The Gono Misil

  • Home
  • The Gono Misil

The Gono Misil গণমিছিল অনলাইন সংবাদপত্র, পাইকগাছা, খুলনা।

পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত============================গণমিছিল ডেক্সঃঃখ...
10/12/2022

পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
============================
গণমিছিল ডেক্সঃঃ

খুলনার পাইকগাছায় মানবাধিকার উন্নয়ন কেন্দ্র ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ই ডিসেম্বর (শনিবার) সকালে পাইকগাছা প্রেসক্লাবে মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডঃ এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি ও পৌরসভা মানবাধিকার কমিশনের সভাপতি এডঃ অজিত কুমার মন্ডল,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এডঃ প্রধীশ কুমার হালদার , মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দীন রাজা ।

বক্তব্য রাখেন সাংবাদিক বদিউজ্জামান, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল,মানছুর রহমান জাহিদ, খোরশেদ আলম, শাহজামান বাদশা, উজ্জ্বল কুমার দাস, জাকির হোসেন মিন্টু,স্বপন কুমার সরকার, দেবপ্রসাদ মন্ডল, আব্রাহাম সরকার, জিয়াউদ্দিন নায়েব, এম জালাল উদ্দিন প্রমুখ।এ সময় বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

05/12/2022

৬ মোবাইল প্রতারক আটক
ছাড়িয়ে নেয়ার জন্যে লক্ষ্য টাকা নিয়ে ধর্না দিচ্ছে থানায়
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, গত ৪ ঠা ডিসেম্বর সন্ধ্যায় পাইকগাছা থানা পুলিশ পৌরসদরে স্বপনের চায়ের দোকান থেকে মোবাইলে/অনলাইনে প্রতারনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওযার অভিযোগে ৬ জনকে আটক করেছেন।
আটককৃতরা হলেন নুনিয়াপাড়া গ্রামের আকাশ, দীনেশ ও হীরক ছালুবুনিয়া গ্রামের অমিত ঢালী,পশ্চিম কাইনমুখী গ্রামের চিন্ময় ও আমুড়কাটা গ্রামের তপন। সম্প্রতি এরা মোবাইল হ্যাক বা প্রতারনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে বলে এলাকাবাসী জানান। আরও জানা যায়,আটকের পর একটা মহল তাদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে থানায় ধর্না দিচ্ছে।এ বিষয়ে পাইকগাছা থানার এস আই সুকান্তর কাছে জানতে চাইলে তিনি জানান ঘটনা সত্য বাকি কথা জানতে গেলে ওসি সাহেবের কাছে ফোন দেন।

11/11/2022
পাইকগাছা উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় 'স্মার্ট ভিলেজ' প্রজেক্ট তৈরি করে প্রথম স্থান অধিকার করেছে পাইকগাছা সরকারি বাল...
11/11/2022

পাইকগাছা উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় 'স্মার্ট ভিলেজ' প্রজেক্ট তৈরি করে প্রথম স্থান অধিকার করেছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

০১/১১/২০২২ মঙ্গলবার প্রকাশিত গণমিছিল পত্রিকা।
01/11/2022

০১/১১/২০২২ মঙ্গলবার প্রকাশিত গণমিছিল পত্রিকা।

জনসচেতন মূলক পোস্টনীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।করণীয়ঃ✔ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ...
23/10/2022

জনসচেতন মূলক পোস্ট

নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...
'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।

করণীয়ঃ
✔ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলুন।
✔ চোখ লাল হয়ে গেলে জনসমাগম এড়িয়ে চলুন।
✔ চোখে হাত লাগাবেন না।
✔ চোখে পানি দিবেন না।
✔ উজ্জ্বল আলো কিংবা সূর্যালোকে কালো চশমা কিংবা সানগ্লাস ব্যবহার করুন।
✔ চোখের পাতা ফুলে গেলে শুকনো গরম সেঁক দিতে পারেন।
✔ ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড়চোপড়, গ্লাস, প্লেট, গরম পানি দিয়ে ধৌত করুন এবং আলাদা রাখুন।
✔ কোনো অবস্থাতেই ফার্মেসী বা ঔষধের দোকান থেকে নিজে নিজে ঔষধ কিনে ব্যবহার শুরু করবেন না। চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। নিজে নিজে ডাক্তারির ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

