Khaas Food Gulshan

Khaas Food Gulshan Welcome to the official Khaas Food Gulshan Outlet, your gateway to safe and pure food choices.

Khaas Food is an online centric store, coupled with chain physical stores where customers across the country can shop 24×7 from home and get their products at their doorsteps. In a world where the pace of life is accelerating and demands on our time and energy are ever-increasing, it's crucial to pause and reflect on one of the most fundamental aspects of our existence: the food we consume. Safe f

ood, beyond being a matter of personal well-being, holds the key to a healthier society, a robust economy, and an improved overall condition for us and future generations. With the motto “Purity is healthiness”, Khaas Food has been relentlessly catering to this need from the beginning. Our mission has always been - To revolutionize and to become the pioneer in the agro food industry by promoting ethical sourcing, sustainable farming practices and by offering nutritious, safe food to nourish the health of our consumers and to cultivate a better food habit for the future generations to come, we started journey.

19/03/2025

ঈদের বাজারে খাস ফুডের স্পেশাল অফার - থাকছে প্রিমিয়াম লাচ্ছা সেমাই একদম ফ্রি!

রমাদান প্রায় শেষের দিকে। ঈদের আনন্দে চারপাশে যেনো সাজ সাজ রব। ফর্দ মিলিয়ে চলছে কেনাকাটা। এর মধ্যে ঈদের বাজারের চাপ তো আছেই। খাস ফুড এই ঈদের বাজারকে সহজ করতেই নিয়ে এসেছে চমৎকার এক অফার।

ঈদ উপলক্ষে খাস ফুড থেকে বাজারে পাচ্ছেন লাচ্ছা সেমাই একদম ফ্রি!
✅ ২০০০/- এর বেশি বাজার করলেই পাচ্ছেন ২০০ গ্রাম প্রিমিয়াম লাচ্ছা সেমাই।
✅ ৩০০০/- এর বেশি বাজার করলেই পাচ্ছেন ৪০০ গ্রাম প্রিমিয়াম লাচ্ছা সেমাই।

খাস ফুডে এক ছাদের নিচেই পেয়ে যাচ্ছেন আপনার ঈদ বাজারের সকল জিনিস। আর লাচ্ছা সেমাই ছাড়া ঈদ যেনো জমেই না। তাইতো খাস ফুডের এই বিশেষ অফার।

ঈদের আনন্দকে ঝামেলা বিহীন ও মিষ্টি মধুর করতে আজই চলে আসুন আপনার নিকটবর্তী আউটলেটে। চাইলে অর্ডার করতে পারেন খাস ফুড অ্যাপ এবং অনলাইনেও। অর্ডার করতে ভিজিট করুন : https://t.ly/Eid_Bazar'25

✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন +8801708183874 নম্বরে।




আগামীকাল ঈদ স্পেশাল লাইভ দেখতে চোখ রাখুন খাসফুডের ফেসবুক পেজে।লাইভ চলাকালীন সময়ে জিতেনিন আকর্ষণীয় সব পুরস্কার।তারিখঃ ২০...
19/03/2025

আগামীকাল ঈদ স্পেশাল লাইভ দেখতে চোখ রাখুন খাসফুডের ফেসবুক পেজে।

লাইভ চলাকালীন সময়ে জিতেনিন আকর্ষণীয় সব পুরস্কার।

তারিখঃ ২০ মার্চ ২০২৫
সময়ঃ দুপুর ৩ ঘটিকা

18/03/2025

ঘি শুধু একটি উপাদান নয়, এটি হলো স্বাদ, সুগন্ধ এবং সুস্থতার প্রতীক!

খাস ফুডের ঘি তৈরির যাত্রায় আপনাদের স্বাগতম। প্রকৃতির বিশুদ্ধ উপাদান থেকে কীভাবে তৈরি হয় খাস ঘি তা জানাতেই আমাদের এই আয়োজন।

রান্নায় রাজকীয় স্বাদ যোগ করতে এবং পরিবারের সুস্থতা বজায় রাখতে ব্যবহার করুন খাস ফুডের ঘি। অর্ডার করতে ভিজিট করুন : https://t.ly/A2_Ghee

✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন +8801708183874 নম্বরে।




17/03/2025

লাচ্ছা সেমাই কীভাবে তৈরি হয় জানেন?

