Dapfcl CBA

Dapfcl CBA শ্রমিক কর্মচারীর ন্যায় সংগত অধিকার আ?
(3)

-প্রারম্ভিকা-
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরের অদূরে কর্ণফুলি নদীর কূলঘেষে আনোয়ারা থানার রাঙ্গাদিয়ায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিঃ-এর আবর্তে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ০১/০৫/২০০১ইং তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ডিএপি ফার্টিলাইজার প্রজেক্ট কার্যক্রমের সূচনা করেন । পরবর্তীতে ১২/০৯/২০০৬ইং তারিখে শুভ উদ্

ভোধনের মধ্যে দিয়ে বার্ষিক ৫,২৮,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতার ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিঃ আনুষ্ঠানিকতার সাথে বাণিজ্যিকভাবে উৎপাদন কার্যক্রম আরম্ভ হয় ।

গত ০৬/০৬/২০০৬ইং তারিখ টিআইসিআই থেকে ইনপ্লান্ট ট্রেনিং-এ প্রেরিত কিছু সংখ্যক শিক্ষানবীশ শ্রমিকের দ্বারা বাণিজ্যিক উৎপাদনে যাওয়া এই কারখানাটিতে বিসিআইসি’র অন্যান্য কারখানার তুলনায় শ্রমিক কর্মচারীদেরকে মৌলিক অধিকারসহ নানান দিক (আর্থিক, সামাজিক, আবাসিক, জীবনমান ) সুবিধা থেকে কর্তৃপক্ষ বঞ্চিত করতে থাকেন । কর্তৃপক্ষের শোষণ বঞ্চনা থেকে পরিত্রান এবং উত্তরনের জন্য ৮৬ জন শ্রমিক কর্মচারীকে সদস্য করে জনাব মোঃ রুকুন্নদ্দিন এবং জনাব মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর নের্তৃত্ত্বে নিম্নবর্ণিত ৮ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাতা কার্যকরী কমিটির সমন্বয়ে গঠন করা হয় “‌ডিএপিএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং - চট্ট-২৪৭২” ।

প্রতিষ্ঠাতা কার্যকরী কমিটি:-
১। মুহাম্মদ রুকুন্নুদ্দিন, সভাপতি ।
২। মোঃ বাহার উদ্দিন, কার্যকরী সভাপতি ।
৩। মেসবাহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ।
৪। মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ।
৫। মোঃ জিয়াউর রহমান, সহ সাধারণ সম্পাদক ।
৬। মোঃ কিয়া মুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ।
৭। মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক ।
৮। মোঃ জসীম উদ্দিন, অর্থ সম্পাদক ।


-২য় কার্যকরী কমিটি-

ডিএপিএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা নের্তৃবৃন্দের পরিচালনায় শ্রমিক কর্মচারীগন আলোর মুখ না দেখলেও ট্রেড ইউনিয়নের অঙ্কুরোদগম ঠিকই হয়েগিয়েছিল । তারই ধারবাহিকতায় ০৭/০২/২০০৯ইং তারিখ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত নিম্নবর্ণিত কার্যকরী কমিটি ইউনিয়নের দায়িত্বভার গ্রহন করেন ।

কার্যকরী কমিটি:-
১। মুহাম্মদ রুকুন্নুদ্দিন, সভাপতি ।
২। মোঃ কিয়াম উদ্দিন, কার্যকরী সভাপতি ।
৩। মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক ।
৪। এ কে এম গোলাম কবির, যুগ্ম সম্পাদক ।
৫। মোঃ জসীম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ।
৬। মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ।
৭। মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক ।
৮। মাসুদ জাহাঙ্গীর, অর্থ সম্পাদক ।
৯। মোঃ আক্তারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য ।
১০। জাহেদুল আলম, কার্যনির্বাহী সদস্য ।

উক্ত কার্যকরী কমিটি’র সাধারণ সম্পাদক জনাব বাহার উদ্দিন - এর বলিষ্ঠ নের্তৃত্ব’র কারণে ডিএপিএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং–২৪৭২ মাথা তোলে দাড়ায় । তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ শ্রমিক কর্মচারী ফেডারেশন, রেজিঃ নং-বি-২১৪৪ প্রতিষ্ঠায় জনাব এম কামাল উদ্দিন, সভাপতি, টিএসপিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন-কে পূর্ণ সহযোগীতা করেন এবং উক্ত ফেডারেশনের আন্তরজাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচত হন । ফেডারেশনের সুযোগ্য সভাপতি জনাব এম কামাল উদ্দিনের একান্ত সহযোগীতায় এবং জনাব বাহার উদ্দিনের বলিষ্ঠ নেতৃত্বে ডিএপিএফসিএল-এ দীর্ঘ্য দিনের প্রতিক্ষিত প্রজেক্ট এলাউন্স, উৎসাহ বোনাস, শ্রমিক কর্মচারীদের প্রমোশনসহ টুকিটাকি নানান সুবিধা আদায় করতে সক্ষম হন । এ সময় উক্ত কার্যকরী কমিটিতে জনাব বাহার উদ্দিনের সাথে জনাব মাসুদ জাহাঙ্গীর, অর্থ সম্পাদক; জনাব মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক এবং জনাব মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন ।


-৩য় কার্যকরী কমিটি-

গত ২৯/০১/২০১২ ইং তরিখে ডিএপিএফসিএল-এর শ্রমিক কর্মচারীগন বিপুল উৎসাহ-উদ্দিপনা, আশা-আকাঙ্খা নিয়ে প্রত্যেক্ষ ভোটে নিম্নোক্ত কার্যকারী কমিটি নির্বাচিত করেন ।

কার্যকরী কমিটি:-
১। মোঃ ইছমাইল খাঁন, সভাপতি ।
২। মোঃ আবু জাহের, কার্যকরী সভাপতি ।
৩। মোঃ আনোয়ার শাহাদাৎ, সাধারণ সম্পাদক ।
৪। মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক ।
৫। মোঃ রাকিবুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক ।
৬। মোঃ সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক ।
৭। মোঃ আবছার, দপ্তর সম্পাদক ।
৮। মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক ।
৯। মোঃ সাদিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য ।
১০। মোঃ নুর আলম, কার্যনির্বাহী সদস্য ।

উক্ত কমিটি’র সভাপতি জনাব ইছমাইল খাঁন এবং সাধারণ সম্পাদক জনাব আনোয়ার শাহাদাৎ-এর অদূরদর্শীতা, ট্রেড ইউনিয়ন সম্পর্কে অজ্ঞতা, উপর্যুপরি ভুল সিদ্ধান্ত এবং নিজেদের মধ্যে সমন্বয়হীনতা’র দুরুন ইউনিয়নের পুরো কার্যক্রম মূখ থোবড়ে পরে । এছাড়াও তারা লোভ লালসার বসবর্তী হয়ে শ্রমিক কর্মচারীর নানাবিধ মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে ঘুষ, চাঁদাবাজী, জোর –জুলুম, অত্যাচার-নিপীড়ন করতে থাকেন । তারা ক্ষমতার অপব্যবহার করে শ্রমিক কর্মচারীদের নানাভাবে হয়রানীতে ফেলেন । এমত পরিস্থিতিতে শ্রমিক কর্মচারীগন কিংকর্তব্যবিমূঢ় অবস্থার মধ্যে পরেন এবং সুযোগ্য নেতৃত্বের অনুসন্ধানে ভিতরে ভিতরে প্রস্তুতি নিতে শুরু করে ।

Address

CUFL
Anowara
4000

Telephone

+8801717625377

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dapfcl CBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share