সাধারণত জটিল কোনো উপসর্গ না থাকলে ৭-১০দিনের মধ্যেই এটি সেরে যায়।

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?
✔ চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকলে
✔ কেতুরের জন্য চোখ খুলতে অসুবিধা হলে
✔ চোখে পুর্বের চাইতে ঝাপসা দেখলে
✔ চোখে ব্যথা শুরু হলে।
আল্লাহ আমার চোখে সুস্থতা দান করুন ।

23/10/2022

প্রিয় পাইকগাছাবাসী,
ইতোমধ্যে ৪ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাইকগাছা উপজেলার সকল সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকায় প্রস্তুতিমূলক সভা আহবান করা হয়েছে। সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।

মমতাজ বেগম
উপজেলা নির্বাহী কর্মকর্তা
পাইকগাছা, খুলনা।

14/09/2022
14/09/2022

সকল এস.এস. সি. ও সমমানের পরীক্ষার্থীদের শুভ কামনা ও দোয়া রইলো।

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█**মারা গেলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ** তার বয়স হয়েছিলো ৯৬ বছর** স্কটল্যান্ডের প্রাসাদে...
10/09/2022

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
**মারা গেলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ
** তার বয়স হয়েছিলো ৯৬ বছর
** স্কটল্যান্ডের প্রাসাদে মারা যান তিনি
** ৭০ বছর ব্রিটিশ সিংহাসনের দায়িত্ব পালন করেছেন তিনি
** মায়ের মৃত্যুতে ব্রিটিশ সিংহাসনের নতুন রাজা চার্লস
** রানির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

07/09/2022

শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন সাপ্তাহিক ছুটি এখন থেকেই স্থায়ী হচ্ছে।

শিক্ষামন্ত্রী

পাইকগাছায় মৎস্য ঘের জবর-দখলের হুমকির প্রতিবাদে পৌর ছাত্রলীগনেতা জয় ও তার পিতা আ'লীগ নেতা মন্টু'র বিরুদ্ধে সংবাদ সম্মেলন...
03/09/2022

পাইকগাছায় মৎস্য ঘের জবর-দখলের হুমকির প্রতিবাদে পৌর ছাত্রলীগনেতা জয় ও তার পিতা আ'লীগ নেতা মন্টু'র বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
গণমিছিল রিপোর্ট -
খুলনার পাইকগাছা পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফ আহম্মেদ জয় ও তার পিতা আ'লীগ নেতা ইদ্রিসুর রহমান মন্টু'র বিরুদ্ধে মৎস্য ঘের জবর-দখলের হুমকির প্রতিবাদে ও জান মালের নিরাপত্তার দাবিতে সাংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় পাইকগাছা প্রেসক্লাবে তরুন হালদার তার লিখিত সংবাদ সম্মেলনে বলেন, পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জয় ও তার পিতা আওয়ামী লীগ নেতা মন্টু সহ ৩০/৪০ গুন্ডা পান্ডা নিয়ে উপজেলার পূর্ব খড়িয়ার ঢেমসাখালী মৌজায় অবস্হিত তার পিতা দীনেশ চন্দ্র হালদারের স্বত্ব দখলীয় মৎস্য লীজ ঘেরে হামলা,বাসা ভাংচুর,ক্ষতি সাধন, ভয়ভীতি সহ এলাকা ছাড়ার হুমকির প্রতিবাদে এবং জান মালের নিরাপত্তার দাবীতে তিনি সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি লিখিত সংবাদ সম্মেলনে আরো জানান,বাংলাদেশ সরকার যখন দেশকে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছেন এবং বর্তমান সরকার যে সময় দেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের নজীর স্হাপন করে চলেছেন ঠিক সেই সময়ে দলের মধ্যে থাকা তথাকথিত আ'লীগ নেতা ইদ্রিসুর রহমান মন্টু ও তার পুত্র ছাত্রলীগনেতা আরিফ আহম্মেদ জয় আমাদের মত নিরীহ হিন্দু ধর্মের লোকদের জমি ও মৎস্য লীজ ঘের দখল করে বাড়ী ছাড়ার হুমকি দেওয়ার সাহস কোথায় পান? আদালতের দখল ভিত্তিক স্হীতিঅবস্হা বজায় রাখার আদেশ থাকা সত্বেও তা অমান্য করে দখল বিহীন ৬.৫৩একর জমি উপজেলার গোলবুনিয়া গ্রামের জগদীশ সরদারের জমি ৩৪লক্ষ৩১হাজার টাকায় কিনে ৬ঘন্টার মধ্যে দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে আমার মা-বাবাকে অকথ্য ভাষায় গালি গালাজ ও এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন। যার ফলে তিনি কি করবেন, কোথায় যাবেন, তা ভেবে দিশেহারা হয়ে সাংবাদিকের দারস্হ হয়েছেন। তিনি সাংবাদিকের সাহায্য চেয়ে ক্ষতিগ্রস্হকারি পিতা-পুত্রের বিরুদ্ধে দলীয় ব্যবস্হা নিয়ে তিনি তার জান মালের নিরাপত্তা রক্ষা সহ সরকারে ভাবমূর্তি রক্ষার্থে দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষন করে সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