লাচ্ছা সেমাইয়ের জন্য প্রসিদ্ধ বগুড়ার এক বিখ্যাত কারিগর মতি ভাইকে যখন বলা হয় যে আমরা গ্রাহকদের ঘিতে ভাজা সেমাই দিতে চাচ্ছি তখন তিনি খানিকটা অবিশ্বাসের সুরেই বলেছিলেন যে, "এতো বছর ধরে সেমাই বানাচ্ছি কিন্তু কখনো ঘি তে ভাজা সেমাইয়ের কথা শুনিও নি, বানাইও নি। সবসময় তো তেল বা ডালডাতেই ভাজা হয়।"

কিন্তু খাস ফুড গ্রাহকদের দিতে চাচ্ছিলো এক ভিন্ন স্বাদ। তাইতো আমাদের অনুরোধেই প্রথমবারের মতন ঘি তে সেমাই তৈরি করলেন মতি ভাই ও তার টিম। সেই সাথে এতে যোগ করলেন বাদাম, দুধ, জাফরানের মতন উপাদান যা এর স্বাদকে করে তোলে ভিন্ন।

ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক এই সেমাই দিয়ে আপ্যায়ন হবে আরও চমৎকার আর মুখে লেগে থাকবে স্বাদ।

জাফরান, বাদাম, ফলের নির্যাস সহ ১৫টি প্রিমিয়াম উপাদানের ব্যবহারে ঘি য়ে ভাজা খাস প্রিমিয়াম লাচ্ছা সেমাই অর্ডার করতে ভিজিট করুন : https://t.ly/KepDA

✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন +8801708183874 নম্বরে।


16/03/2025

ঈদ উপলক্ষে খাস ফুডের স্পেশাল বান্ডেল অফার! থাকছে ৪০৬ টাকা পর্যন্ত ছাড়!

এই ঈদে আয়োজন হোক ঝটপট, উপহারের চিন্তা হোক ঝামেলামুক্ত।

খাস ফুডের ঈদ স্পেশাল বান্ডেল নিয়ে এলো আপনার প্রিয়জনের জন্য উপহার তাও আবার অকল্পনীয় ডিসকাউন্টে!

কী আছে বান্ডেল অফারে?

✅ ফিরনি, লাচ্ছা সেমাই, চাল, ঘি থেকে শুরু করে বাছাইকৃত উপাদানের গিফট আইটেম।
✅ এক ক্লিকেই সব বাজার সম্পন্ন!
✅ ৪০৬ টাকা পর্যন্ত ছাড়!
✅ ঝামেলামুক্ত হোম ডেলিভারি

ঈদ আয়োজন সহজ করতে আজই অর্ডার করুন খাস ফুডে।

অর্ডার করতে ভিজিট করুন :
https://t.ly/B_406

✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন +8801708183874 নম্বরে।




রোযাদারের জন্য দুটি আনন্দের মুহূর্তহযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ক...
14/03/2025

রোযাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত

হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

للصائم فرحتان يفرحهما اذا افطر فرح، واذا لقى ربه فرح بصومه، وفى رواية : اذا لقى الله فجزاه فرح،

রোযাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, যখন সে আনন্দিত হবে। এক. যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে আনন্দ পায়। দুই. যখন সে তার রবের সাথে মিলিত হবে তখন তার রোযার কারণে আনন্দিত হবে। অন্য বর্ণনায় রয়েছে, যখন সে আল্লাহর সাথে মিলিত হবে, আর তিনি তাকে পুরস্কার দিবেন, তখন সে আনন্দিত হবে।-সহীহ বুখারী, হাদীস : ১৯০৪, ১৮৯৪; সহীহ মুসলিম, হাদীস : ১১৫১ (১৬৩, ১৬৪, ১৬৫); মুসনাদে আহমদ, হাদীস : ৯৪২৯, ৭১৭৪; সুনানে তিরমিযী, হাদীস : ৭৬৬

12/03/2025

রোজা কি শরীরের সব সমস্যা দূর করে দিতে পারে?

