HAQUE SAB - হকসাব

HAQUE SAB - হকসাব মানুষের ভালো চাইতে শিখুন,
সৃষ্টিকর্তা আপনার জীবনে ভালো কিছু এনে দিবে ইনশা-আল্লাহ!🤲💥

ত্রিপুলি,লিবিয়া🇱🇾

Jumma Mubarak❤️
03/01/2025

Jumma Mubarak❤️

01/01/2025

এখন ত্রিপুলিতে,
১ দিনার = ২০ টাকা।
আপনার শহরে কত?

আবারও তিউনিসিয়া সাগরে নৌকা ডুবি। ২ জনের মৃত্যু ও  ১৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে  #তিউনিসিয়ান কোস্টগার্ড। মৃত্যুদের মধ্যে ...
31/12/2024

আবারও তিউনিসিয়া সাগরে নৌকা ডুবি। ২ জনের মৃত্যু ও ১৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে #তিউনিসিয়ান কোস্টগার্ড। মৃত্যুদের মধ্যে একটি ৫ বছরের শিশু।

এজন্যই আমি বারবার লিবিয়ায় আসতে না করি।কারণ অবৈধ এই সাগর বিপদ খুবই বিপদজ্জনক। সর্তক হোন,নিরাপদ থাকুন।

31/12/2024

2025 Bismillah🌼🎉🎊

30/12/2024

গত তিন দিন আগে #মরুতানিয়া থেকে ছেড়ে যাওয়া একটি বোট ৬০ জন অভিবাসী নিয়ে নিখোঁজ। তার কোথায় আছে কেউ তাদের সম্পর্ক বলতে পারতেছে না। আল্লাহ তাদের সহায় হোন।🤲

আলহামদুলিল্লাহ🤲 #ত্রিপোলিতে🇱🇾 নিরাপত্তা অধিদপ্তর সাপোর্ট এজেন্সির টহল ২ জন লিবিয়ান নাগরিককে, পুলিশ অফিসারদের ছদ্মবেশ এব...
30/12/2024

আলহামদুলিল্লাহ🤲
#ত্রিপোলিতে🇱🇾 নিরাপত্তা অধিদপ্তর সাপোর্ট এজেন্সির টহল ২ জন লিবিয়ান নাগরিককে, পুলিশ অফিসারদের ছদ্মবেশ এবং #বাংলাদেশি🇧🇩 ও #আফ্রিকান অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতির জন্য গ্রেফতার করেছে৷ উভয় অভিযুক্তকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে।

গতকাল ইউরোপীয় সংস্থার উদ্ধারকারী জাহাজ  🇩🇪৫৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে। তারা মূলত  #লিবিয়া🇱🇾 থেকে ইতালির উদ্দেশ্যে একটি ...
29/12/2024

গতকাল ইউরোপীয় সংস্থার উদ্ধারকারী জাহাজ 🇩🇪৫৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে। তারা মূলত #লিবিয়া🇱🇾 থেকে ইতালির উদ্দেশ্যে একটি ডাবল ডিস্কের কাঠের বোটে করে যাত্রা শুরু করেছিলো।
📍সবাইলে #ল্যাম্পদুসা🇮🇹 অবতরণ করেছে।

29/12/2024

ইতালি আর যাওয়া হলো না,লবণ পানি খেয়ে বাচতে হয় পাসানের দেশে😭🇱🇾

 #মরোক্কো থেকে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া 80 জনের একটি নৌকা লোক নিয়ে নৌকা 19 ডিসেম্বর ডুবেছিল😭19 ডিসেম্বর একটি  #অভিব...
28/12/2024

#মরোক্কো থেকে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া 80 জনের একটি নৌকা লোক নিয়ে নৌকা 19 ডিসেম্বর ডুবেছিল😭

19 ডিসেম্বর একটি #অভিবাসী নৌকা ডুবে যাওয়ার পর 25 জন #মালিয়ান সহ প্রায় 70 জন নিখোঁজ রয়েছে।

মালিয়ান সরকার ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে, বোটটিতে ৮০ জন অভিবাসীকে বহন করা হয়েছে, যাদের মধ্যে মাত্র ১১ জন বেঁচে আছেন (৯ জন মালিয়ান)।

তাজুরা,ত্রিপুল🇱🇾নিরাপত্তা বাহিনী এলাকার একটি বাড়িতে ডাকাতির জন্য 2 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে।  #লিবিয়া
27/12/2024

তাজুরা,ত্রিপুল🇱🇾

নিরাপত্তা বাহিনী এলাকার একটি বাড়িতে ডাকাতির জন্য 2 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে।

#লিবিয়া

24/12/2024

লিবিয়ায় চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের জাতীয় টিভিতে নিউজ করা খুবই প্রয়োজন!
প্রায় নি:স্ব হয়ে যাচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা!

