সফিক টেলিকম এন্ড কনফেকশনারী

  • Home
  • Dhaka
  • সফিক টেলিকম এন্ড কনফেকশনারী

সফিক টেলিকম এন্ড কনফেকশনারী ভেদরগঞ্জ বাজার পূর্ব মাথা, পৌরসভা অফি? ভেদরগঞ্জ বাজার পূর্ব মাথা, পৌরসভা অফিস সংলগ্ন, ভেদরগঞ্জ, শরীয়তপুর
(3)

20/10/2019
11/08/2019

একটু ভাবুন তো.....
বাংলাদেশে একটা ছেলে ফিজিকালি,সেক্সুয়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই। আর
মেয়েরা ১৫ এর আগেই।
সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮, ছেলেদের ২১। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম, ছেলেদের চাকরির বয়স সীমা ৩০/৩২। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭।
গড় আয়ু যদি ৬৫ হয়, তাহলে ৩২ বছর বয়স পর্জন্ত সে অন্যের টাকায় চলবে, এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।
যে ছেলেটা সেক্সুয়ালি এডাল্ট হইলো ১৭ তে, সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।
এই ১৫ বছর সে কি করবে???
'?' পাড়ায় যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাতে দাত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে???
কতটুকু পসিবল!! লজিক্যালি কতটুকু পসিবল!!! বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস???
এই দেশে মদ বিক্রি নিসিদ্ধ না, কিন্তু মদ সহ ধরা পড়লে পুলিশ কে চা পানি খাওয়াইতে হয়,
এই দেশে পাড়া এলাউড, কিন্তু ধরা পড়লে আবার পুলিশ কে ঘুস দিতে হয়।
একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের খুধা মিটানোর জন্য। যেহেতু আমরা জীব, পাথর না,তাই আমাদের শারীরিক চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে???
আপনি বা কেউ কি বিশ্বাস করেন যে, কেউ অপেক্ষা করে?
অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে, মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে ।
পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে, সবই এই সমাজ জানে, একসেপ্ট করে, এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত । এসবই আমরা মেনে নিচ্ছি, শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পর্জন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না ।
আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জীবনী পড়েন,দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে, ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি ততদিন অপেক্ষা করবেন? কোন মেয়ের বাবা কী অপেক্ষা করবে তাদের সাথে মেয়ে বিয়ে দেবার জন্য???
আমাদের পিতামাতারা সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন, খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না, সেটা হইলো বিয়ে । পাত্র ভালো চাকরি করে, না দেখে উনারা বিয়ে দেন না । অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও ।
"বউ কে খাওয়াবি কি ? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাধা ।
বউ কি হাতি!! নাকি ঘোড়া!! তার তো হাঙ্গরের মত খাবার লাগে না দৈনিক তাইনা???
বিসিএস দিয়ে ৩৩ বছর বয়সে, নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে ।
নিজের পায়ে ঠিক ঠাক দাড়াতে দাড়াতে ,অন্যকিছু পঙ্গু হয়ে যাবে না তো???
কিছু ভাষা খারাপ করার জন্য ক্ষমা করবেন।
collected

চালের কেজি ২২ টাকাগরুর গোস্ত কেজি ১৮০ টাকাগ্যাসের দুই চুলা ২৫০ টাকাবিদ্যুৎ প্রতি ইউনিট ১.৬০ পয়সাব্যাংকে ২৮০০০০ টাকা প্রয...
11/08/2019

চালের কেজি ২২ টাকা
গরুর গোস্ত কেজি ১৮০ টাকা
গ্যাসের দুই চুলা ২৫০ টাকা
বিদ্যুৎ প্রতি ইউনিট ১.৬০ পয়সা
ব্যাংকে ২৮০০০০ টাকা প্রযন্ত Tax Free.
পলিথিন নিষিদ্ধ অভিযান
নকল মুক্ত পরিক্ষা সফল মাইলফলক
বৃক্ষরোপণ অভিযান ছিল
যুব উন্নয়ন প্রশিক্ষণ ছিল
মধ্যপ্রাচ্যে শ্রমিক যাচ্ছিল...!!

ইহা ঈশাখার আমলে নয়, ইহা ২০০৬ সালের চিত্র। যখন বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ছিল না, তখন এই চিত্র ছিল বাংলাদেশে...!!

