Khaas Food Gulshan

Khaas Food Gulshan Welcome to the official Khaas Food Gulshan Outlet, your gateway to safe and pure food choices.

Khaas Food is an online centric store, coupled with chain physical stores where customers across the country can shop 24×7 from home and get their products at their doorsteps. In a world where the pace of life is accelerating and demands on our time and energy are ever-increasing, it's crucial to pause and reflect on one of the most fundamental aspects of our existence: the food we consume. Safe f

ood, beyond being a matter of personal well-being, holds the key to a healthier society, a robust economy, and an improved overall condition for us and future generations. With the motto “Purity is healthiness”, Khaas Food has been relentlessly catering to this need from the beginning. Our mission has always been - To revolutionize and to become the pioneer in the agro food industry by promoting ethical sourcing, sustainable farming practices and by offering nutritious, safe food to nourish the health of our consumers and to cultivate a better food habit for the future generations to come, we started journey.

ঈদ মোবারক!ত্যাগ, ভালোবাসা ও একাত্মতার এই পবিত্র দিনে সবার জীবনে বর্ষিত হোক আল্লাহর অফুরন্ত রহমত। ঈদুল আযহা আমাদের সকলকে ...
06/06/2025

ঈদ মোবারক!

ত্যাগ, ভালোবাসা ও একাত্মতার এই পবিত্র দিনে সবার জীবনে বর্ষিত হোক আল্লাহর অফুরন্ত রহমত। ঈদুল আযহা আমাদের সকলকে সত্যিকার অর্থে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবার তাওফিক দিক—আমিন।

"আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া।" (সূরা আল-হজ)

05/06/2025

এবার বাসায়ই তৈরি করুন মজাদার আদানা কাবাব!

বিভিন্ন কাবাবের মাঝে এবার জেনে নিন প্রফেশনাল শেফের থেকে আদানা কাবাবের রেসিপি। ফ্লেভার ও স্বাদে ভরপুর এই কাবাব থাকুক ঈদ আয়োজনে।



ঈদের আগে Khaas Food এর সকল আউটলেট খোলা থাকছে ঈদের আগের দিন পর্যন্ত। অর্থাৎ ৬ জুন পর্যন্ত। ঈদের প্রয়োজনীয় বাজার সেরে ফেলু...
05/06/2025

ঈদের আগে Khaas Food এর সকল আউটলেট খোলা থাকছে ঈদের আগের দিন পর্যন্ত। অর্থাৎ ৬ জুন পর্যন্ত।

ঈদের প্রয়োজনীয় বাজার সেরে ফেলুন খাস ফুডের আউটলেট থেকে।

04/06/2025

এবার ঈদে ঘরেই তৈরি করুন স্পেশাল T-bone Steak.

এমন Chef Special Recipe দেখতে চোখ রাখুন Khaas Food এর ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

২০% পর্যন্ত ছাড়!আজই শেষ দিন!!!অনলাইন অর্ডারে হোম ডেলিভারি পেতে অবশ্যই অর্ডার করতে হবে আজকের মধ্যে। অফারটি আউটলেটে চলবে ৬...
04/06/2025

২০% পর্যন্ত ছাড়!

আজই শেষ দিন!!!

অনলাইন অর্ডারে হোম ডেলিভারি পেতে অবশ্যই অর্ডার করতে হবে আজকের মধ্যে। অফারটি আউটলেটে চলবে ৬ জুন পর্যন্ত।

সীমিত সময়ের এই অফার উপভোগ করতে অর্ডার করুন আজই। অর্ডার করতে ভিজিট করুন : https://www.khaasfood.com/shop/

✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন ‪+8801708183874‬ নম্বরে।

আগামীকাল ৪ জুন অনলাইন অর্ডারের শেষ দিন।ঈদের আগে হোমডেলিভারি পেতে খাস ফুড থেকে আপনার প্রয়োজনীয় সামগ্রী অর্ডার করে ফেলুন আ...
03/06/2025

