11/08/2019
একটু ভাবুন তো.....
বাংলাদেশে একটা ছেলে ফিজিকালি,সেক্সুয়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই। আর
মেয়েরা ১৫ এর আগেই।
সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮, ছেলেদের ২১। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম, ছেলেদের চাকরির বয়স সীমা ৩০/৩২। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭।
গড় আয়ু যদি ৬৫ হয়, তাহলে ৩২ বছর বয়স পর্জন্ত সে অন্যের টাকায় চলবে, এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।
যে ছেলেটা সেক্সুয়ালি এডাল্ট হইলো ১৭ তে, সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।
এই ১৫ বছর সে কি করবে???
'?' পাড়ায় যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাতে দাত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে???
কতটুকু পসিবল!! লজিক্যালি কতটুকু পসিবল!!! বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস???
এই দেশে মদ বিক্রি নিসিদ্ধ না, কিন্তু মদ সহ ধরা পড়লে পুলিশ কে চা পানি খাওয়াইতে হয়,
এই দেশে পাড়া এলাউড, কিন্তু ধরা পড়লে আবার পুলিশ কে ঘুস দিতে হয়।
একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের খুধা মিটানোর জন্য। যেহেতু আমরা জীব, পাথর না,তাই আমাদের শারীরিক চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে???
আপনি বা কেউ কি বিশ্বাস করেন যে, কেউ অপেক্ষা করে?
অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে, মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে ।
পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে, সবই এই সমাজ জানে, একসেপ্ট করে, এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত । এসবই আমরা মেনে নিচ্ছি, শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পর্জন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না ।
আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জীবনী পড়েন,দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে, ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি ততদিন অপেক্ষা করবেন? কোন মেয়ের বাবা কী অপেক্ষা করবে তাদের সাথে মেয়ে বিয়ে দেবার জন্য???
আমাদের পিতামাতারা সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন, খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না, সেটা হইলো বিয়ে । পাত্র ভালো চাকরি করে, না দেখে উনারা বিয়ে দেন না । অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও ।
"বউ কে খাওয়াবি কি ? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাধা ।
বউ কি হাতি!! নাকি ঘোড়া!! তার তো হাঙ্গরের মত খাবার লাগে না দৈনিক তাইনা???
বিসিএস দিয়ে ৩৩ বছর বয়সে, নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে ।
নিজের পায়ে ঠিক ঠাক দাড়াতে দাড়াতে ,অন্যকিছু পঙ্গু হয়ে যাবে না তো???
কিছু ভাষা খারাপ করার জন্য ক্ষমা করবেন।
collected