আর ২০১৯ সালে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে, তখন নতুন বাজেট থেকে আবার 100 টাকা মোবাইল রিচার্জে কথা বলা যাবে 73 টাকা, বাকি 27 টাকা নিবে সরকার।
অা‌গেও নিত 23 টাকা।
‌প্রি‌পেইড মিটার বু‌য়েট থে‌কে 2700 টাকায় না কি‌নে কিনলাম ইন্ডিয়া থে‌কে 5000 টাকা ক‌রে, তার অাবার কো‌নো গ্যারা‌ন্টি ওয়া‌রেন্ট‌ি নেই।
ধান বাংলা‌দেশের কৃষকরা ন্যায্য দাম না পে‌য়ে পু‌ড়ি‌য়ে দি‌চ্ছে, অার কৃ‌ষি মন্ত্রী বল‌ছে প্রয়জ‌নের তুলনায় ধান বেশী উৎপাদন হই‌ছে, কিন্তু অতপর অামরা দেখ‌তে পাচ্ছি ইন্ডিয়া থে‌কে হাজার হাজার টন চাল অামদা‌নি হ‌চ্ছে।
অামরা সাধারন জনগন এক বোতল গ্যাস 12 লিটার কিন‌ছি ১১০০ থে‌কে ১২০০ টাকা দি‌য়ে কিন্তু পা‌শের দেশ ইন্ডিয়া অামা‌দের দেশ থে‌কে গ্যাস অামদা‌নি ক‌রে সেখা‌নের মানুষ কিন‌ছে 12 লিটার গ্যাস 450 থে‌কে 500 রু‌পি‌তে,
বিদ্যুৎ কেন্দ্রে বা‌লি‌শের দাম 9000 হাজার টাকা উঠা‌নোর খরচ 750 টাকা।
কৃ‌ষি অফি‌সের একটি অ‌ফি‌সের এক বছ‌রের অফি‌সিয়াল খরচ নব্বই কো‌টি টাকা। কিন্তু কৃষক না‌ খে‌য়ে মর‌ছে।

‌সম‌য়ের সা‌থে সা‌থে দ্রব্যমূ‌ল্যের দাম বাড়াটা স্বাভাা‌বিক। কিন্তু প্র‌ত্যেকটা জি‌নি‌সের কর অাকাশচু‌ম্বি করাটা সাধারন মানু‌ষের ভোগা‌ন্তি, অামর‌া সেটাও মে‌নে নি‌তে রা‌জি অা‌ছি য‌দিনা সেটা দি‌য়ে দে‌শের উন্নয়ন সা‌ধিত হয়।
বর্তমান বাংলা‌দেশ এখন উন্নয়‌নের মহাসড়‌কে, তা‌তে অামা‌দের কো‌নো অাপ‌ত্তি নেই, উন্নয়ন কে ই বা না চায়, কিন্তু সাধারন জনগ‌নের গলা কে‌টে উন্নয়ন সম্ভব না। সাধারণ মানুষ এখন খাদের কিনারায়...!
প্র‌ত্যেকটা সেক্ট‌রে জোচ্চু‌রি চল‌ছে। চল‌ছে দি‌নে দুপু‌রে লুট। অামা‌দের সাধারন জনগ‌নের রক্ত পা‌নি ক‌রে ঘাম জরা‌নো টাকার মূল্য ঘুষ‌খোর দালাল‌দের কা‌ছে কিছুই না। জবাব দি‌হি করার জন্য লোক অা‌ছে ঠিক ই কিন্তু জবাব‌দি‌হি করার সি‌ষ্টেম টা ই উঠে গে‌ছে। অ‌নিয়ম ই যেন অাজ নিয়ম হ‌য়ে দা‌ড়ি‌য়ে‌ছে।
ত‌বে অার না রূ‌খে দাড়া‌তে হ‌বে অামা‌দের সকল‌কে,
‌নি‌তে হ‌বে অামা‌দের কর দেওয়া প্র‌ত্যেক‌টি টাকার হি‌সেব। বা‌জেট হ‌তে হ‌বে সচ্ছ। জনগ‌নের প্র‌তেক‌টি টাকা খর‌চের হি‌সেব জনগন‌কে দি‌তে হ‌বে।
অামা‌দের দে‌শের উন্নয়ন হ‌বে কিন্তু অামা‌দের ক‌ষ্টের উপর্য‌নের টাকার ট্যাক্স নি‌য়ে তা দি‌য়ে ইচ্ছে মত খরচ কর‌বে ৫০ টাকার বা‌লিশ ৯০০০ হাজার টাকায় কিন‌বে এটা‌তো অামরা মে‌নে নিব না, অামা‌দের ক‌ষ্টের টাকায় ঘুষ‌খোর দালালেরা ব্যাংক ভর‌বে অার অামা‌দের উপর গলাকাটা ট্যাক্স চা‌পি‌য়ে দি‌বে এটাও অামরা মে‌নে নিব না। প্র‌তিবাদ হোক সকল অন্যা‌য়ের বিরু‌দ্ধে, অামা‌দের সক‌লের স্লোগান হোক একটা ই
অামা‌দের টাকার হি‌সেব দাও স্বচ্ছ বা‌জেট কর, গলাকাটা ট্যাক্স বৃ‌দ্ধি বন্ধ কর।

জনগন বাঁচাও, দেশ বাঁচাও
নিরীহ বাংলাদেশ...🇧🇩

20/02/2018
26.06.2017 আমার দোকানে তোলা পিক.../।
19/02/2018

26.06.2017 আমার দোকানে তোলা পিক.../।

24/01/2018

হাজার অবহেলার পরেও তোমারি ঠিকানায় ফিরে ফিরে আসি। হয়তো তোমায় অনেক ভালোবাসি।

Address

Bhedarganj, Shariatpur, Dhaka
Dhaka
8030

Telephone

+8801720055422

Website

Alerts

Be the first to know and let us send you an email when সফিক টেলিকম এন্ড কনফেকশনারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সফিক টেলিকম এন্ড কনফেকশনারী:

Share