আগামীকাল ৪ জুন অনলাইন অর্ডারের শেষ দিন।

ঈদের আগে হোমডেলিভারি পেতে খাস ফুড থেকে আপনার প্রয়োজনীয় সামগ্রী অর্ডার করে ফেলুন আগামীকালের মধ্যে।

আপনার ঈদের বাজারের প্রয়োজনীয় সামগ্রী অর্ডার করে ফেলুন দ্রুত। আর খাস ফুডের ডেলিভারি ম্যান সেগুলো পৌঁছে দিবে আপনার দোরগোড়ায়।

ঈদ কাটুক নির্বিঘ্নে ও নিরাপদে, খাস ফুডের সাথে।

খাস ফুড থেকে অনলাইন অর্ডার করতে ভিজিট করুন : https://www.khaasfood.com/shop/

✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন +8801708183874 নম্বরে।

ঈদুল আযহার ৩ পর্বের কুইজ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হল।শীঘ্রই বিজয়ীদের কাছে পৌঁছে যাবে খাস ফুডের পক্ষ থেকে আকর্...
03/06/2025

ঈদুল আযহার ৩ পর্বের কুইজ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হল।

শীঘ্রই বিজয়ীদের কাছে পৌঁছে যাবে খাস ফুডের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট।

৩য় কুইজএই সিরিজের সর্বশেষ কুইজ।কুইজের উত্তর দিন আর জিতে নিন পুরষ্কার! ঈদুল আযহা উপলক্ষে খাস ফুড আয়োজন করেছে কুইজ ক্যাম্প...
02/06/2025

৩য় কুইজ

এই সিরিজের সর্বশেষ কুইজ।

কুইজের উত্তর দিন আর জিতে নিন পুরষ্কার!

ঈদুল আযহা উপলক্ষে খাস ফুড আয়োজন করেছে কুইজ ক্যাম্পেইনের। প্রতিটি কুইজ থেকে যেকোন একজন বিজয়ীকে খাস ফুডের পক্ষ দেওয়া হবে আকর্ষণীয় ঈদ গিফট! ঈদুল আযহা নিয়ে আয়োজিত এই কুইজের সঠিক উত্তর দিয়ে আপনিও হয়ে যেতে পারেন বিজয়ী।

তাই দেরি না করে দ্রুত সঠিক উত্তরটি কমেন্ট করে ফেলুন এখনই।

৩ পর্বের এই কুইজ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম দেখতে চোখ রাখুন খাস ফুডের ফেসবুক পেইজে।

*বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে খাস ফুডের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

২০% পর্যন্ত ছাড়! আর মাত্র ৩ দিন বাকি!!!ঈদের আনন্দে খাস ফুডের স্পেশাল অফারের আর মাত্র ৩ দিন বাকি! ঈদ মানে পরিবার ও বন্ধুদ...
02/06/2025

২০% পর্যন্ত ছাড়!

আর মাত্র ৩ দিন বাকি!!!

ঈদের আনন্দে খাস ফুডের স্পেশাল অফারের আর মাত্র ৩ দিন বাকি!

ঈদ মানে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো, আর সেই আনন্দকে পরিপূর্ণ করতে চাই স্বাদে-গন্ধে ভরপুর খাবার। আর সেকথা মাথায় রেখেই খাস ফুড এনেছে চমৎকার ঈদ অফার। খাস ফুডের বিভিন্ন পণ্যে পাবেন ২০% পর্যন্ত ছাড়!

অনলাইন অর্ডারে হোম ডেলিভারি পেতে অবশ্যই অর্ডার করতে হবে ৪ জুন এর মধ্যে। অফারটি আউটলেটে চলবে ৫ জুন পর্যন্ত।

সীমিত সময়ের এই অফার উপভোগ করতে অর্ডার করুন আজই। অর্ডার করতে ভিজিট করুন : https://www.khaasfood.com/shop/

✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন ‪+8801708183874‬ নম্বরে।


%off

01/06/2025

🥭 বিশ্বব্যাপী বাংলাদেশি আমের স্বাদ ছড়িয়ে দিতে প্রস্তুত খাস ফুড!

