Kiarar dairy

Kiarar dairy Motivation speech & islamic song

16/09/2023

পবিত্র ধর্ম যুদ্ধের চেয়ে বোধহয় বেশী
পবিত্র ও মর্যাদার লড়াই হলো
একজন নারীর মা হওয়ার লড়াই।

আসসালামু ওয়ালাইকুম। প্রিয় বন্ধুরা আমার আগের কাশেম হাবিবি আইডিটা ডিজেবল। এটা আমার নতুন আইডি। আশা করি সবাই লাইক,কমেন্ট করে...
06/08/2023

আসসালামু ওয়ালাইকুম।
প্রিয় বন্ধুরা আমার আগের কাশেম হাবিবি আইডিটা ডিজেবল।
এটা আমার নতুন আইডি।
আশা করি সবাই লাইক,কমেন্ট করে পাশে থাকবেন।

------------------------------------------------------------------------
আমি টুকটাক কবিতা লিখি। আমি চেনা অচেনা অনেককেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই।
আমার অনুরোধ যারা কবিতা ভালোবাসেন এবং ফেবুতে একটিভ তারাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট accept করবেন।
যারা কবিতা পছন্দ করেন না, তারা রিকোয়েস্ট accept না করার অনুরোধ করছি।

বিঃদ্রঃ আমার পরিচিত বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং কাছের মানুষের জন্য এই লেখা প্রযোজ্য নয়।

01/08/2023

সংসারে থেকেও কিন্তু মানুষ হয় ভবঘুরে
যেন এক বোহেমিয়ান ;
আমি সেই ভবঘুরে আমি সেই বোহেমিয়ান,
ভবঘুরেদেরও মৃত্যু হয়,হয় বোহেমিয়ানদের।

আমিও একদিন মরে যাব
আবেগ, অনুভূতি পুড়বে দীর্ঘশ্বাসেের অগ্নিস্ফুলিঙ্গে।
তোমাদের ভালোবাসার পাঁজরে
কী অদ্ভূদ সুন্দর প্রতিশোধ!
অথচ আমি সংসারী হতে চেয়ে
হয়ে গেলাম তৃণগুল্ম,
সারা বছর মাটির সাথে সন্ধি করে বেঁচে থাকি,
বৃষ্টির ছোঁয়ায় জেগে উঠি;
জানান দেই আমি বেঁচে আছি
এভাবেই সংসারের সাথে সন্ধি করে
হয়ে যাই ভবঘুরে সাংসারিক।

ব্যস্ততা আমাকে ব্যস্ত রাখে -তোমাকে যেন ভুলে যাই, হৃদয় বলে আমাকে- ভালোবেসে তুমি আমি এক সাথে বুড়ো হতে চাই।
30/07/2023

ব্যস্ততা আমাকে ব্যস্ত রাখে -তোমাকে যেন ভুলে যাই,
হৃদয় বলে আমাকে-
ভালোবেসে তুমি আমি এক সাথে বুড়ো হতে চাই।

25/07/2023

এতো কষ্ট,
এতো ব্যথা
না বলা যত কথা,
চোখের জলের নোনা জল
লুকিয়েছ আপন হিয়ার মাঝে,
নিজেকে কষ্ট দেওয়া তোমার কি গো এতোটুকু সাজে।

বুকের গভীর তল
অথৈই চোখের জল,
ছলছল বয়ে গেলো
উথাল-পাতাল ঢেউ
চর্মচক্ষে দেখলো না কেউ।

পাঁজর ভাঙা বুকের পাটাতন
গভীর সমুদ্রে ভেসে ভেসে
খোঁজে জীবনবোধ,
আঁধারের গায়ে আলো যেন
ভালোবাসার দায়দেনা করে যায় শোধ।
----------
বুক ভাঙে,
পাঁজর ভাঙে
নদীরও দু'কুল ভাঙে
ভাঙে বিষাদময় জীবন
প্রিয়তমার বধূ সাজে
ভাঙে অবুঝ মন।

শান্ত পরিবেশ
দেহতরীর ভিতর শুনি ভাঙনের রেশ,
শীতের ঝরা পাতার মচমচ ধ্বনি,
এতো প্রেম, এতো মায়া,আবেগের সুর
অনুরাগের জল,
তারপর কেন যেন ভালোবাসার কাছে হয়ে পড়ি ঋনি।

সময় একদিন টেনে নিয়ে যায় বিরহের মহাসড়কে
বেওয়ারিশ সময় খোঁজে হিসাবের খাতা,
শেষ পাতায় লেখা জীবন উপপাদ্যের অনুসিদ্ধান্ত জটিলতায় পেশ,
আজীবন এঁকে গেলাম প্রেমের অনুসিদ্ধান্ত,
প্রমান মেলেনি থেকো গেলো রেশ
মিলন ঘটেনি এ জীবনে ভালোবাসার,
অবশেষে জীবন নাটক শেষ।

01/05/2023
04/09/2022

একজন ভিক্ষুকের কন্ঠ কি মধুর একটু শুনুন।

অনেক ভালো লাগলো।
03/08/2022

অনেক ভালো লাগলো।

11/07/2022
04/07/2022

Address

Road # 1
Dhaka

Telephone

+8801794078580

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kiarar dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Convenience Stores in Dhaka

Show All

You may also like