True Talk For Humanity

True Talk For Humanity This page for Publish Islamic and News

হামাস কে সকল প্রকার সহায়তা করা আমি মনে করি সকল মুসলিম এর ইমানি দায়িত্ব।
09/10/2023

হামাস কে সকল প্রকার সহায়তা করা আমি মনে করি সকল মুসলিম এর ইমানি দায়িত্ব।

18/09/2023
যারা গত১৩ বৎসর B.A.L লুটপাট এর সাথে জড়িত ছিলো বা নুন্যতম সুবিধা নিয়েচে তারা আজ মহা বিপদে আছে। পিছে বাশ ডুকালেও বলতে হবে ...
15/09/2023

যারা গত১৩ বৎসর B.A.L লুটপাট এর সাথে জড়িত ছিলো বা নুন্যতম সুবিধা নিয়েচে তারা আজ মহা বিপদে আছে। পিছে বাশ ডুকালেও বলতে হবে জয় বাংগা বল্টু। উপরের আদেশ বলে কথা😂😂😂😂

https://youtu.be/Z9ahDHuaMOY?si=02W0bNsC3u4840Ma
13/09/2023

https://youtu.be/Z9ahDHuaMOY?si=02W0bNsC3u4840Ma

আমাদের প্রতিদিনের টকশো বা অন্যান্য শো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে "বেল আইকনটি" দাবিয়ে রাখুন । যোগাযোগ করতে...

🤣🤣🤣🤣🤣🤣
09/09/2023

🤣🤣🤣🤣🤣🤣

যে কোনও সভ্য দেশে এ ধরণের কেলেংকারির খবর ফাঁস হলে সরকার ক্ষমতা ছেড়ে বিদায় নিতো! কিন্তু বাংলাদেশের বর্তমান ক্ষমতা.....

হটাও হাসিনা বাচাও দেশ, এ আমার স্বাধীন দেশ। রাক্ষসী
30/07/2023

হটাও হাসিনা বাচাও দেশ, এ আমার স্বাধীন দেশ। রাক্ষসী

https://youtu.be/aNanRQ_7mQg
20/07/2023

https://youtu.be/aNanRQ_7mQg

In Bangladesh, tens of thousands of supporters of the main opposition party are demanding the removal of Prime Minister Sheikh Hasina ahead of elections expe...

ভোট শেষে কমিশন বিবৃতি দিলো... " বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণ।"এই প্রসঙ্গে একটা পুরনো গল্পের কথা...
20/07/2023

ভোট শেষে কমিশন বিবৃতি দিলো...

" বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণ।"

এই প্রসঙ্গে একটা পুরনো গল্পের কথা মনে পড়ে গেল.....

আগেকার দিনে দূর-দূরান্ত থেকে অনেক মানুষই কলকাতায় চাকরি করতে এসে মেসে থাকতেন। কেউ সপ্তাহে কেউবা মাসে একবার বাড়ি যেতেন। এক ভদ্রলোক এক-মাস বাড়ি যাননি, একদিন সকালে তার গ্রামের বাড়ির চাকর এসে হাজির।

ভদ্রলোক :- কিরে তুই হঠাৎ, ওদিকের সব খবর ভালো তো?

চাকর:- হ্যাঁ বাবু, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব ভালো।
বাবু :- বিচ্ছিন্ন ঘটনা, কি হয়েছে ?

চাকর :- তেমন কিছু নয়, শুধু ওই কোদালটা ভোঁতা হয়ে গেছে।

বাবু :- তা কোদালটা ভোঁতা হল কি করে?

চাকর :- কোদালের আর দোষ কি বলেন, গ্রামের বাইরে ওই পাথুরে মাটি কোপানো কি কোদালের কাজ?

বাবু :- তুই খামোখা পাথুরে মাটি কোপাতে গেলি কেন ?