স্বাদ, গন্ধ এবং ঘ্রাণের দিক থেকে বাংলাদেশের আম বিশ্ববাজারে সমাদৃত। এখন সময় এসেছে বাংলাদেশি ফ্রেশ আম বিশ্বের বাজারে পৌঁছে দেওয়ার। দেশীয় এই সুস্বাদু ফলকে বিশ্ববাজারে পৌঁছে দিতে প্রস্তুত খাস ফুড।

খাস ফুড দীর্ঘ ১০ বছর ধরে দেশের বাজারে বিভিন্ন প্রকারের সিজন ফ্রেশ পেস্টিসাইড রেসিডিউ মুক্ত আম সরবরাহ করে আসছে অত্যন্ত সুনামের সাথে।

আপনি কি নির্ভরযোগ্য আম এক্সপোর্টার খুঁজছেন?
👉 তাহলে আর দেরি কেন? তবে খাস ফুড হতে পারে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান।

আমাদের সাথে যোগাযোগ করতে
ইমেইল করুন: [email protected]
অথবা কল করুন:
📞 কল করুন: ‪‪+880 1730-715062‬‬ (Whatsapp Available)

30/05/2025

আবু সুফিয়ান তাজ, যিনি ইন্টারন্যাশনাল স্পোর্টস সায়েন্স অ্যাসোসিয়েশন সার্টিফাইড ফিটনেস ট্রেইনার। স্বাস্থ্য সচেতনতা, ফিটনেস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন আগামীর পডকাস্ট এ। দেখতে চোখ রাখুন খাস ফুডের ফেইসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে।

29/05/2025

পাহাড়ের সুমিষ্ট আম্রপালি আর স্বাদে অতুলনীয় রসালো হিমসাগর এখন খাস ফুডে!

আমের মিষ্টতা আর অতুলনীয় স্বাদ আপনাদের কাছে পৌঁছে দিতেই খাস ফুড নিয়ে আসছে পাহাড়ি আম্রপালি ও হিমসাগর। সম্পূর্ণ পেস্টিসাইড রেসিডিউ মুক্ত ল্যাব সার্টিফাইড এই আমগুলো সংগ্রহ করা হয় সরাসরি কৃষকদের থেকে। সেই সাথে প্যাকেজিংয়ের দিকেও থাকে খাস ফুডের তীক্ষ্ণ নজর। ফলে গ্রাহকের কাছে পৌঁছে যায় মৌসুমের বাছাইকৃত সেরা আম।

সেই সেরা আমের স্বাদ নিতে চাইলে প্রি-অর্ডার করতে ভুলবেন না যেনো। হিমসাগর ও পাহাড়ি আম্রপালি আম প্রি-অর্ডার করতে ভিজিট করুন : https://t.ly/ML25

✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন ‪+8801708183874‬ নম্বরে।





12/11/2024
12/11/2024

যদি ঘুরতে যান শেফ'স টেবিল কোর্টসাইডে, তবে ঘোরাফেরা আর বাজার হবে একসাথে।
কেননা, সম্প্রতি খাস ফুডের নতুন একটি আউটলেটের যাত্রা শুরু হয়েছে শেফ'স টেবিল কোর্টসাইড, মাদানি অ্যাভিনিউতে। যেখানে আপনারা পাচ্ছেন খাস ফুডের নিরাপদ খাদ্যের সমাহার। তাই এবার ঘোরাঘুরি আর বাজার হোক একত্রে।
ম্যাপ লোকেশন :
https://t.ly/KF_Madani_Avenue

"কারখানার মেঝেতে মসলার সঙ্গে ছড়িয়ে ছিল ক্ষতিকর রং ও কাঠের গুঁড়া। এসব গুঁড়ার সঙ্গে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি করা হচ্ছিল মরিচ...
28/10/2024

