কাট্টলীর সংবাদ

কাট্টলীর সংবাদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কাট্টলীর সংবাদ, Newsstand, colonel zones Road, Cornell hat, Chittagong.

 #গুরুত্বপূর্ণআমাদের সকলের একটি মাত্র খেলার মাঠ ছিল গোল মাঠ। এই মাঠে খেলে অনেকে শৈশব পার করেছেন। কিন্তু মাঠটা নাই আজ বছর...
05/06/2024

#গুরুত্বপূর্ণ
আমাদের সকলের একটি মাত্র খেলার মাঠ ছিল গোল মাঠ। এই মাঠে খেলে অনেকে শৈশব পার করেছেন। কিন্তু মাঠটা নাই আজ বছর তিনেক হচ্ছে। বন বিভাগের স্বার্থ জড়িত কাজের জন্য মাটটি হারাতে হলো। অথচ স্থানীয় জনপ্রতিনিদের নির্বাচনী ইশতেহার ছিল খেলার মাঠ করে দিবে। কিন্তু নির্বাচনে জেতার পর কি দেখলাম খেলার মাঠ তো করতে পারল না বরংচ যে একটা মাঠ (গোল মাঠ) ছিল সেটাও ধ্বংস করে দিল। কারো কোন নজরদারিও নাই, তদারকিও নাই কিংবা বন বিভাগকে যে একটি অনুরোধ করবে মাঠটি ঠিক রাখার জন্য সেটিও করে নাই। সেদিন অনেক ক্রীড়া প্রেমীরা মানববন্ধন করেছিল মাঠটি ঠিক রাখার জন্য। তাতেও কোন জনপ্রতিনিধি সহানুভূতি কিংবা সহযোগিতা করেনি । লুকিয়ে লুকিয়ে তামাশা দেখছে। এর উপযুক্ত জবাব এবার নির্বাচনে তরুণ প্রজন্মকে দিতে হবে।

 #গুরুত্বপূর্ণআমাদের সকলের একটি মাত্র খেলার মাঠ ছিল গোল মাঠ। এই মাঠে খেলে অনেকে শৈশব পার করেছেন। কিন্তু মাঠটা নাই আজ বছর...
05/06/2024

#গুরুত্বপূর্ণ
আমাদের সকলের একটি মাত্র খেলার মাঠ ছিল গোল মাঠ। এই মাঠে খেলে অনেকে শৈশব পার করেছেন। কিন্তু মাঠটা নাই আজ বছর তিনেক হচ্ছে। বন বিভাগের স্বার্থ জড়িত কাজের জন্য মাটটি হারাতে হলো। অথচ স্থানীয় জনপ্রতিনিদের নির্বাচনী ইশতেহার ছিল খেলার মাঠ করে দিবে। কিন্তু নির্বাচনে জেতার পর কি দেখলাম খেলার মাঠ তো করতে পারল না বরংচ যে একটা মাঠ (গোল মাঠ) ছিল সেটাও ধ্বংস করে দিল। কারো কোন নজরদারিও নাই, তদারকিও নাই কিংবা বন বিভাগকে যে একটি অনুরোধ করবে মাঠটি ঠিক রাখার জন্য সেটিও করে নাই। সেদিন অনেক ক্রীড়া প্রেমীরা মানববন্ধন করেছিল মাঠটি ঠিক রাখার জন্য। তাতেও কোন জনপ্রতিনিধি সহানুভূতি কিংবা সহযোগিতা করেনি । লুকিয়ে লুকিয়ে তামাশা দেখছে। এর উপযুক্ত জবাব এবার নির্বাচনে তরুণ প্রজন্মকে দিতে হবে।

কোন দল হবে "টিম অফ কাটলী"প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্ত কাট্টলী বাড়ি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ ...
01/03/2024

কোন দল হবে "টিম অফ কাটলী"
প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্ত কাট্টলী বাড়ি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করতে পারবে প্রতিটা বাড়ির বাসিন্দারা এবং খেলতে হবে নিজের বাড়ির হয়ে।

01/03/2024

কাট্টলীর জাতীয় সমস্যা এই সুপেয় ওয়াশা পানি। কত লেখালেখি, কত প্রতিবাদ, কত অনুরোধ। কারো নজরে আনছেনা এ বিষয়টি। প্রতিনিধিরা দেখেও না দেখার ভান করে বসে আছে যেন তাদের কোন দায়িত্ব নেই। অথচ সামান্য কিছু হলে অভিনন্দন এর ঠেলায় ঠিকা যায় না। উপর আল্লাহ জানে কখন মুক্তি পাবে এই বন্দিদশা থেকে।