23/12/2024

৫ জন বাংলাদেশিকে মা**yar ভাসা থেকে উদ্ধার করেছে বেনগাজি সেনাবাহিনী🐅খলিফা হাফতার মিয়া মিয়া💪

23/12/2024

দেখুন ccTv ফুটেজে, স্থানীয় লিবিরা🇱🇾 যাওয়ার পর লিবিয়ান মাফি**yara পালিয়ে যায়। বাংলাদেশ এম্বাসির উচিত বাংলাদেশিদের নিরাপত্তা জনিত কারণ নিয়ে মদিনার পুলিশের সাথে সরাসরি বসে প্রবাসিদের নিরাপত্তা নিশ্চিত করা। সবাই বাংলাদেশ এম্বাসিকে মেনশন করুন🙏

লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ওপর নির্যাতন: এক অবহেলিত বাস্তবতা🥲 #ইসরায়েলের ফিলিস্তিনিদের ওপর অত্যাচার সারা বিশ্ব দেখে, ন...
22/12/2024

লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ওপর নির্যাতন: এক অবহেলিত বাস্তবতা🥲

#ইসরায়েলের ফিলিস্তিনিদের ওপর অত্যাচার সারা বিশ্ব দেখে, নিন্দা জানায়। মুসলিম বিশ্ব মুনাজাতে তাদের জন্য প্রার্থনা করে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের প্রবাসী ভাই-বোনদের প্রতি লিবিয়ায় ঘটে যাওয়া নির্মম নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক মহলে তো বটেই, আমাদের দেশেও সেভাবে আলোচিত হয় না।

সম্প্রতি #লিবিয়ার রাজধানী ত্রিপোলির মদিনায় এক কাপড়ের দোকানে দিনের বেলা প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে তুলে নেয়। এবং পরে ২৫-২৮ লক্ষ টাকার মুক্তিপণ আদায় করতেছে।এই ঘটনাগুলো আমাদের প্রবাসীদের দুর্দশার চিত্র স্পষ্ট করে। জীবিকার সন্ধানে প্রবাসে গিয়ে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। অপহরণ, শারীরিক নির্যাতন, এবং মুক্তিপণের দাবি এখন যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আমাদের দেশের এই পরিশ্রমী মানুষগুলো পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবন বিপন্ন করে কাজ করে চলেছে। অথচ তাদের এই কষ্ট, এই ত্যাগ, এই নির্যাতনের খবর কেউ জানতে চায় না। তাদের বেদনা শুনে আমাদের রাষ্ট্রের করণীয় কী, সেটাও প্রশ্নবিদ্ধ।

আমরা আল্লাহর ওপর ভরসা রাখি। তিনি সর্বোচ্চ ন্যায়ের প্রতীক। তবে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। প্রশাসনের উচিত প্রবাসীদের সুরক্ষা ও তাদের সমস্যাগুলোর প্রতি আরও কার্যকর ভূমিকা রাখা।

আল্লাহ যেন আমাদের প্রবাসীদের নিরাপত্তা দেন এবং আমাদের ওপর হওয়া এই অন্যায়ের বদলা নিজেই নেন।

📌এসো পোস্টি সেয়ার করে বিশ্বকে দেখি দেই।
#লিবিয়াপ্রবাসি #ত্রিপুলি #বাংলাদেশ #অভিবাসি

মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে লিবিয়ান পাসপোর্ট, ইমিগ্রেশন এব...
19/12/2024

মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে লিবিয়ান পাসপোর্ট, ইমিগ্রেশন এবং ফরেনার্স অ্যাফেয়ার্স অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ইউসুফ আবদুল্লাহ মুরাদ এর সাথে বৈঠক করেন। বৈঠকে লিবিয়ার বহির্গমন অধিদপ্তরের পরিচালক (পাসপোর্ট তদন্ত বিভাগ), পরিচালক (কর্মসংস্থান), পরিচালক (জনসংযোগ) এবং দূতাবাসের মিনিস্টার (শ্রম) উপস্থিত ছিলেন। এছাড়াও লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে মান্যবর রাষ্ট্রদূত লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের ভিসা (আকামা) ও বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে তিনি লিবিয়া থেকে ট্রাভেল পারমিট বা নতুন পাসপোর্ট নিয়ে দেশে প্রত্যাবর্তনের জন্য বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) অর্জনের প্রক্রিয়া সহজীকরণের জন্য মহাপরিচালককে অনুরোধ জানান। এছাড়াও আইওএম এর তত্ত্বাবধানে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশি অভিবাসীদের বহির্গমন অনুমতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্নের জন্য মান্যবর রাষ্ট্রদূত অনুরোধ করেন।

পক্ষান্তরে মহাপরিচালক মান্যবর রাষ্ট্রদূত মহোদয় কর্তৃক উত্থাপিত বিষয়সমূহ সহজীকরণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। তিনি বাংলাদেশি নাগরিকদের লিবিয়ায় বৈধভাবে আগমন এবং বর্তমানে কর্মরত কর্মীদের আকামা প্রাপ্তিতে কোন বাধা নেই বলে জানান। বৈঠকে লিবিয়ায় বাংলাদেশিদের অপহরণ রোধ, নিরাপত্তা জোরদার এবং বৈধ কর্মীদের কাজের নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও উভয় পক্ষ লিবিয়ায় অবৈধ অভিবাসন প্রতিরোধ, বৈধ অভিবাসন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণ নিশ্চিতসহ বিভিন্ন জটিলতা নিরসনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়।

ত্রিপিলির বাহিরে যেমন  #সাবহা, #বেনগাজি, #আজদাবিয়া, #বেইদা, #উবারির মতো শহরে কাপড়ের ব্যবসা করেন বা এমন কেউ থাকেন ইনবক্সে...
17/12/2024

ত্রিপিলির বাহিরে যেমন #সাবহা, #বেনগাজি, #আজদাবিয়া, #বেইদা, #উবারির মতো শহরে কাপড়ের ব্যবসা করেন বা এমন কেউ থাকেন ইনবক্সে করবেন প্লিজ।
আপনার জানামতো কেউ করে থাকলে থাকে মেনশন করুন প্লিজ।

Address

Tripoli

Telephone

+218918602006

Website

Alerts

Be the first to know and let us send you an email when HAQUE SAB - হকসাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category