01/04/2024
CHOLONA GURAY ASHEE
হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৩ নম্বর কেনো ৩০ নম্বর টার্মিনাল উদ্ভোধন করেও কোন লাভ হবেনা!
কেননা সবার আগে এয়ারপোর্টে কর্মরতদের আচরনবিধি শেখানো জরুরি। এয়ারপোর্টের প্রতিটা কর্মকর্তা এবং কর্মচারীদের ভদ্র আচরণ এবং সহযোগীতা মূলক মনোভাব শিখতে হবে।
এয়ারপোর্টের প্রতিটা কর্মচারীদের মনে রাখতে হবে তারা জনগনের সেবক। তাদের বেতনের টাকা আসে দেশের জনগনের ট্যাক্সের টাকায়। তাই নিজেকে রাজা না ভেবে জনগনের সেবক ভাবেন।
বিমানবন্দর দিয়ে যারাই যাতায়াত করবে সবাইকেই একই চোখে দেখুন।
VIP রা কোটি টাকার Tax ফাকি দিয়ে গ্রীন চ্যানেল দিয়ে বের হয়ে যাবে। আর গরিব জনগনকে হয়রানী করবেন। তাদের লাগেজ কেটে কম্বল চুরি করবেন।
যতদিন না এই মনোভাব চেঞ্জ হবে ,ততদিন থার্ড টার্মিনাল ক্যান? ১০০ তম টার্মিনাল উদ্বোধন করেও কোনো লাভ হবেনা।
Collected ©