19/08/2022

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা💐
এডঃ এফ এম এ রাজ্জাক
------------------------------------------
সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন। দ্বাপর যুগের শেষ দিকে মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ । হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন ধরাধামে।

ঘটনা ঘটেছে পাইকগাছা উপজেলার সিলেমানপুরে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করেছে আসামীরা।🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹গণিমিছিল রিপোর্ট⏩পাইকগাছা উপজে...
24/05/2022

ঘটনা ঘটেছে পাইকগাছা উপজেলার সিলেমানপুরে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করেছে আসামীরা।
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
গণিমিছিল রিপোর্ট⏩
পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের এম,আর-১৮৫/২২ নম্বর মামলার আসামী সিলেমানপুর গ্রামের আমির আলি গাজী ও জামির আলি গাজী অনেক লোকজন নিয়ে আদালতের দখল ভিত্তিক স্হিতিবস্হা বজার রাখার আদেশ অমান্য করেছে। একই গ্রামের শফিকুল গাজীর দখলী জমি থেকে আজ মঙ্গলবার সকাল ৭ টায় বহু লোকজন নিয়ে প্রায় ১০০ বাঁশ কেটে নেয় ও ঘেরাবেড়া দিতে থাকে তখন শফিকুল বাঁধা দিলে তাকে খুন জখম করতে উদ্যত হয় বলে জানান। নিচে ছবি দেখুন⏬⏬

05/03/2022

ঘুষ গ্রহনের অভিযোগে প্রধান শিক্ষক রমেন্দ্রনাথের বিরুদ্ধে আদালতে মামলা।
------------------------------------------------------------------------------
পাইকগাছার আমুরকাটা রংধনু মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল এর বিরুদ্ধে ঘুষ গ্রহণ এর অভিযোগে আদালতে মামলা। তদন্ত করছে পিবিআই।গত ২ মার্চ উপজেলার নুনিয়াপাড়া গ্রামের জ্যোতিষ মন্ডল এর পুত্র মহাদেব মন্ডল বাদী হয়ে মামলাটি করেছেন।মামলার আইনজীবী এ্যাডঃ এফ এম এ রাজ্জাক জানান মামলার বাদীর পুত্র টুটুলকে দপ্তরি পদে চাকরির জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল এবং সভাপতি অজিত সরদার ৮ লক্ষ টাকা চুক্তিতে প্রধান শিক্ষক অগ্রীম ৩ লক্ষ ও সভাপতি ২ লক্ষ টাকা গ্রহন করেন।পরবর্তীতে তারা টুটুলকে না নিয়ে অন্য একজনকে চাকরিতে নেয়। এ নিয়ে এলাকায় জানাজানি হলে ঘুষের টাকা ফেরত দিতে চায়। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় ক্ষতিগ্রস্থ মহাদেব ইউএনও বরাবর অভিযোগ করেন।তখন সভাপতি তার নেওয়া ২ লক্ষ টাকা ফেরত দেন। পরবর্তীতে প্রধান শিক্ষক কোন টাকা ফেরত না দেওয়ার কারনে বাদী আদালতে মামলা করেছেন।

পাইকগাছা প্রেসক্লাবের ফাউন্ডর কমিটি! সাংবাদিক এ্যাডঃ রাজ্জাক অ্যাওয়ার্ড পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।গণমিশিল ডেক্...
05/02/2022

পাইকগাছা প্রেসক্লাবের ফাউন্ডর কমিটি! সাংবাদিক এ্যাডঃ রাজ্জাক অ্যাওয়ার্ড পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

গণমিশিল ডেক্সঃঃ পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফ এম এ রাজ্জাক সাংবাদিকতা, আইন ও মানবাধিকার উন্নয়নে হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড, বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ সৃতি গোল্ড মেডেল ও সাউথ এশিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়ায় পাইকগাছা প্রেসক্লাবের ফাউন্ডর কমিটি শনিবার সকালে পাইকগাছা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন । প্রেসক্লাব ফাউন্ডর কমিটির সম্পাদক এ্যাডঃ শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে ফুলেল শুভেচ্ছা জানান ফাউন্ডর কমিটির সদস্য জি এ রশীদ সন্তোষ সরকার, রবিউল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ।