"কারখানার মেঝেতে মসলার সঙ্গে ছড়িয়ে ছিল ক্ষতিকর রং ও কাঠের গুঁড়া। এসব গুঁড়ার সঙ্গে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি করা হচ্ছিল মরিচ ও হলুদের গুঁড়া।" - প্রথম আলো।
সম্প্রতি এমনই এক ভয়াবহ চিত্র দেখতে পাওয়া যায় চট্টগ্রামের এক মসলার কারখানায়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর এমন একটা নয় বরং ৩টা কারখানার সন্ধান পেয়েছে। অর্থাৎ, আমাদের নিত্য রান্নায় ব্যবহৃত হলুদ, মরিচ গুঁড়া আদতে আমাদের জন্য মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকির কারণ হিসেবে দাঁড়িয়েছে। এর থেকে পরিত্রাণে চাই খাঁটি উপাদানের গুঁড়া মসলা।
খাস ফুডের মসলা বাছাইকৃত হলুদ, মরিচ, ধনিয়া সংগ্রহ করে, ধুয়ে রোদে শুকিয়ে এরপর ভাঙানো হয়। আর সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয় সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে। তাই মসলায় কোন ভেজাল মিশ্রিত হওয়ার কোন সুযোগ থাকে না।
আপনার পরিবারের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে খাস খাঁটি মসলা অর্ডার করতে ভিজিট করুন :
https://www.khaasfood.com/product.../spices/powderedspices/
✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন +8801858568277 নম্বরে।

পরিপূর্ণ পুষ্টি ও চিরায়াত সেই স্বাদ পেতে আস্থা রাখুন খাস ফুডের হাস্কিং মিলে ভাঙ্গানো কাটিং ও পলিশিং মুক্ত ফুল গ্রেইন চাল...
26/10/2024

পরিপূর্ণ পুষ্টি ও চিরায়াত সেই স্বাদ পেতে আস্থা রাখুন খাস ফুডের হাস্কিং মিলে ভাঙ্গানো কাটিং ও পলিশিং মুক্ত ফুল গ্রেইন চালে।

অর্ডার করতে ভিজিট করুন :
https://www.khaasfood.com/product.../rice-pulse-grains/rice/

✈ দেশের বাইরে থেকে পরিবারের জন্য অর্ডার করতে Whatsapp করুন +8801708183874 নম্বরে

অথবা যেকোন প্রয়োজনে কল করুন : 09612002255

নানা গুণাগুণ ও ঐতিহ্যের বিষয়টি মাথায় রেখেই খাস ফুড আপনাদের সবার জন্যে সরবরাহ করে বগুড়ার খাঁটি দই, যা বগুড়ায় প্রস্তুত...
25/10/2024

নানা গুণাগুণ ও ঐতিহ্যের বিষয়টি মাথায় রেখেই খাস ফুড আপনাদের সবার জন্যে সরবরাহ করে বগুড়ার খাঁটি দই, যা বগুড়ায় প্রস্তুত করা হয়।

ঘরে বসেই বগুড়ার খাঁটি সুস্বাদু দইয়ের স্বাদ পেতে এখনই অর্ডার করতে ভিজিট

https://www.khaasfood.com/product/yogurt-bogurar-doi/

অথবা ফোন করুনঃ 09612002255

ডাউনলোড করুন খাস ফুড মোবাইল অ্যাপ:
https://t.ly/KhaasApp

আজকে কি রান্না করেছো আম্মু?" প্রতিদিন এই প্রশ্ন শুনতে হয় কম বেশি সকল মা কেই। আর মায়েদেরও ভাবনা থাকে কীভাবে রান্নায় বৈচিত...
24/10/2024