প্রাকৃতিক খাবার ও সুস্থতা নিয়ে এমন চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে খাস ফুড আয়োজিত "আগামী" এর প্রথম পর্বে আমাদের সাথে থাকছেন ঔষধি খাদ্য ও প্রাকৃতিক চিকিৎসা গবেষক, জনাব শহীদ আহমেদ।

গবেষকের থেকেই জানুন খাদ্য দিয়ে অসুস্থতাকে জয় করার এক বিস্ময়কর অভিজ্ঞতা।

পাহাড়ের গায়ে আঁকা ঢালু জমির পরতে পরতে যেনো মাটির গল্প জমা। সেখানে আনারসের কাঁটায়, পেঁপের সোনালি দাগে, কলার থোড়ে, তেঁতুলে...
11/03/2025

পাহাড়ের গায়ে আঁকা ঢালু জমির পরতে পরতে যেনো মাটির গল্প জমা। সেখানে আনারসের কাঁটায়, পেঁপের সোনালি দাগে, কলার থোড়ে, তেঁতুলের পাতায় যেনো লেখা হয় প্রকৃতির অদৃশ্য হস্তাক্ষর। শহুরে আহনাফ যখন প্রথম এই পাহাড়ি গ্রামে এসেছিলেন, তিনি ভেবেছিলেন পাহাড়ি ফলগুলো শুধুই স্বাদে-গন্ধে অনন্য। কিন্তু কিছুদিন থাকার পর বুঝতে পারলেন, এগুলো প্রকৃতির সাথে মানুষের অস্তিত্বের লড়াইয়ের দলিল, পাহাড়িদের কষ্ট সেচে বেড়ে ওঠা একেকটা ফল।

শহরের উর্বর মাটিতে যে আনারসের চাষ হয় তা ফুলে ওঠে জলে, কিন্তু পাহাড়ের শুষ্ক, পাথুরে মাটিতে এর শিকড় খুঁজে বেড়ায় জীবন। রসালো আনারসের প্রতিটি ফোঁটা জমতে যেনো সময় লাগে তিন গুণ। রোদে পুড়ে, কুয়াশায় ভিজে, ভূমিধ্বস উপেক্ষা করে একেকটা ফল যেনো পাহাড়ের গল্প শোনায়, যেখানে মাটির খনিজ, বাতাসের আর্দ্রতা, আর কৃষকের ধৈর্য মিশে তৈরি হয় স্বাদের ভূগোল। তাইতো স্থানীয় অনেকেই বলে "আনারস আমাদের মতো; যত বেশি কষ্ট পায়, তত মিষ্টি হয়।"

আর পাহাড়ের কলাগুলো যেনো পাহাড়িদেরই জীবনের প্রতিচ্ছবি। কলা বাগানগুলো দেখলে মনে হয়, গাছগুলো পরস্পরের ভারে হেলে পড়েছে আলিঙ্গনে। যেখানে একাকিত্ব নেই—প্রতিটি গোষ্ঠী একে অপরের ছায়া, পুষ্টি, আর সহযোগিতায় বাঁচে দিনের পর দিন। পাহাড়িদের ভাষ্যে, "একটি কলায় এক বেলার খিদে, এক ঝাঁক কলায় এক জীবনের ভরসা।"

পাহাড়ের মাটি, জলবায়ু, এবং মানুষের সংস্কৃতি মিলে তৈরি করে এক অনন্য আইডেন্টিটি যার প্রতিফলন দেখা যায় পাহাড়ের গায়ে জন্ম নেওয়া প্রতিটি ফসলে। আনারসের টক-মিষ্টি স্বাদ আসলে জীবনের সমীকরণ, পেঁপের সোনালি দাগ সংগ্রামের নিশান, আর কলার গাছগুলো যেনো শিক্ষা দেয় সহাবস্থানের।

পাহাড়ের সেই গল্পগুলোই আপনাদের কাছে পৌঁছে দিতে খাস ফুড সুদূর পাহাড় থেকে নিয়ে আসছে প্রিজারভেটিভ ও কার্বাইড মুক্ত, প্রাকৃতিকভাবে চাষকৃত দেশীয় পাহাড়ি আনারস আর কলার মতন রসালো পাহাড়ি ফল। যেগুলো যেমন স্বাদে অতুলনীয় তেমনি প্রতিটি ফলে জড়িয়ে আছে একেকটি গল্প।

প্রিজারভেটিভ বা কার্বাইডের উপস্থিতি সুস্থতায় বিরূপ প্রভাব ফেলে। এগুলো খাবারের মাধ্যমে অতিরিক্ত গ্রহণের ফলে আমাদের দেহে আস্তে আস্তে কারসিনোজেনিক উপাদানের বৃদ্ধি দেখা যায় যার পরিণতি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই নিরাপদ ও সুস্থ থাকতে অর্ডার করে ফেলুন খাস ফুড থেকে পাহাড়ি ফল। রসালো পাহাড়ি ফল অর্ডার করতে ভিজিট করুন :
https://t.ly/xpYj8

✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন +8801708183874 নম্বরে।




10/03/2025

প্রিমিয়াম স্বাদ, সুস্থতার প্রতিশ্রুতি - খাস প্রিমিয়াম লাচ্ছা সেমাই।

আপনি কি প্রতিবার লাচ্ছা সেমাই খাওয়ার সময় মনে মনে অপরাধবোধে ভোগেন?