চাকর:- খামোখা কেন হবে, আপনিতো বলেছিলেন লালি, আপনার পেয়ারের ঘোড়াটা মরলে যেন ওকে ভাগাড়ে না ফেলে কবর দেওয়া হয়।

বাবু :- কি বললি? লালি মারা গেছে ? তিন বছরের ঘোড়া মরল কি করে?

চাকর :- তিন বছরের তো কি হলো, আপনার অত বড় ফলন্ত আমগাছটা কাটছিলাম, আর ঘোড়াটা সেই সময় গাছের নিচে এসে দাঁড়ালো, আর গাছটা পড

ক্যান্সার আক্রান্ত বারো বছরের মেয়েটাকে ডাক্তার আদর করে জিজ্ঞেস করলেন, 'বড় হয়ে কি হতে চাও মা?'মেয়েটি বললো, "বড় হওয...
15/05/2023

ক্যান্সার আক্রান্ত বারো বছরের মেয়েটাকে ডাক্তার আদর করে জিজ্ঞেস করলেন, 'বড় হয়ে কি হতে চাও মা?'
মেয়েটি বললো, "বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই"।
স্বপ্নের কত রঙ! আকাঙ্ক্ষার কত আঙ্গিক! বাঁচার আকুতি কত হৃদয়বিদারক!
হাত বিহীন মানুষটার স্বপ্নের কেন্দ্রবিন্দু যদি আমার হাতগুলো ঠিক থাকতো!
পা ছাড়া লোকের সাধ তো একটাই - যদি একদিন চলতে পারতাম সবার মতই।
অন্ধের স্বপ্ন যদি একটাবারের জন্য দেখতে পারতাম দুনিয়ার রঙ!!
আর বোবার সব আকাঙ্ক্ষা যেন একটু কথা বলতে পারলেই পূরণ হতো!!
মেধাবীর বাবা মা যখন সন্তান গোল্ডেন না পাওয়ার কারণে বকাঝকা করছে, তখন শত বুদ্ধিপ্রতিবন্ধী সন্তানকে ঘিরে তাদের বাবা মায়ের স্বপ্ন, ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, সে শুধুমাত্র স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আপাতত এটুকুই!
আইসিইউ-র ভেতরের মানুষটা শুধু একটাবার কাঁচের দরজার এপাশে বেরুতে চায়!
আপনি যখন লিখাটা পড়ছেন, ঠিক এই মূহুর্তে মৃত্যুশয্যায় হাজারো মুমূর্ষের আর একটা মাত্র নিঃশ্বাস নেয়ার হাহাকার!
এ হাহাকার দুনিয়ার শত ডিপ্রেশনকে ভুলিয়ে দেয়!
শীতের রাতে ফুটপাত, বাসস্টপ কিংবা রেলস্টেশনে মানুষের রাত্রি যাপন করার দৃশ্য বস্তিবাসীদের কষ্টও ভুলিয়ে দেয়। দিনশেষে তার একটু মাথাগোঁজার ঠাঁইটুকুন রয়েছে, এদের সেটাও নেই!
আপনার গ্রামের সবচেয়ে বড়লোক, শহরের উঁচু দালান দেখে নিজেকে হতভাগ্য ভাবেন!
দুনিয়া ধোঁকার বস্তু, কখনো কাউকে তৃপ্ত করবে না! যেন হাওয়াই মিঠাই!!
আপনি যত অপূর্ণতায় ভোগেন, ভেবে দেখবেন, 'আপনার সৃষ্টিকর্তা আপনাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে এখনো স্বপ্ন।'
যে চোখ দিয়ে পড়ছেন, অনেকের সেই চোখে আলো নেই। তিনবেলা পেটপুরে খেয়ে, ভালো জামাকাপড় পরে, স্বাচ্ছন্দ্যে দুনিয়ার। জমিনে চলতে পেরে, সুস্থ থেকেও যদি আপনি বলেন ডিপ্রেশনে আছেন, বেঁচে থাকতে ভালো লাগছে না বলেন, তাহলে আপনি জেনে বুঝে
সৃস্টিকর্তাকে দোষারোপ করছেন!
আত্মহত্যা মহাপাপ মনে হয় এই কারণেই!
কিন্তু সমস্যা একটাই- আমরা শুধু অন্যের সুখটাই দেখি!! আর সেটিই বোধহয় আমাদের আসল অসুখ!!!!
সংগৃহীত