আজকে কি রান্না করেছো আম্মু?" প্রতিদিন এই প্রশ্ন শুনতে হয় কম বেশি সকল মা কেই। আর মায়েদেরও ভাবনা থাকে কীভাবে রান্নায় বৈচিত্র্য আনা যায়৷ সেই সাথে আবার খেয়াল রাখতে হয় যে খাবার থেকে পুষ্টিগুণটা ঠিকঠাক পাচ্ছে তো?
লইট্টা শুঁটকি এমনই এক চমৎকার খাবার যা রান্নায় ভিন্নতা আনার পাশাপাশি দিবে পরিপূর্ণ পুষ্টি। আর তৈরিও করা যায় সহজেই।
লইট্টা একটি সামুদ্রিক মাছ। এর শুঁটকি বেশ জনপ্রিয়ই বটে৷ এতে আছে ভালো পরিমাণে প্রোটিন এবং কম পরিমাণে ফ্যাট। সেই সাথে ক্যালসিয়াম ও ফসফরাসের মতন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এই উপাদানগুলো শারীরিক সুস্থতা এবং পেশী ও হাড় গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খাস ফুড আপনাদের দিচ্ছে সম্পূর্ণ নিজস্ব তত্বাবধানে তৈরি রাসায়নিক মুক্ত অর্গানিক লইট্টা শুঁটকি। উন্নত প্রক্রিয়া ব্যবহারে প্রস্তুতকৃত এই অর্গানিক শুঁটকি অর্ডার করুন আজই।
অর্গানিক লইট্টা শুটকি অর্ডার করুনঃ https://www.khaasfood.com/.../organic-loitta-dry-fish.../

ঘি এর ব্যবহারে যদি ঘরময় সুঘ্রাণই না ছড়ায় তবে সেই ঘি এর ব্যবহার করে কি কোন লাভ আছে বলুন? ঘি এর চমৎকার সুঘ্রাণ ও স্বাদের জ...
23/10/2024

ঘি এর ব্যবহারে যদি ঘরময় সুঘ্রাণই না ছড়ায় তবে সেই ঘি এর ব্যবহার করে কি কোন লাভ আছে বলুন? ঘি এর চমৎকার সুঘ্রাণ ও স্বাদের জন্য ঘি হওয়া চাই একদম খাঁটি। আর খাস ফুড আপনাদের সরবরাহ করছে খাঁটি ঘি। যার ব্যবহারে আপনার রান্না হয়ে উঠবে আরও সুস্বাদু ও সুঘ্রাণে ভরপুর।
অর্ডার করতে ভিজিট করুন :
https://www.khaasfood.com/product/pure-ghee/
ফোনের মাধ্যমে অর্ডার করতে অথবা যেকোন প্রয়োজনে কল করুন : 09612002255
ডাউনলোড করুন খাস ফুড মোবাইল অ্যাপ:
https://t.ly/KhaasApp

আসছে শীত। ইতিমধ্যে শুরু হয়েছে খাস ফুডের প্রস্তুতি। বলুন তো কিসের প্রস্তুতি? জানিয়ে দিন কমেন্টে।
22/10/2024

আসছে শীত। ইতিমধ্যে শুরু হয়েছে খাস ফুডের প্রস্তুতি।
বলুন তো কিসের প্রস্তুতি?
জানিয়ে দিন কমেন্টে।

সরিষার তেল দিয়ে রান্না করলেও স্বাদ আসছে না? আসবে কি করে বলুন? তেল যদি খাঁটি না হয় তবে সেই তেল থেকে কি আর সরিষার স্বাদ মি...
21/10/2024

সরিষার তেল দিয়ে রান্না করলেও স্বাদ আসছে না?
আসবে কি করে বলুন? তেল যদি খাঁটি না হয় তবে সেই তেল থেকে কি আর সরিষার স্বাদ মিলবে? সরিষার তেলের আসল স্বাদের জন্য চাই দেশি সরিষা বীজ থেকে কাঠের ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল। যার স্বাদ ও মান থাকে অটুট৷
তেঁতুল কাঠের ঘানিতে ভাঙানো খাস ফুডের খাঁটি সরিষার তেল অর্ডার করতে ভিজিট করুন :
https://www.khaasfood.com/product/mustard-oil/
✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন +8801708183874 নম্বরে।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801730715059

Alerts

Be the first to know and let us send you an email when Khaas Food Gulshan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khaas Food Gulshan:

Share