বাজারের সাধারণ সেমাইয়ে মিশে থাকা ক্ষতিকর ট্রান্স ফ্যাট আপনার পরিবারের সুস্থতায় বিরূপ প্রভাব ফেলছে বলে কি চিন্তিত? তবে এবার চিন্তার দিন শেষ! খাস প্রিমিয়াম লাচ্ছা সেমাই নিয়ে এলো সুস্বাদু ও স্বাস্থ্যকর এক অভিজ্ঞতা!

খাস প্রিমিয়াম লাচ্ছা সেমাই ভাজা হয় খাঁটি ঘি তে যার ফলে এতে ট্রান্স ফ্যাটের ঝুঁকি নেই।

একই সাথে এতে ব্যবহার করা হয় বাদাম, জাফরান, দুধ, ফলের নির্যাসের মতো ১৫টি প্রিমিয়াম উপাদানের সমন্বয়ে তৈরি এই সেমাই। যা স্বাদ ও সুস্থতার এক পারফেক্ট কম্বিনেশন।

আপনার ভালোবাসার মানুষগুলোর সুস্থতার জন্য বেছে নিন খাস প্রিমিয়াম লাচ্ছা সেমাই।

ট্রান্স ফ্যাট এর ঝুঁকি মুক্ত ঘি-য়ে ভাজা প্রিমিয়াম এই সেমাই অর্ডার করতে ভিজিট করুন :
https://t.ly/sig_lachsa

✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন +8801708183874 নম্বরে।



10/03/2025
09/03/2025

কর্পোরেট উপহারে খাস ফুড, আস্থার এক অনন্য নাম।

রমাদানের পবিত্র মুহূর্তগুলো যখন সম্প্রীতি ও ভাগাভাগির আবহে মুখরিত, তখন খাস ফুড হয়ে উঠেছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নির্ভরযোগ্য সঙ্গী। এরই ধারাবাহিকতায় বিগত কিছুদিনে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মীদের উপহার হিসেবে পৌঁছে গিয়েছে খাস ফুডের নিরাপদ সব পণ্য সামগ্রী। সর্বসশেষ ডেলিভার করা হলো হালিম, লাচ্ছা সেমাই, ম্যাজিক মিক্স মশলা সহ বিভিন্ন পণ্য। কর্মীদের জন্য রমাদানের এই বিশেষ উপহার শুধু স্বাদই নয়, দিয়েছে আন্তরিকতার বার্তা। আর খাস ফুড গর্বিত সেই বার্তাবাহক হয়ে!

আপনাদের আস্থায় বলীয়ান হয়েই আমাদের নিরন্তর পথচলা। নিরাপদ খাদ্যের এই পথচলায় আমরা এভাবেই আপনাদের পাশে চাই। যেনো একসাথে আমরা এগিয়ে যেতে পারি নিরাপদ খাদ্য সুনিশ্চিতের এই যাত্রায়।

কর্পোরেট অর্ডারের জন্য কল করুনঃ 01713 349631

08/03/2025

কালোজিরা মধু, যার স্বাদ ও উপকারিতার জন্য একে ব্ল্যাক গোল্ড হিসেবে আখ্যায়িত করা হয়।দক্ষিণ এশিয়ায় এই মধুর ঐতিহ্য প্রায় ৩০০০ বছরের, যা পৃথিবীর অন্য কোন অঞ্চলে নেই। সেই মধু সংগ্রহে এবার আমরা এসেছি মাদারিপুরের রাজৈর উপজেলার সোনাপাড়ায়, যেনো আদি সেই ঐতিহ্যের পরশ পৌঁছে দিতে পারি আপনাদের।

হযরত আব্দুল্লাহ ইবনে আমর রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-الصيام والقرآن يشفعان ...
07/03/2025

হযরত আব্দুল্লাহ ইবনে আমর রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-

الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة، يقول الصيام : اى رب منعته الطعام والشهوة فشفعنى فيه، ويقول القرآن : منعته النوم بالليل، فشفعنى فيه، قال : فيشفعان له.

