সাঈদী হুজুরের কলিজা ঠান্ডা করা ওয়াজ
সাঈদী হুজুরের কলিজা ঠান্ডা করা ওয়াজ
ডাক দিয়েছে তারেক ভাই ঘরে থাকার সময় নাই...
ডাক দিয়েছে তারেক ভাই
ঘরে থাকার সময় নাই...
ইয়াবা ব্যবসা করে কোটি টাকার মালিক এক সাংবাদিক
ইয়াবা ব্যবসা করে কোটি টাকার মালিক এক সাংবাদিক
এখন কিন্তু জায়েজ আছে কি কস মোল্লারা?
এখন কিন্তু জায়েজ আছে কি কস মোল্লারা?
হুজুর দেখি নাস্তিকদের দালাল হয়ে গেছে।
হুজুর দেখি নাস্তিকদের দালাল হয়ে গেছে।
যুবদলের সভাপতি ও এলাকার মসজিদের সেক্রেটারী।
যুবদলের সভাপতি ও এলাকার মসজিদের সেক্রেটারী।
সেনা বাহিনী কতৃক ডিবি পুলিশ আটকের ভিডিও
মিম আক্তারের বক্তব্য সূত্র অনলাইন।
সরকারি হাসপাতালে ডাক্তারের ফি ৫ হাজার টাকা? (ভিডিও)
মোটর সাইকেল দুর্ঘটনায় আহত এক কিশোরের পায়ে সেলাই করে দেওয়ার জন্য কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগের একজন ডাক্তার ওই রোগীর কাছে ৫ হাজার টাকা দাবি করেছেন। অভিযুক্ত ওই ডাক্তারের নাম সপ্তম সরকার।
রোগীর কাছে অন্যায় অর্থ দাবির বিষয়ে রোগী ও তার স্বজনদের বক্তব্য, অভিযুক্ত ডাক্তারের বিব্রতকর চেহারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ইমরুল কায়েস নামের এক ব্যাক্তি।
ভিডিওর সাথে দেওয়া পোস্টে ইমরুল কায়েস লিখেছেন, সরকারি হাসপাতালে পায়ে সেলাইয়ের জন্য একজন সরকারী ডাক্তার ৫ হাজার টাকা দাবি করায় হতবাক হয়ে পড়ে রোগীর স্বজনরা। উপায় না পেয়ে ৪ হাজার টাকা জোগাড় করে তারা। যেখানে ১০ টাকার টোকেনে সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, সেখানে ৪ হাজার টাকায়ও মন গলেনি নিষ্ঠুর ও নৈতিকতা হারানো ডাক্তার সপ্তম সরকারের। ৫ হাজার টাকার ১টাকা কমেও সেলাই করবেন না বলে জানান তিনি। টাকা না পেয়ে রোগীকে পায়ে সেলাই না দিয়েই ভর্তি করিয়ে দেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ একজন টাকা চাওয়ার ব্যাপারে ওই ডাক্তারকে জিজ্ঞাসা করলে তিনি কোনো জবাব দিতে পারছেন না। এসময় তাকে বিব্রত দেখাচ্ছিল। পরে উপস্থিত একজন ওই ডাক্তারের সামনেই তাদের কাছে অতিরিক্ত অর্থ চাওয়ার অভিযোগ করেন ওই ডাক্তারের বিরুদ্ধে। তিনি বলেন, এই হাসপাতালে তার পরিচিত একজন ডাক্তারও সপ্তম সরকারকে ওই কিশোরের পায়ে সেলাই করে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি সেটিও রাখেননি।
খবর পেয়ে ইমরুল কায়েস সহ অন্যান্য সাংবাদিকরা হাসপাতাল গিয়ে অনেক অনুরোধে পরও মন গেলেও মন গলেনি ওই ডাক্তারের। পরে কক্সবাজারের সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন আবদুর রহমানকে বিষয়টি জানালে তিনি ঐ রোগীর পায়ে দ্রুত সেলাই করার নির্দেশ দেন এবং ডাক্তার সপ্তম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান।
ইমরুল কায়েস লিখেছেন, এই ধরনের কিছু চিকিৎসকের কারনে আজ দেশের চিকিৎসকরা প্রশ্নবিদ্ধ হচ্ছে। মহান এই পেশাটিকে কলঙ্কিত করার জন্য ডাক্তার সপ্তম সরকারের শাস্তির দাবিও করেন তিনি।
ভোলা দৌলতখাঁন উপজেলার ইউ.এন.ও গংদের চক্রান্ত ফাঁস!
গত ২৪ শে জুন ২০১৭ তারিখে ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোশাররফ হোসেন ভূইয়াকে চাল আত্মসাত এবং ইউএনও কামাল হোসনকে লাঞ্ছনার দায়ে গ্রেপ্তার করা হলে এই সংবাদটি গনমাধ্যমে একটি মহলের ইন্ধনে ফলাও করে প্রচার করা হয়, এরপর ইউএনও এর সহকারী ইমরান দেওয়ানকে বাদী করে থানায় সাজানো মামলা দায়ের করার পর ইউনিয়ন চেয়ারম্যান করাবন্দী হলে উক্ত মামলার বাদী ইমরান দেওয়ানের সাথে তার বিশ্বস্ত লোকের ফোনলাপের অডিও প্রকাশ করা হল।
অডিওটি শুনুন এবং শেয়ার করে সকলকে শুনার সুযোগ করে দিন।
সূত্র : ফেসবুক
লুঙ্গি বাবা মজহার বিকাশ করতে গিয়ে কট হয়েছে আবার।
লুঙ্গী মাজহার কট লুঙ্গী খুলে গেছে।
ভোলায় ইউএনওর অপসারণ দাবিতে বিক্ষোভ
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি,
ভোলার দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের অপসারণ ও উপজেলার চরপাতা ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা। শনিবার দুপুর ১২টায় চরপাতা ইউনিয়নের কাজিরহাট এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ চেয়ারম্যানের মুক্তি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার শাস্তি দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ প্রকাশ করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাহে আলম (কুট্টি), মোস্তাক আহমেদ শাহিন, মাহমুদ হোসেন সুমন ভূঁইয়া, বিল্লাল, খোরশেদ আলম, হোসেন খান, ডা. মজিবল হক প্রমুখ।
মোস্তাক আহমেদ শাহীন সাবেক সভাপতি ভোলা জেলা ছাত্রলীগ। ভিডিও বার্তা।
জনপ্রতিনিধি মোশারফ ভূঁইয়া গ্রেপ্তারের ভিডিও
ফাস্টফুডের দোকানে কি মানের বরফ ব্যবহার করে দেখুন