08/02/2024
ইউপি সদস্যের ভাষ্য, “ক্যাম্প পুনর্দখল কিংবা আরাকান আর্মির ওপর আক্রমণ করার জন্য স্থলপথে এখানে আসার সুযোগ নেই মিয়ানমারের সেনাবাহিনীর। একমাত্র বিমান হামলা চালাতে পারবে তারা।
“সেই কারণে বিমান হামলার আতঙ্ক পেয়ে বসছে সবার মধ্যে। মিয়ানমারের সরকারি বাহিনী হয়ত চুপচাপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের কত কৌশল থাকতে পারে। এত সহজে ছাড় দেবে বলে মনে হয় না।”
একই আতঙ্কের কথা জানান টেকনাফ উপজেলার উত্তর হোয়াইক্যং এলাকার বাসিন্দা মো. শাহাজাহান। তিনি বলেন, “আমাদের সীমান্তের এপারে বেড়িবাঁধ আছে। চারপাশে অনেক ঘনবসতি, ঘরবাড়ি। সবার ভয় বিমান হামলা নিয়ে। এটা নিয়ে সবাই বলাবলি করতেসে।”