رواه أحمد، والحاكم فى المستدرك وقال : صحيح على شرط مسلم، ووافقه الذهبي، وذكره الهيثمي فى المجمع، وقال : رواه أحمد والطبرانى فى الكبير، ورجال الطبرانى رجال الصحيح.

রোযা ও কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোযা বলবে, হে রব! আমি তাকে খাদ্য ও যৌন সম্ভোগ থেকে বিরত রেখেছি। অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কুরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, (অর্থাৎ না ঘুমিয়ে সে তেলাওয়াত করেছে) অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে।-মুসনাদে আহমদ, হাদীস : ৬৬২৬; মুসতাদরাকে হাকিম, হাদীস : ২০৮০; বাইহাকী শুয়াবুল ঈমান, হাদীস : ১৯৯৪

05/03/2025

স্বাস্থ্য ও ঐতিহ্যের এক অনন্য সমন্বয় : A2 ঘি

দেশি গরুর দুধ থেকে তৈরি এই ঘিতে থাকে A2 বিটা-কেসিন প্রোটিন, যা হজমে সহায়ক এবং শরীরের জন্য অত্যন্ত নিরাপদ। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী, A1 প্রোটিনের তুলনায় A2 প্রোটিন সহজে হজম হয়, বিশেষত যাদের ল্যাক্টোজ ইনটলারেন্স এর সমস্যা আছে তাদের জন্য এটি আদর্শ বলা যায়।

হজমের সমস্যা নিরসন করে ভিটামিন এ, ডি, ই, কে, ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিডসহ বিভিন্ন পুষ্টি উপাদানের সহজলভ্যতা নিশ্চিত করতে দ্রুত অর্ডার করুন খাস সিগনেচার ঘি। অর্ডার করতে ভিজিট করুন :
https://t.ly/A2_ghee

✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন +8801708183874 নম্বরে।



বরকতময় ইফতারে থাকুক খাস ফুডের আজওয়া খেজুর।রমজান উপলক্ষে খাস ফুড আপনাদের জন্য সরবরাহ করছে ল্যাব সার্টিফাইড কেমিক্যাল মুক্...
04/03/2025

বরকতময় ইফতারে থাকুক খাস ফুডের আজওয়া খেজুর।

রমজান উপলক্ষে খাস ফুড আপনাদের জন্য সরবরাহ করছে ল্যাব সার্টিফাইড কেমিক্যাল মুক্ত আজওয়া খেজুর।

খাস ফুড খেজুর সংগ্রহ করার পর ল্যাব টেস্ট করে নিশ্চিত হয় যে তাতে কোন ক্ষতিকারক উপাদানের উপস্থিতি আছে কি না, এরপরই তা গ্রাহকদের কাছে পৌঁছে দেয়। ফলে গ্রাহক পায় বাছাইকৃত নিরাপদ ও সেরা মানের খেজুর।

ইফতারে খাস ফুডের ক্ষতিকর উপাদান মুক্ত বাছাইকৃত খেজুর রাখতে অর্ডার করুন আজই। অর্ডার করতে ভিজিট করুন :
https://t.ly/premium_dates

✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন +8801708183874 নম্বরে।





মানবকল্যাণে খাস ফুডের এক টাকা প্রজেক্ট।আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আস সুন্নাহ ফাউন্ডেশনের সাথে এক মানবিক উদ্যো...
02/03/2025

মানবকল্যাণে খাস ফুডের এক টাকা প্রজেক্ট।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আস সুন্নাহ ফাউন্ডেশনের সাথে এক মানবিক উদ্যোগে যুক্ত হয়েছে খাস ফুড। এখন থেকে গ্রাহকদের কেনা প্রতিটি পণ্য থেকে ১ টাকা যোগ হবে আস সুন্নাহ ফাউন্ডেশনের ফান্ডে যা ব্যয় করা হবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ইসলামিক দাওয়াহ, স্বনির্ভরতা প্রকল্প এবং অসহায়দের মাঝে খাদ্য বিতরণের মতো মহৎ কাজে।

এমন মহৎ কাজে যুক্ত হতে পেরে খাস ফুড গর্বিত।





Address

Shop No: 06, K-72/4C, Gazi Lane, Gulshan/01
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801730715059

Alerts

Be the first to know and let us send you an email when Khaas Food Gulshan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khaas Food Gulshan:

Share