Do what you love

  • Home
  • Do what you love

Do what you love DO IT WITH PASSION OR NOT AT ALL

21/01/2025

Unblock

Amader khulna
15/01/2025

Amader khulna

06/01/2025

Good Morning

26/12/2024

আমি বিচ্ছেদ বুঝি না - তবে মাঝে মাঝেই তোমায় খুব বলতে ইচ্ছে করে "I miss you.."

আমি জানি আমাদের আর দেখা হবে না, কথা হবে না। পাশাপাশি বসা হবে না। তোমায় বলা হবে সারাদিনের জমানো কথা গুলো। অপেক্ষা করা হবে না ফোন কলের। দিনের পর দিন যাবে তবু বলা হবে না ' তোমায় খুব প্রয়োজন।"
সব জেনেও অবুঝ মন বুঝতে নারাজ। বড্ড মনে পড়ে তোমায় সময় অসময়। চিৎকার করে বলতে ইচ্ছে করে " বড্ড miss করি তোমায়।"

অলস দুপুরে ছাদের কার্নিশে যখন একা বসে শূন্যতা হাতড়ে বেড়াই - তখন তোমায় বড্ড মনে পড়ে।

সন্ধ্যার আকাশে যখন চাঁদ ওঠে - তোমায় বড্ড মনে পড়ে। বলতে ইচ্ছে করে - দেখো আজকের চাঁদটা কি সুন্দর।

মাঝরাতে হুট করেই যখন বুকে ব্যথা হয় - শুতে পরিনা। শ্বাসকষ্ট হয় । তোমায় বড্ড মনে পড়ে। বলতে ইচ্ছে করে " এই মুহূর্তে বুকের বাঁ পাশটাতে তোমায় খুব দরকার ছিল।"

ঘড়িতে সেকেন্ডের কাঁটা যখন টিক টিক করে - অবুঝ মন হিসেব করে কত দিন হলো তোমায় দেখি না। ঠিক কতগুলো সেকেন্ড তোমার সাথে কথা হয় না।

তোমায় বড্ড মনে পড়ে। দিনের অষ্ট প্রহর, ২৪ ঘণ্টা, ১৪৪০ মিনিট, ৮৬,৪০০ সেকেন্ড এর প্রতিটা মুহূর্তে তোমায় মনে পড়ে নিয়ম করে। বড্ড মনে পড়ে।

মাসে ৩০ দিন , ৭২০ ঘণ্টা, ৪৩,২০০ মিনিট, ২,৫৯২,০০০ সেকেন্ড এর প্রতিটা মুহূর্তে আমার মস্তিষ্কে তুমি থাকো।

যেমন পাখি মিস করে খোলা আকাশ ঠিক তেমন
" I miss you.. Miss you so much 🍅 💝.."

© Do what you 💕❤️💕

26/12/2024

নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে ॥
বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো,
স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে ॥
সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছ তার আছে তব স্নেহ--
নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে।

15/12/2024
Kamon holo Janabe!
11/12/2024

Kamon holo Janabe!

11/12/2024

Missing you my Tomato 🍅

11/12/2024

আমি সব সময় আমার ভাগ্য কে ভয় পাই, কারণ আমার পছন্দের জিনিস বেশি দিন আমার ভাগ্যে থাকে না...!☺️💔

11/12/2024

শূন্যতায় বন্ধি আমি,
তুমি বন্ধি খেয়ালে.
ভাষা গুলো আটকে আছে
নিরবতার দেয়ালে.!💔

11/12/2024

ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে, শুধু মন বাঁচে না।

যার জন্য চোখে ঘুম নেই,সে কত শান্তিতে ঘুমাচ্ছে 😅💔
09/12/2024

যার জন্য চোখে ঘুম নেই,সে কত শান্তিতে ঘুমাচ্ছে 😅💔

30/11/2024

যে ট্রেন আমাকে ছেড়ে চলে গেছে, তার টিকেট এখনো আমার বুক পকেটে!🥀

26/11/2024

সন্ধ্যার আকাশে মিলিয়ে যায় দিনের সকল ব্যস্ততা ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Do what you love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Convenience Store?

Share