26/12/2024
আমি বিচ্ছেদ বুঝি না - তবে মাঝে মাঝেই তোমায় খুব বলতে ইচ্ছে করে "I miss you.."
আমি জানি আমাদের আর দেখা হবে না, কথা হবে না। পাশাপাশি বসা হবে না। তোমায় বলা হবে সারাদিনের জমানো কথা গুলো। অপেক্ষা করা হবে না ফোন কলের। দিনের পর দিন যাবে তবু বলা হবে না ' তোমায় খুব প্রয়োজন।"
সব জেনেও অবুঝ মন বুঝতে নারাজ। বড্ড মনে পড়ে তোমায় সময় অসময়। চিৎকার করে বলতে ইচ্ছে করে " বড্ড miss করি তোমায়।"
অলস দুপুরে ছাদের কার্নিশে যখন একা বসে শূন্যতা হাতড়ে বেড়াই - তখন তোমায় বড্ড মনে পড়ে।
সন্ধ্যার আকাশে যখন চাঁদ ওঠে - তোমায় বড্ড মনে পড়ে। বলতে ইচ্ছে করে - দেখো আজকের চাঁদটা কি সুন্দর।
মাঝরাতে হুট করেই যখন বুকে ব্যথা হয় - শুতে পরিনা। শ্বাসকষ্ট হয় । তোমায় বড্ড মনে পড়ে। বলতে ইচ্ছে করে " এই মুহূর্তে বুকের বাঁ পাশটাতে তোমায় খুব দরকার ছিল।"
ঘড়িতে সেকেন্ডের কাঁটা যখন টিক টিক করে - অবুঝ মন হিসেব করে কত দিন হলো তোমায় দেখি না। ঠিক কতগুলো সেকেন্ড তোমার সাথে কথা হয় না।
তোমায় বড্ড মনে পড়ে। দিনের অষ্ট প্রহর, ২৪ ঘণ্টা, ১৪৪০ মিনিট, ৮৬,৪০০ সেকেন্ড এর প্রতিটা মুহূর্তে তোমায় মনে পড়ে নিয়ম করে। বড্ড মনে পড়ে।
মাসে ৩০ দিন , ৭২০ ঘণ্টা, ৪৩,২০০ মিনিট, ২,৫৯২,০০০ সেকেন্ড এর প্রতিটা মুহূর্তে আমার মস্তিষ্কে তুমি থাকো।
যেমন পাখি মিস করে খোলা আকাশ ঠিক তেমন
" I miss you.. Miss you so much 🍅 💝.."
© Do what you 💕❤️💕