কাট্টলীবাসী এখন আর প্রতিবাদ করে না। দেখলেও এখন না দেখার ভান করে চলে যায়। কেননা সকলে জানে প্রতিনিধিদের দায়িত্বহীনতা আর ...
15/02/2024

কাট্টলীবাসী এখন আর প্রতিবাদ করে না। দেখলেও এখন না দেখার ভান করে চলে যায়। কেননা সকলে জানে প্রতিনিধিদের দায়িত্বহীনতা আর উদাসীনতা। বললেও কোন কাজে আসে না। তাই এখন হজম করতে শিখে গেছে। এইভাবে চলছে কাট্টলী। চলুক। মা বাবা বিহীন এতিম কাট্টলীর রাস্তা যে আছে এটাই অনেক বড় কিছু।

06/01/2024
14/10/2023
অপরাজনীতির স্বীকার  #চিন্ময়ের_মুক্তি_চাইচিম্ময় উত্তর কাট্টলীর ঈশান মহাজন সড়কের একজন প্রতিবাদী, পরোপকারী,  যুবকের নাম।যে...
25/08/2023

অপরাজনীতির স্বীকার
#চিন্ময়ের_মুক্তি_চাই

চিম্ময় উত্তর কাট্টলীর ঈশান মহাজন সড়কের একজন প্রতিবাদী, পরোপকারী, যুবকের নাম।

যেকোন মানুষ তার কাছ থেকে সহযোগিতা চাইলে সে ঝাঁপিয়ে পড়ে। সেজন্য অনেক সময় আমি বকাঝকাও করি। কিন্তু কে শুনে কার কথা! তার বাবা প্রয়াত চন্দন দত্তের রক্ততো তার শরীরে।

আমরা এবং তার বাবা করোনার সময় ঈশান মহাজন সড়কে প্রথম ব্যাক্তি যিনি ব্যাক্তি উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ শুরু করে। যাঁর সামনে কোন অন্যায় করলে তিনি প্রথম প্রতিবাদ করতেন এবং অসংখ্য মানুষকে উপকার করেছেন।

কিন্তু ভাগ্যের নির্মমতায় করোনার ভয়াল থাবায় অকালে চলে যান চন্দন কাকা । বাবাকে হারিয়েও সে করোনার সময় বহু মানুষকে মেডিকেলে সেবা সহ অর্থনৈতিক সহযোগিতা করেছেন।

তেমন একজন যুবকের বিরুদ্ধে ঘুম থেকে উঠে শুনলাম সে চাঁদাবাজ।
যার নামে থানায় কোন দিন কোন ধরনের একটা অভিযোগ/ জিডি নেই। কোন ধরনের মামলা নাই সে কিনা একদিনে চাঁদাবাজ। সাধারণত এলাকায় কোন গণ্ডগোল হলে লোকাল প্রশাসন জানার কথা অথবা ৯৯৯ ফোন করার কথা। যদি কোন প্রকার গোলাগুলি হতো অথবা হত্যা হতো বা কোন বড় ধরনের অপরাধ সংঘটিত হতো। তাহলে মেনে নেওয়া যেতো। লোকাল প্রশাসন পারছে না তাই রেপিড একশন বেটেলিয়ান আসছে। আসলে যাঁরা কাজটি ঘটিয়েছে তারা পরিকল্পিত তা সবাই দেরিতে হলেও বুঝে উঠতে পারছে।

চিম্ময়কে কখনো ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক পোস্ট ব্যবহার করতে দেখি নাই। দলের এই পোস্টের উপরে যাদের রাখা হয়েছে অনেকের চেয়ে চিম্ময়ের গ্রহণ যোগ্যতা অনেক বেশী এটা ওরাও জানে। এমনকি থানা বা মহানগরেরেরও অনেক পদবীধারী নেতার চেয়ে চিম্ময়ের গ্রহণযোগ্যতা ঈর্ষণীয়। ছাত্রলীগ গ্রুপিংয়ের বশবর্তী হয়ে অতি উৎসাহী হয়ে বহিস্কার পদক্ষেপ নিয়েছে। আদালতের কোন রায় হয় নাই। তাই ছাত্রলীগের এহেন কর্মকান্ড প্রশ্নবিদ্ধ। ঈশান মহাজন সড়কের কোন নেতৃবৃন্দের মতামত কি নেওয়া হয়েছে?

প্রাথমিক তদন্ত না করেই ছাত্রলীগ কি করে সাংগঠনিক ব্যাবস্থা নেয়? আর তার বিরুদ্ধে ওয়ার্ড বা থানার সিনিয়র নেতৃবৃন্দের কি কোনো মতামত নেওয়া হয়েছে?

© টুনটু দাশ বিজয়

Address

Colonel Zones Road, Cornell Hat
Chittagong
4217

Telephone

01756210310

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাট্টলীর সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category