05/06/2024
#গুরুত্বপূর্ণ
আমাদের সকলের একটি মাত্র খেলার মাঠ ছিল গোল মাঠ। এই মাঠে খেলে অনেকে শৈশব পার করেছেন। কিন্তু মাঠটা নাই আজ বছর তিনেক হচ্ছে। বন বিভাগের স্বার্থ জড়িত কাজের জন্য মাটটি হারাতে হলো। অথচ স্থানীয় জনপ্রতিনিদের নির্বাচনী ইশতেহার ছিল খেলার মাঠ করে দিবে। কিন্তু নির্বাচনে জেতার পর কি দেখলাম খেলার মাঠ তো করতে পারল না বরংচ যে একটা মাঠ (গোল মাঠ) ছিল সেটাও ধ্বংস করে দিল। কারো কোন নজরদারিও নাই, তদারকিও নাই কিংবা বন বিভাগকে যে একটি অনুরোধ করবে মাঠটি ঠিক রাখার জন্য সেটিও করে নাই। সেদিন অনেক ক্রীড়া প্রেমীরা মানববন্ধন করেছিল মাঠটি ঠিক রাখার জন্য। তাতেও কোন জনপ্রতিনিধি সহানুভূতি কিংবা সহযোগিতা করেনি । লুকিয়ে লুকিয়ে তামাশা দেখছে। এর উপযুক্ত জবাব এবার নির্বাচনে তরুণ প্রজন্মকে দিতে হবে।