কার কার সাথে এমন বন্ধু ছিলো😂😂😂😂😂
07/05/2023

কার কার সাথে এমন বন্ধু ছিলো😂😂😂😂😂

ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি ❓সেটা আমি জানি।আপনি ভাবছেন,এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই। এরাযেখানে আছে, সেটা তাদের জায়গা...
01/05/2023

ছবিটা দেখার পর কি ভাবছেন আপনি ❓
সেটা আমি জানি।
আপনি ভাবছেন,
এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই। এরা
যেখানে আছে, সেটা তাদের জায়গা নয়।
মানে তারা ভুল জায়গায় আছে।
যদি পেন্সিলের সাথে শার্পনারটা থাকতো,
আর নাটের সাথে স্ক্রু'টা থাকতো তাহলে মানাতো।
যদি তেমনটা থাকতো তাহলে কি হতো?
শার্পনারটা পেন্সিলকে একটু একটু করে নিঃশেষ করে ফেলতো। আর নাট'টা স্ক্রুটাকে এমনভাবে পেঁচিয়ে রাখতো, নাট'টার জীবন ওখানেই আটকে যেতো। না পারতো সে সামনে যেতে, না পারতো সে পেছনে যেতে।
পেন্সিলের জীবনটা শেষ হয়ে যেতো,
স্ক্রু'র জীবনটাও থেমে যেতো।
আসলে মাঝে মধ্যে জীবনে চলার পথে আমরা যেটাকে নিজেদের সাথে মানাবে বা খাপখাবে বলে ভাবি বা গ্রহণ করি, সেটাই কদাচিৎ আমাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয়।
মাঝেমধ্যে মানানসই জিনিসটাই সবচাইতে বেমানান ও ক্ষতির কারণ। তাই মাঝেমধ্যে বেমানানের সাথে মানিয়ে নিয়ে চলতে শিখুন।😊

©️

https://youtu.be/aVxG7K1PGHM
07/04/2023

https://youtu.be/aVxG7K1PGHM

When Bangladesh’s men in black arrive, usually late at night, it’s like death has come knocking on your door: Bangladesh’s Rapid Action Battalion (RAB) is an...

https://youtu.be/myvnG9fSU5Y
11/01/2023

https://youtu.be/myvnG9fSU5Y

আমাকে অনেকে বলেন রাষ্ট্রনায়ক হিসেবে খালেদা জিয়া আর শেখ হাসিনার তুলনামূলক আলোচনা করার। এভাবে তুলনা করা খুব মুশকি....

30/12/2022
https://youtu.be/OREmRD7qK48
08/12/2022

https://youtu.be/OREmRD7qK48

At least one person has been killed after police in Bangladesh fired tear gas and rubber-coated steel bullets at thousands of opposition supporters, ahead of...

07/12/2022

পুলিশ বড় মাদার ** আমার টাকা খায় আমার ভাইদের উপর গুলি করে😠😠😠😠😠😠

https://youtu.be/oHCEg4JHBu0
07/12/2022

https://youtu.be/oHCEg4JHBu0

পার্টি অফিসে ঢুকতে দেয়া হচ্ছে না ফখরুলকে!

https://youtu.be/7GOSBAGUg3k
04/11/2022

https://youtu.be/7GOSBAGUg3k

তনু হ/ত্যার ভয়াবহ তথ্য ফা'স | Elias Hossain এর মত অনুসন্ধানি নিউজ | Sumon mahmud | 15 minutes

সূত্র বাংলাদেশের ব্যাংক
04/11/2022

সূত্র বাংলাদেশের ব্যাংক

👌 ১.  মা ৯  মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান। তবুও কেন  #বাবা পিছিয়ে আছেন তা জানেন না। ২।  মা বিনা বে...
03/11/2022

👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান। তবুও কেন #বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি * সালাম জানাই পৃথিবীর সকল বাবা দেরকে!!
🇺🇸🇧🇩

https://youtu.be/0-as-OOWep4
05/10/2022

https://youtu.be/0-as-OOWep4

অপরাধ না করেও ১৬ জন নিরীহ মানুষের ফাঁসি! পুলিশ অফিসার বনজ কুমারের মুখোশ ফাঁস ডা: ফয়জুল হক

৬ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে ড্রিল মেশিন দিয়ে পেট ফুটো করে দেওয়ার ভয় দেখিয়ে মিথ্যা ১৬৪ দ্বারায় -স্বীকারোক্তি আদায় করেছে ...
04/10/2022

৬ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে ড্রিল মেশিন দিয়ে পেট ফুটো করে দেওয়ার ভয় দেখিয়ে মিথ্যা ১৬৪ দ্বারায় -স্বীকারোক্তি আদায় করেছে পিবিআই।
-
নিজের অনাগত সন্তানকে বাঁচাতে এক মা নিজের গলায় ফাঁসির দড়ি জড়িতে নিতে রাজি হয়। সেই সন্তান জেলে বসেই জন্ম নিয়েছে। আহ! কি নির্মমতা! 😪😪😪
-
নুসরাত হত্যাকাণ্ড নিয়ে ইলিয়াস হোসেনের প্রতিবেদন আমার বুকের ভিতর হাহাকার ছড়িয়ে দিচ্ছে 😪😪😪। অধিকতর তদন্ত দাবি করছি। 😪😪😪 এই মহীয়সী নারীকে নিয়েও আমরা কত খারাপ ভাষায় পোস্ট করেছিলাম। আজ নিজেকে বড্ড অপরাধী মনে হয়। 😪😪😪😪
-
হে বোন আপনি আমাদের ক্ষমা করুন।

রাশিয়ান এক জাদুকর মহিলার দেড় ঘন্টা লম্বা  TV interview দেখছিলাম। মহিলার নাম Zhanna Kushnir, সেখানে সে জাদু নিয়ে তার বিভি...
03/10/2022

রাশিয়ান এক জাদুকর মহিলার দেড় ঘন্টা লম্বা TV interview দেখছিলাম। মহিলার নাম Zhanna Kushnir, সেখানে সে জাদু নিয়ে তার বিভিন্ন অভিজ্ঞতা আর কন্সেপ্ট নিয়ে কথা বলেছে।
(ভিডিও লিঙ্ক https://m.youtube.com/watch?v=gli2H5zjUF8&t=4854s&ab_channel=ALLATRATVInternational)

কাদের উপর জাদু কাজ করেনা এই প্রসংগে বলতে গিয়ে ১ঘন্টা ১৯ তম মিনিট থেকে পরবর্তী প্রায় দুই মিনিট যে কথাগুলো সে বলেছে তার সারাংশ অনেকটা এমন-

"মুসলিমদেরকে প্রভাবিত করা(জাদু দিয়ে) খুবই কঠিন। তারা সার্বক্ষণিক তাদের God এর সাথে কানেকটেড থাকে। তারা নিয়মিতভাবে নামায পড়ে। তারা অনেকটা অদৃশ্য ডোমের মধ্যে আবদ্ধ থাকে....এ কারনে একজন True Muslim কে প্রভাবিত করা খুবই কঠিন।"

জাদু নিক্ষেপের জন্য ভিক্টিমকে খুজে পাওয়ার ক্ষেত্রে তিনি বলেন, একজন সত্যিকারের মুসলিমের ক্ষেত্রে তিনি তাকে খুজে পাননা। তার সামনে থেকে সে অদৃশ্য হয়ে যায়।

