Mohammad Kadir

Mohammad Kadir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammad Kadir, Convenience Store, Chunarughat, Habiganj.

25/06/2023

লাববাইক আল্লাহুম্মা লাববাইক।

বাবা ❤️
01/12/2022

বাবা ❤️

29/11/2022

প্রবাসী ভাইদের নিয়ে আমার ছোট একটা লিখা, আশাকরি পুরোটা পড়বেন।।
-

দেশান্তর হওয়ার যে তীব্র বেদনার সূর, অচিন সাগরের মাজখানের শূন্যতার মত সেটা তো আবহমান কাল থেকে কোন এক দূর দেশের চার দেয়ালের মাঝেই আটকে থাকে।

হাজার বছরের অনিশ্চয়তার হাতছানি নিয়ে একেকজন ভাই/বোন পাড়ি দেয় দুরন্ত প্রবাসে। শুধু মাত্র প্রিয় মানুষদের হাসি মাখা মুখ দেখবে বলে। তবে সে নিজেও জানে এই যাত্রা যে বন্দরের আকাশের মত, বেশীরভাগটাই কালো মেঘ আলোর আভাস আছে সামান্যই।

রক্তকে ঘাম বানিয়ে একেকজন প্রবাসী ভাই বোন বছরের পর বছর পরিশ্রম করে যায়। কতশত অনবদ্য লিখা আছে রাতের বিছানা বালিশ আর তাদের চোখের পানি। পার হয়ে যায় বছরের পর বছর।

কখনো চিন্তা করেছেন কত প্রবাসী ভাই/বোন প্রবাস জীবনে তারা মা বাবাকে হারিয়েছে। শেষ বাড়ের মত তাদের মুখটাও দেখতে পারেনি, ইচ্ছা থাকলে লিগাল/ইলিগালের এক পৈশাচিক খেলায় নিজেকে আত্মসমর্পন করতে হয়েছে।

কখনো ভেবেছেন কত মা কত বাবা তার প্রিয় সন্তানের ফিরে আসার জন্য দরজায় দাঁড়িয়ে রাস্তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে?

কখনো চিন্তা করেছেন কত সন্তান তার বাবার হাতটা ধরে হাঁটার অপেক্ষা করছে?

ভেবেছেন কখনো কত আদরের বোন তার ভাইয়ের অপেক্ষায় বসে থাকে ?

একটা বার ভেবেছেন কতশত প্রবাসী ভাই তার প্রেয়সীর কপালে চুমু আঁকবে বলে ফিরে যাওয়ার দিন গুনছে??

প্রত্যেকটা প্রবাসী ভাই আমার কাছে একেকটা লিওনেল মেসি। কারন প্রত্যেকদিন সকালে তারা কাজে যায় দিন বদলে যাবে এই স্বপ্নে বিভর হয়ে। সাফল্য নামের সোনার হরিণের পিছনে চিতা যেমন অফুরন্ত ক্ষিপ্রতায় দৌড়ে যায়, ঠিক প্রত্যেকটা দিন তারা এভাবে দৌড়াচ্ছে শুধু মাত্র স্বপ্ন পূরণ করবে বলে।

আট দশটা গল্পের মত এমন সিনেমেটিক স্ক্রিপ্ট নেই প্রবাসী নামক জীবনে। বরং হাড় ভাঙ্গা পরিশ্রম আর চোখের পানিই এই গল্পের একমাত্র সামনে আগানোর অক্সিজেন। ছোটবেলা যে ছেলেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতো সেই ছেলেটাই আজ প্রবাসী।

একটা গল্প বিশেষ কিছু হওয়ার জন্য অনেক অনেক ট্রফির প্রয়োজন হয়না। একেকটা মানুষের জীবনের গল্প একেকরকম।

জীবনে খারাপ সময় থাকবেই, তবে কে জানে এই খারাপ সময়টাই হতে পারে জীবনে বদলে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। হয়ত এই খারাপ সময় গুলাই কোন একদিন সাফল্য নামের পর্বত্যের নিচে চাপা পড়ে অদেখা মাটি হয়ে যাবে।

নিজে প্রবাসী না হলে হয়তো প্রবাসীদের দুঃখ গুলো এত কাছ থেকে কখনই উপলব্ধি করতে পারতাম না। প্রত্যেকটা প্রবাসী ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা।

বিশ্বাস রাখেন স্রষ্টার উপর দৌড়ে যান সাফল্য নামের সোনার হরিণ ধরা দিবেই। মনে রাখবেন স্বপ্ন পূরণের পথটা দীর্ঘই হয়ে থাকে।

-
MOHAMMAD ABDUL KADIR

28/11/2022
ছবি যখন কথা বলে।
28/11/2022

ছবি যখন কথা বলে।

Address

Chunarughat
Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Kadir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


You may also like