খারাপ করবে না, ফলে পরিক্ষা ভালো হবে।

তাই- সিঙ্গেল- থাকুন
নিজেকে -মানসিকভাবে- সুস্থ - রাখুন....!!

কিছু অপেক্ষা একান্তই, কাউকে বলা যায় না!
27/02/2024

কিছু অপেক্ষা একান্তই, কাউকে বলা যায় না!

Address

Sirajganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abrar Wasif Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abrar Wasif Rakib:

Share


Other Convenience Stores in Dhaka

Show All

You may also like