মুসলিম কাউকে জাদু নিক্ষেপের ক্ষেত্রে সেই মহিলা আরও বলেন-
"আমি জাদুর সময় অনেক চেষ্টা করেও সফল হতে পারিনা। কিছু একটা আছে যা আমাকে আমার জাদু সম্পন্ন করতে বাধা দেয়।

কিছু ক্ষেত্রে এমন হয় যে আমি একজন অমুসলিমকে খুব ভালোভাবে কল্পনায় আনতে পারি। এটা আমার জাদুর মাধ্যমে। অন্যদিকে একজন মুসলিম এর ক্ষেত্রে আমি সেটা পারিনা।

এবং তার কোন ছবি যদি আমার হাতেও থাকে এবং আমি সেটা দেখে কল্পনায় আঁকতে চাই আমি তা পারিনা। তখন বুঝতে পারি এই ব্যাক্তিটি নিরাপদ।"

এরপর উপস্থাপক প্রশ্ন করলেন-এটা কি শুধুই মুসলিমদের জন্য?

উত্তরে তিনি বললেন- হ্যা
সুবহানআল্লাহ!
اِنَّہٗ لَیۡسَ لَہٗ سُلۡطٰنٌ عَلَی الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَلٰی رَبِّہِمۡ یَتَوَکَّلُوۡنَ
Indeed, there is for him no authority over those who have believed and rely upon their Lord.(Qur'An-16:99)

(Shams Al Rifat)
https://m.youtube.com/watch?v=gli2H5zjUF8&t=4854s&ab_channel=ALLATRATVInternational

Zhanna Kushnir — “the one who knows” — gave a special interview for the Shadow Control project, in the section Behind the Veil of Magic Secrets. As long ago...

কে বলে ছাত্রলীগ সিগারেট খায়? কমদামি জিনিস ছাত্রলীগ খায়না, ছাত্রলীগ বাবা খায়🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🥰 https://youtu.be/Qxumf_2kK_U
22/09/2022

কে বলে ছাত্রলীগ সিগারেট খায়? কমদামি জিনিস ছাত্রলীগ খায়না, ছাত্রলীগ বাবা খায়🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🥰 https://youtu.be/Qxumf_2kK_U

আবারও আলোচনায় বরগুনা ছাত্রলীগ। এবার বেতাগী উপজেলা ছাত্রলীগ সভাপতির মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল সামাজিক যোগায...

১৯৭১ ভারতীয় কিছু আর্মি বাংলাদেশের সাহায্য করার নামে এসেছিলো, তখন তারা কিছু অবৈধ বীর্য বাংলাদেশ রেখেগিয়েছে, আর অই গুলো বর...
13/09/2022

১৯৭১ ভারতীয় কিছু আর্মি বাংলাদেশের সাহায্য করার নামে এসেছিলো, তখন তারা কিছু অবৈধ বীর্য বাংলাদেশ রেখেগিয়েছে, আর অই গুলো বর্তমানে সারা বাংলাদেশে চরিয়ে চিটিয়ে আছে, এই গুলো চেনার উপায় হলো, তাদের সামনে ভারতের বিরুদ্ধে বলবেন দেখবেন তাদের চেতনা দাঁড়িয়ে গেছে🤪🤪🤪🤪🤪

10/09/2022

বেশি বেশি করে হুন্ডিতে টাকা পাঠান যত দিন প্রবাসীদের প্রাপ্য প্রবাসী বাংলাদেশিরা বুঝে না পাবেন।

10/09/2022

সোনার বাংলা🤪🤪🤪🤩🤩🤩

09/09/2022

লীগ মানে ধান্দা বিশেষ করে (BAL)🤪🤪🤪🤪🤪🤪🤪

এই মাসের সেরাপোষ্ট
09/09/2022

এই মাসের সেরাপোষ্ট

Address

Chittagong
Cumilla
3500

Telephone

+17192472683

Website

Alerts

Be the first to know and let us send you an email when True Talk For Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to True Talk For Humanity:

Videos

Share

Category

Nearby convenience stores


Other Newsstands in Cumilla

Show All