পাইকগাছার কৃতি সন্তান এ‍্যাড এফ,এম,এ রাজ্জাক আইন ও মানবাধিকারে বিশেষ অবদানে দ্বিতীয়বার স্বর্ণপদক পেলেন ।➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖গ...
14/01/2022

পাইকগাছার কৃতি সন্তান এ‍্যাড এফ,এম,এ রাজ্জাক আইন ও মানবাধিকারে বিশেষ অবদানে দ্বিতীয়বার স্বর্ণপদক পেলেন ।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

গণমিশিল ডেক্স।।
👉👉ঢাকাস্থ সেগুন বাগিচায় এশিয়া হিউম‍্যান রাইটস ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে স্বার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে গত ১১ই ডিসেম্বর সর্ব প্রথম সম্মাননা পদক পেয়েছেন পাইকগাছার কৃতি সন্তান সুযোগ্য সুদক্ষ সংগঠক পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, মানবাধিকার কর্মী, পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী এ‍্যাড এফ, এম,এ রাজ্জাক। তিনি দ্বিতীয়বারের মতো আবারো আইন ও মানবাধিকার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ ফাউন্ডেশনের আয়োজনে ১৪ ই জানুয়ারি ২০২২ শুক্রবার সন্ধ্যায় আইডিইবি ভবন কাকরাইল ঢাকাস্থ সেমিনার হলে বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মোঃ আবু তারিক এর সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউসন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম এর হাত থেকে স্বর্ণপদক নিলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, মানবাধিকার কর্মী, পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী এ‍্যাডঃএফ, এম, এ রাজ্জাক। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আপীল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এম,ফারুক,স্মৃতিচারণে বিটিআরসি ও বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর সুযোগ্য সন্তান সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠানে সারা বাংলাদেশে ২০জন এ পদক পেয়েছেন যার মধ্যে দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক পেয়েছেন এ‍্যাডঃএফ, এম, এ রাজ্জাক।

03/01/2022
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সন্মাননা পদক পেলেন💐💐 এ‍্যাড: এফএমএ রাজ্জাক 💐💐➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖সাংবাদিকতা পেশায় বিশেষ অবদানের...
11/12/2021

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সন্মাননা পদক পেলেন
💐💐 এ‍্যাড: এফএমএ রাজ্জাক 💐💐
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
সাংবাদিকতা পেশায় বিশেষ অবদানের জন্য এশিয়া হিউম‍্যান রাইটস ফাউন্ডেশনের আয়োজনে হিউম‍্যান রাইটস পিস অ‍্যাওয়ার্ড ২০২১ পেলেন সারা বাংলাদেশের মধ্যে ২০ জন। যার মধ্যে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, মানবাধিকার কর্মী, সাংবাদিক, এ‍্যাড এফ, এম, এ রাজ্জাক। তিনি আজ শনিবার সন্ধ্যায় ঢাকাস্হ সেগুন বাগিচায় এক অনুষ্ঠানে বিচারপতি মীর হাসমত আলীর কাছ থেকে সন্মাননা ক্রেষ্ঠ ও সনদ গ্রহণ করছেন।

পাইকগাছায় উইএনও খালিদ হোসেন সিদ্দিকী কে বিদায় মুহুর্তে ফুলেল শুভেচ্ছা।।➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এ ব...
29/09/2021

পাইকগাছায় উইএনও খালিদ হোসেন সিদ্দিকী কে বিদায় মুহুর্তে ফুলেল শুভেচ্ছা।।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী,কে বিদায় মুহুর্তে প্রেসক্লাবের পক্ষথেকে সোমবার বিকেলে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ অানোয়ার ইকবাল মন্টু। সাংবাদিকদের মধ্যে উপস্হিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এফ এম এ রাজ্জাক, সহ সভাপতি ডাঃ তৃপ্তি রঞ্জন সেন,অাব্দুল অাজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন অাহম্মেদ,এন ইসলাম সাগর,অাবুল হাশেম,কৃষ্ণ পদ মন্ডল, বদিউজ্জামান, এস এম হাবিবুর রহমান ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when The Gono Misil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Gono Misil:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Convenience Store?

Share